জ্যোতিষ বিষয়ক বাংলা ভাষায় চমৎকার একটি সফটওয়্যার।


আজ আপনাদের সঙ্গে এমন একটা সফটওয়্যার শেয়ার করব য়া ভারতের প্রায় 80 কোটির বেশি মানুষ বিশ্বাস করে। আপনি চাইলে বিশ্বাস করতে পারেন আর না চাইলেও ক্ষতি নেই। সফটওয়্যার টি ব্যাবহার করে দেখুন আসা করি ভালো লাগবে। হ্যাঁ ঠিকই ধরেছেন এটি জ্যোতিষ বিষয়ক সম্পূর্ন বাংলা ভাষায়। বাংলা ছাড়াও ভারতের সবকটি ভাষা সমর্থন করে। সফটওয়্যারটিতে জানতে পাবেন আপনার ভবিষ্যত,গ্রহ,নক্ষত্র,প্রভৃতির বিচার বিস্লেষন। বিস্তারিত জানতে ও ডাউনলোড করতেএখানে সফটওয়্যার টি ব্যাবহার করে য়দি ভালো লাগে জানাতে ভুলবেন না ।
বাংলাতে বিনামূল্যে কোষ্ঠী বানান
বাংলায় বিনামূল্যে জ্যোতিষী সফ্টওয়্যার পান৷ এই জ্যোতিষী সফ্টওয়্যার আর যেসব ভাষাতে পাওয়া যাচ্ছে তা হল – ইংরাজি, হিন্দি, মারাঠি, তামিল, মালায়লম, তেলুগু এবং কান্নাড়৷ বিনামূল্যে পাওয়া এই বাংলা জ্যোতিষী সফ্টওয়্যারটি এখুনি ডাউনলোড করুন!

অয়নাংশ বিকল্প

বিনামূল্যে পাওয়া এই জ্যোতিষী সফ্টওয়্যারটিতে চিত্রপক্ষ অয়নাংশ বা লাহিরী অয়নাংশ, রামন অয়নাংশ, কৃষ্ণমূর্তি অয়নাংশ এবং থিরুকানিথম অয়নাংশের মতো বিভিন্ন অয়নাংশ রাখা হয়েছে৷

পঞ্চাঙ্গ ভবিষ্যদ্বাণী

বিনামূল্যে পাওয়া এই বাংলা জ্যোতিষী সফ্টওয়্যারটিতে রয়েছে সপ্তাহের দিন বিশেষে পঞ্চাঙ্গ ভবিষ্যদ্বাণী, জন্ম নক্ষত্রের হিসাবে ভবিষ্যদ্বাণী, তিথি হিসাবে ভবিষ্যদ্বাণী, করণ হিসাবে ভবিষ্যদ্বাণী এবং নিত্য যোগ হিসাবে ভবিষ্যদ্বাণী৷ বিনামূল্যে পাওয়া এই বাংলা জ্যোতিষী সফ্টওয়্যারটি এখুনি ডাউনলোড করুন৷

ভাবা ভবিষ্যদ্বাণী

বিনামূল্যে পাওয়া এই বাংলা জ্যোতিষী সফ্টওয়্যারটিতে আপনার চরিত্র এবং জীবনের উপর গ্রহের প্রভাবের উপর ভিত্তি করে পুঙ্খানুপুঙ্খ ভাবা ভবিষ্যদ্বাণী দেওয়া হয়েছে৷ বিনামূল্যে পাওয়া এই বাংলা জ্যোতিষী সফ্টওয়্যারটিতে ভবিষ্যদ্বাণীর ক্ষেত্রে ব্যক্তিত্ব, শারীরিক গঠন, স্থিতির ভবিষ্যদ্বাণীর জন্য প্রথম কক্ষের বিশ্লেষণ করা হয়েছে৷

দশা/অপহারার প্রভাবের উপর ভিত্তি করে ভবিষ্যদ্বাণী

বিনামূল্যে পাওয়া এই বাংলা কোষ্ঠী সফ্টওয়্যারটিতে, বর্তমান দশা এবং অপহারার প্রভাবের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত ভবিষ্যদ্বাণী দেওয়া হয়েছে৷

জন্ম নক্ষত্র এবং সংশ্লিষ্ট নক্ষত্রের বৈশিষ্ট্য বিশ্লেষণ

বিনামূল্যে পাওয়া এই বাংলা জ্যোতিষী সফ্টওয়্যারটি জন্ম নক্ষত্র গণনা করে এবং সংশ্লিষ্ট সমগ্র নক্ষত্রের বৈশিষ্ট্য দেখায়৷

