ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে আপনার যা জানা খুবই জরুরী

আসসালামু আলাইকুম বন্ধুগণ । কেমন আছেন আপনারা সবাই ? আশা করি আল্লাহ্‌ এর রহমতে ভালো আছেন । বর্তমান তথ্যপ্রযুক্তির দুনিয়ায় ইন্টারনেট ছাড়া
আমাদের নিত্যদিন যেন অর্থহীন মনে হয় । কেউ ফেসবুক এ বন্ধুদের সাথে আড্ডা দেয়, কেউবা অনলাইন এ কাজ করতে প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করেন ।
কিন্তু আমাদের নিত্তদিনের তথ্য চুরি করার জন্য হ্যাকার রাও থেমে নেই । তাই আমাদের নিজেদেরকে তাদের থেকে রক্ষা করতে সচেষ্ট হতে হবে ।
এর জন্য নিন্মোক্ত ধাপগুলো অনুসরনীয় :
ব্রাঊজিং শেষে আপনার ব্রাউজার এর কুকি, হিস্টোরি ক্লিয়ার করে দিন ।
ব্রাউজার এ কোন প্রকার পাসওয়ার্ড সেভ না করা ভালো ।
সাইবার ক্যাফে তে গুরুত্বপূর্ণ কোন ডাটা সাবমিট করবেন না । লেনদেন বা গুরুত্বপূর্ণ ইমেইল পড়ার জন্য বাসার পার্সোনাল কম্পিউটার ব্যাবহার করাই শ্রেয় সাইবার ক্যফে থেকে যতটা সম্ভব দূরে থাকা ভালো কেননা বেশীরভাগ ইন্টারনেট ব্যবহারকারী এর কারনেই হ্যাকড হন ।
মাঝে মাঝে গুরুত্বপূর্ণ ইমেইল, লেনদেন বা এ ধরনের সাইটের পাসওয়ার্ড পরিবর্তন করুন ।
গুরুত্বপূর্ণ সাইট এ জয়েন করার সময় অবশ্যই জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন ।
সব কথার শেষ কথা : একটু সচেতন হলেই আপনি সাইবার জগতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন ।
আজ এতটুকুই । সকলে ভালো থাকবেন । পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ
প্রথম প্রকাশ এখানে
ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে আপনার যা জানা খুবই জরুরী ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে আপনার যা জানা খুবই জরুরী Reviewed by Unknown on 12:25 AM Rating: 5

No comments