Stream media files on your Android to PC and transfer files at SUPER Speed (Wi - Fi)(আপনার Android দিয়ে পিসির মিডিয়া ফাইল Stream করুন এবং ফাইল ট্রান্সফার করুন SUPER Speed এ(ওয়াই-ফাই))
আজ আমি যে বিষয়টি নিয়ে টিউন করব তা হল কিভাবে পিসির সাথে আপনি আপনার Android ফোনটি কানেক্ট করবেন এবং এর মাধ্যমে আপনি কিভাবে মিডিয়া ফাইল stream ও শেয়ার বা কপি করতে পারবেন।
তাহলে শুরু করি বিস্তারিত আলোচনা :
প্রথমেই আসি যেভাবে আপনি আপনার Android ফোনটি পিসির সাথে কানেক্ট করবেন ।
এজন্য আপনাকে আমার উপরের টিউন টি ফলো করতে হবে।
তাই
উপরের লিংক এ ক্লিক করে টিউন টি অপেন করুন এবং Ad-Hoc Network Creat করার
পদ্ধতি পর্যন্ত ফলো করুন। Ad-Hoc Network Creat করা হয়ে গেলে আপনার Android
ফোনের Wi-fi on করুন এবং Available network থেকে আপনার কম্পিউটারের Ad-Hoc
Network টি সিলেক্ট করে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করুন।
এখন আপনার ডিভাইস টি পিসির সাথে কানেক্টেড।
এখন আমি দেখাব কিভাবে পিসির মিডিয়া ফাইল গুলু আপনি আপনার Android এ strem করবেন ।
এজন্য আপনার ডিভাইস এ ES File Explorer ইন্সটল করতে হবে। ES File Explorer ডাউনলোড করার জন্য নিচের লিংক এ ক্লিক করুন ।
ডাউনলোড করা হয়ে গেলে ইন্সটল দিন।
এরপর ES File Explorer অপেন করুন,
এখন বাম পাশের কোনাতে দেখুন Local লিখা একটি অপশন আছে। সেখানে ক্লিক করে Lan সিলেক্ট করলে নতুন একটি window open হবে।
তারপর সেখান থেকে new এ ক্লিক করুন।
নতুন window আসবে সেখানে server সিলেক্ট করুন।
পরের window তে editable samba server option আসবেন।
তারপর নিচের মত configuration করুন।
server
এ type করুন 192.168.16.1 তারপর যদি আপনার পিসি তে পাসওয়ার্ড দেয়া থাকে
তাহলে user name আর password type করুন আর না থাকলে anonymous এ টিক দিন
তারপর আপনার পিসির যেকোনো একটি নাম দিয়ে অকে করুন।
এখন আপনার পিসিটি এড হয়ে যাবে।
পিসির আইকন এ ক্লিক করে আপনি ব্রাউজ করতে পারবেন।
আপনি কেবল সেসব ড্রাইভ গুলু ব্রাউজ করতে পারবেন যেগুলো শেয়ার করা আছে।
কিভাবে ড্রাইভ শেয়ার করতে হয় তা না জানা থাকলে আমার উপরে দেয়া টিউন টি দেখতে পারেন।
এখন আপনি যেকোনো মিডিয়া ফাইল প্লে করতে পারবেন ও কপি করতে পারবেন।
ভিডিও ফাইল ডিফল্ট প্লেয়ার হিসেবে অবস্যই MX PLAYER সিলেক্ট করবেন তানাহলে ফাইল ঠিক মত প্লে নাও হতে পারে।
কি
বুজলেন? জটিল না সিস্টেম টা। আমার কাছে খুবই ভাল লাগে এই সিস্টেম টা। কারন
শীতের রাতে ল্যাপটপ এর সামনে বসে মুভি দেখতে ভাল লাগে না। তাই কম্বলের
নিচে গিয়ে মোবাইল এ দেখি। কপি করা ছাড়াই। আর যতক্ষণ বাসায় থাকি মনে হয়
500gb হার্ডডিস্ক আমার মোবাইল এ লাগানো আছে। যখন যে গান শুনতে ইচ্ছে করে
শুনি,মুভি দেখতে ইচ্ছা করলে দেখি।
আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। ধন্যবাদ সবাই কে।
Stream media files on your Android to PC and transfer files at SUPER Speed (Wi - Fi)(আপনার Android দিয়ে পিসির মিডিয়া ফাইল Stream করুন এবং ফাইল ট্রান্সফার করুন SUPER Speed এ(ওয়াই-ফাই))
Reviewed by Unknown
on
1:52 AM
Rating:
No comments