সায়ন এবং নিরায়ন দ্রাঘিমাংশের মতো প্রাথমিক গণনা

বিনামূল্যে পাওয়া এই বাংলা জ্যোতিষী সফ্টওয়্যারে থাকা সমস্ত ছক, গণনা এবং বিশ্লেষণ বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে বানানো৷ এখানে গ্রহের নিরায়ন দ্রাঘিমাংশ, রাশি, রাশিতে দ্রাঘিমাংশ, নক্ষত্রের পাশাপাশি নক্ষত্র পদও গণনা করে দেখানো হয়েছে৷ প্রতিটি গ্রহের আবার নক্ষত্র, নক্ষত্র অধিপতি, উপ-অধিপতির পাশাপাশি উপ উপ-অধিপতিও গণনা করে দেখানো হয়েছে৷ রাশি ছকের পাশাপাশি জন্মের সময়কার দশার সঙ্গে দশা অবশিষ্টও দেখানো হয়েছে৷ বিনামূল্যে পাওয়া এই বাংলা জ্যোতিষী সফ্টওয়্যারে ভাবা ছকও দেখানো হয়েছে৷

সুদর্শন চক্র ছক

বিনামূল্যে পাওয়া এই বাংলা কোষ্ঠী সফ্টওয়্যারটিতে সুদর্শন চক্র ছকটিও দেওয়া হয়েছে৷

বিংশোত্তরি দশা সময়কাল

বিনামূল্যে পাওয়া এই বাংলা জ্যোতিষী সফ্টওয়্যারটিতে বিংশোত্তরি দশা সময়কাল সংক্ষিপ্ত রূপে দেখানো হয়েছে৷

দশা এবং ভুক্তি (অপহারা) সময়কাল

বিনামূল্যে পাওয়া এই বাংলা জ্যোতিষী ছ্ক বানানোর সফ্টওয়্যারটিতে দশা এবং ভুক্তি (অপহারা) সময়কাল পুঙ্খানুপুঙ্খ ভাবে দেওয়া হয়েছে, আবার প্রতিটি দশা সময়কালের অন্তর্গত প্রতিটি ভুক্তির আরম্ভ এবং অন্ত পুঙ্খানুপুঙ্খ ভাবে দেওয়া হয়েছে৷

গ্রহ-নক্ষত্রের অবস্থানের নিরিখে বৈশিষ্ট্যের বিশ্লেষণ

বিনামূল্যে পাওয়া এই বাংলা জ্যোতিষী সফ্টওয়্যারটিতে গ্রহ-নক্ষত্রের অবস্থানের নিরিখে বৈশিষ্ট্যের বিশ্লেষণ করা হয়েছে৷ এখানে যে বিষয়গুলিকে রাখা হয়েছে তা হল – কক্ষের অধিপতি, প্রতিটি কক্ষের ভাবা অধিপতি, গ্রহ-নক্ষত্রের যোগ, এক গ্রহ থেকে অন্য গ্রহে দৃষ্টি, এক গ্রহ থেকে অন্য কক্ষে দৃষ্টি, শুভ এবং অশুভ গ্রহ এবং তাদের প্রভাব, বন্ধুত্ব ছক যেমন – স্থায়ী (নৈসর্গিক) বন্ধুত্ব ছক, অস্থায়ী (তৎকালিকা) বন্ধুত্ব ছক, পঞ্চ বন্ধুত্ব তালিকা, কুঁজ দোষ যাচাই, মৌধ্যম সংঘর্ষ, গ্রহ যুদ্ধ এবং গ্রহাবস্থা ইত্যাদি৷

কোষ্ঠীতে গ্রহের বিশেষ সমন্বয় (যোগ)

গ্রহের গুরুত্বপূর্ণ সমন্বয় যা যোগ হিসাবে দেখা হয় তা এই কোষ্ঠীতে সূচিত দেখানো হয়েছে৷ কোন যোগ কি প্রভাব থাকতে পারে তা সংক্ষিপ্ত ভাবে বিনামূল্যে পাওয়া এই জ্যোতিষী সফ্টওয়্যারে দেওয়া হয়েছে৷ কোন কোন সমন্বয়ের পরিণতিতে যোগ তৈরি হয়েছে তাও বিনামূল্যে পাওয়া এই বাংলা জ্যোতিষী সফ্টওয়্যারে দেখানো হয়েছে৷ এখুনি বিনামূল্যে পাওয়া এই বাংলা জ্যোতিষী সফ্টওয়্যারটি ডাউনলোড করুন!
আরো জানার জন্য ভিজিট করুন আমার সাইট
জ্যোতিষ বিষয়ক বাংলা ভাষায় চমৎকার একটি সফটওয়্যার। জ্যোতিষ বিষয়ক বাংলা ভাষায় চমৎকার একটি সফটওয়্যার। Reviewed by Unknown on 10:27 AM Rating: 5

No comments