Amazing 10 images for premidera Airplane! (এয়ারপ্লেন প্রেমিদের জন্য অ্যামেজিং ১০ ছবি!)
মাথার উপর দিয়ে প্লেন উড়ে গেলে চেয়ে দেখি না এমন লোক আমাদের মাঝে খুব কমই আছি। আমরা অনেকেই হয়তো ভেবে দেখিনা সেটা কাছ থেকে দেখতে কেমন দেখায়, আর ভাবলেও সেটা করা সম্ভব হয়ে উঠেনা। সে চিন্তাটাই মাথায় রেখে “এয়ারটিম ইমেজ” নামে একটি প্রতিষ্ঠান তাদের দশম প্রতিষ্ঠা বার্ষিকীতে এয়ার ফটোগ্রাফি স্পেশালিস্টদের তোলা কিছু ছবি শেয়ার করেছিল, যা ফটোগ্রাফি জগতে আলোড়ন সৃষ্টি করে। চলুন দেখে নিই এমন কিছু ছবি:
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এক ঝাক পাখি বোয়িং ৭৭৭ বিমানকে ঘিরে উড়ছে!
জেটস্টার প্লেনে বজ্রপাতের দৃশ্য
ইউকে’র ফেয়ারফোর্ডে এয়ারফোর্সের গ্রুপ ম্যানুয়াবেরিং
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এসটি মার্টিন বিচের একটু উপর দিয়ে উড়ে যাচ্ছে ইউএস এয়ারওয়েজ বোয়িং ৭৫৭
মেঘের মাঝে দিয়ে উড়ে যাবার সময় বোয়িং ৭৪৭ বিমানের তৈরী করা হার্ট শেপ। ছবিটি প্যারিসের আকাশে তোলা যাকে বলা হয় “সিটি অফ লাভ”
এয়ারক্রাফট থেকে নির্গত ধুয়ায় আলোর প্রতিফলনে সৃষ্ট রংধনু।
এভিয়াট ক্রিশ্চিয়ান ঈগল বিমানে আটকে আছেন পাইলট, আর্জেন্টিনার ছবি!
বোয়িং ৭৭৭!
চাঁদকে পেছনে ফেলে উড়ে যাচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজ এয়ারবাস এ-৩১৯
চাঁদকে পেছনে ফেলে উড়ে যাচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজ এয়ারবাস এ-৩১৯
এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের আগে
আপ ক্লোজ: এয়ারটিমের কালেকশনে থাকা ২ লাখ ৫০ হাজার ছবির মাঝে অন্যতম একটি ছবি।
টেক অফ! আমস্টারডাম এয়ারপোর্ট!!
ছবিগুলো কেমন লাগলো? মতামত জানাবেন। আর ভাল লাগলে শেয়ার করবেন। আশা করছি শীঘ্রই আরও ভাল ভাল পোস্ট পাবলিশ করবো আশা করছি।
Amazing 10 images for premidera Airplane! (এয়ারপ্লেন প্রেমিদের জন্য অ্যামেজিং ১০ ছবি!)
Reviewed by Unknown
on
8:51 AM
Rating:
No comments