To find work, but the work will find you!! Oployee - Freelance Marketplace is a heterogeneous needs time to come!(কাজ খুঁজতে হবে না কিন্তু কাজ আপনাকে খুঁজে নেবে!! Oployee – একটি ভিন্নধর্মী Freelance Marketplace যা এগিয়ে এসেছে সময়ের প্রয়োজনে!)

বর্তমান বিশ্বে Freelancing বহুল জনপ্রিয়। এই পেশার জনপ্রিয়তার পিছনে অন্যতম কারণগুলোর মধ্যে সর্বাধিক জনপ্রিয় যে কারণটি তা হল, এই
পেশায় ব্যক্তি নিজেই নিজের তত্ত্বাবধায়ক। যার ফলে দ্বিতীয় কোন ব্যক্তি তার ওপর প্রাধান্য বিস্তার করতে পারে না। ভাল কাজ জানলে Freelancing সুযোগ করে দেয় স্বাভাবিক মাসিক বেতনের চেয়েও অনেক বেশি আয়ের। এক কথায় Freelancing করার সুবিধা অনেক। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই যেমন ভাল এর পাশাপাশি খারাপের প্রভাব পরিলক্ষিত হয়, Freelancing ও তার ব্যতিক্রম নয়। এই পেশার প্রভাব পড়ে একজন Freelancer এর ব্যক্তি জীবনে। বর্তমানে যে Marketplace গুলো এই পেশাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, সেগুলোতে প্রক্রিয়াটা সাধারণত এরুপঃ
  • কোন Contractor একটি Job Post করলেন।
  • Freelancer-রা সেই Job দেখে সেখানে Bid করা শুরু করলেন।
  • অসংখ্য Freelancer দের মধ্যে একজন কে Client বাছাই করে নেন তার কাজের জন্য।
দেখা যায় যে, Freelancer দের নিজেদের হয়ে Marketing এবং কাজ দুটো একসাথে করতে হয়। যা একজনের ব্যক্তি ও পারিবারিক জীবনে ব্যাপক প্রভাব ফেলে। আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় যে সমস্যা দেখা যায়, তা হল একজন Freelancer  কে রাত জেগে কাজ খুঁজতে হয়, কারণ সাধারণতঃ নতুন Job গুলো যখন Marketplace এ Post হয়, তখন আমাদের দেশে মধ্যরাত। এবং Freelancer দের এই রাত জেগে কাজ করাই তাদের পারিবারিক এবং ব্যক্তি জীবনে বহু প্রতিবন্ধকতা তৈরি করে।

কাজ খুঁজতে হবে না কিন্তু কাজ আপনাকে খুঁজে নেবে

এমন একটি Marketplace এর কথা চিন্তা করুন যেখানে Freelancer দের নিজেদের হয়ে কাজ খোঁজার ঝামেলা থাকবে না, থাকবে না কোন Bidding এর চিন্তা। এমনই ভিন্নধর্মী এক চিন্তাধারা নিয়ে এগিয়ে এসেছে একটি নতুন Marketplace, Oployee! Oployee তে client এবং freelancer এর সাথে communication প্রক্রিয়া নিম্নরুপঃ
  • Client একটি Job Post এর সময়ই তার কাজের ধরনের উপর ভিত্তি করে প্রয়োজনীয় Skill এর মাধ্যমে খুঁজে নেয় Freelancer দের।
  • প্রয়োজনীয় সংখ্যক Freelancer দের Client Interview Invitation কিংবা Job Invitation পাঠাবেন।
  • অতঃপর এই Invitation Freelancer-রা নিজেদের Inbox এ পেয়ে যাবেন। Freelancer  নিজের পছন্দ অনুযায়ী সেই Invitation Accept/Deny করতে পারবেন।
এই প্রক্রিয়াতে Freelancer দের কাজ খোঁজার ঝামেলা লাঘব হল এবং একই সাথে তাদের অতিরিক্ত সময়কে তারা ব্যয় করতে পারবে নিজেদের Skill Developement এর দিকে।

Fixed Price Project Payment এর নিশ্চয়তা

Fixed Price Project এর Payment এর ব্যাপার টা Freelancerদের মাথা ব্যাথার কারন হয়ে থাকে। এক্ষেত্রে Project কিছু Milestone এ ভাগ করা হয় যা Client এবং Freelancer এর Agreement  এর মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে। Oployee Job Posting এর সময় Client এর থেকে Estimited Amount Escrow করে রাখে যা Milestone Complete  হলে Client এর Verification এর সাথে সাথেই Freelancer এর অ্যাকাউন্টে Payment জমা হয়ে যায়। এভাবে Oployee Fixed Price Project এর Payment এর নিশ্চয়তা দিয়ে থাকে।

অন্যান্য Marketplace এর Rating এর মূল্যায়ন

দেখা যায় যে নতুন Marketplace এ এসে নতুন করে Rating Develop করাটা কিছুটা সময় সাপেক্ষ। তাই Oployee ব্যবহার করছে একটি নিজস্ব Algorithm, যার সাহায্যে Freelancer এর অন্যান্য Marketplace এর Experience ও Rating Information কে ব্যবহার করে Oployee Freelancer কে Initially তার উপযুক্ত Rating পেতে সাহায্য করে।
Oployee তে Signup করতে চলে যান http://www.oployee.com এ। রাত জাগা, Bidding এর Tension থেকে মুক্ত হয়ে আপনার Freelancing কে করে তুলুন আপনার সুবিধা মত। Happy Freelancing
:)
Connect থাকুন Facebook এ https://www.facebook.com/OployeeCommunity
To find work, but the work will find you!! Oployee - Freelance Marketplace is a heterogeneous needs time to come!(কাজ খুঁজতে হবে না কিন্তু কাজ আপনাকে খুঁজে নেবে!! Oployee – একটি ভিন্নধর্মী Freelance Marketplace যা এগিয়ে এসেছে সময়ের প্রয়োজনে!) To find work, but the work will find you!! Oployee - Freelance Marketplace is a heterogeneous needs time to come!(কাজ খুঁজতে হবে না কিন্তু কাজ আপনাকে খুঁজে নেবে!! Oployee – একটি ভিন্নধর্মী Freelance Marketplace যা এগিয়ে এসেছে সময়ের প্রয়োজনে!) Reviewed by Unknown on 1:44 AM Rating: 5

No comments