Complete history of Android. All versions of the story with Android.(অ্যান্ড্রয়েডের সম্পূর্ণ ইতিহাস। সাথে অ্যান্ড্রয়েডের সকল ভার্সনের গল্প।)
অ্যান্ড্রয়েড বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম। এখন পর্যন্ত অ্যান্ড্রয়েডের সর্বমোট ১৯ টা ভার্সন আসছে।
সর্বপ্রথম অ্যান্ড্রয়েড বেটা পরীক্ষামূলকভাবে আসে নভেম্বর ২০০৭। তবে প্রথম অ্যান্ড্রয়েড ১.০ কমারশিয়ালি রিলিজ হয় সেপ্টেম্বর ২০০৮। অ্যান্ড্রয়েড ডেভেলপ হয় গুগলের দ্বারা। OHA (Open Handset Alliance) এবং MIT ও এটাতে অবদান রাখে।
অ্যান্ড্রয়েড লেখা হয় C(Core), C++ এবং Java (UI) দ্বারা। অ্যান্ড্রয়েডের অ্যাপস থাকে গুগল প্লে স্টোরে।
গুগল প্লে স্টোরের তথ্য মতে July 2013 পর্যন্ত ১ মিলিয়ন অ্যাপস পাবলিশড হয়েছে এবং ৫০ বিলিয়ন বার ডাউনলোড হয়েছে।
আসুন এবার দেখি অ্যান্ড্রয়েডের কিছু ভার্সনের গল্পঃ
- Android 1.0-Angel Cake: ২৩ শে সেপ্টেম্বর ২০০৮ এটা রিলিজ হয় এবং এটা গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম আলোড়ন নিয়ে আসে।
- Android 1.1-Battenberg: ৯ই ফেব্রুয়ারি ২০০৯ এটা রিলিজ হয়। এটার পারফরমেন্স আগের তুলনায় অনেক ভালো ছিল।
- Android 1.5-CupCake: এপ্রিল ২০০৯ এটা রিলিজ হয় এবং এটার মাধ্যমে ভিডিও, ছবি, ব্লুটুথ, কীবোর্ড ইত্যাদি প্রয়োজনীয় সেবার আওতায় আসে।
- Andoid 1.6-Donut: ১৫ ই সেপ্টেম্বর ২০০৯ এটা রিলিজ হয়। এই ভার্সনে সবচেয়ে বড় পরিবর্তন আনে Google Maps।
- Android 2.0/2.1-Éclair: ২৬ অক্টবার ২০০৯ এটা রিলিজ হয়। UI এবং ব্রাউজার যুক্ত হয়। ক্যামেরা, ফ্লাস ইত্যাদি আপডেট করা হয়।
- Android 2.2 Foryo: ২০ ই মে ২০১০ এটা রিলিজ হয়। USB, Adobe Flash, WiFi-Hotspot ইত্যাদি সাপোর্টিভ হয় এই ভার্সনে।
- Android 2.3 Gingerbread: ৬ই ডিসেম্বর ২০১০ এটা রিলিজ হয়। এই ভার্সনে অ্যান্ড্রয়েড অনেক জনপ্রিয়তা পায়। Virtual & QWERTY রিডিজাইনড করা হয়।
- Android 3.0/3.1/3.2-Honey Comb: ২ই ফেব্রুয়ারি ২০১১ এটা রিলিজ হয় এবং এটা Tablet এর জন্য উপযুক্ত ভার্সনে আসে।
- Androd 4.0/4.0.2-Ice Cream Sandwich: ৩১ ই অক্টবর ২০১১ এটা রিলিজ হয়। Flash Player, WiFi, Mobile Data Activity ইত্যাদি বিভিন্ন পরিবর্তন আসে এই ভার্সনে।
- Android 4.4.1/4.4.2-Ice Cream Sandwish: ৫/৯ ডিসেম্বর ২০১১ এটা রিলিজ হয়। ক্রোম ব্রাউজার, Bluetooth message access profile সহ আরও অনেক নতুন ফিচার আসে এই ভার্সনে।
- Android 4.2 -Jelly Bean: ১৩ ই নভেম্বর ২০১৩ এটা রিলিজ হয়। Lock Screen, Group messaging, Bluetooth audio video Remote control profile ইত্যাদি নতুনভাবে যোগ হয়।
- Android 4.4 KitKat: এটা ৩১ অক্টোবর ২০১৩ রিলিজ হয়। এটা Android এর সর্বশেষ ভার্সন। এই ভার্সন অনেক নতুনফিচার সমৃদ্ধ। অ্যান্ড্রয়েড ৪.৪ এ ইন্টারফেসে বেশ কিছু পরিবর্তন এসেছে, তবে ইউজার ইন্টারফেসের চাইতে পারফরমেন্সকেই বেশি গুরুত্ব দিয়েছে গুগল। অ্যান্ড্রয়েড বিভাগের প্রধানের ভাষ্য অনুযায়ী, অপারেটিং সিস্টেমটির অ্যাপ গুলোকে আরো উন্নত করা হয়েছে যাতে তারা খুব কম রিসোর্স ব্যবহার করে কাজ করতে পারে। উদাহারণ স্বরুপ তিনি বলেন গুগলের নিজস্ব ওয়েব ব্রাউজার ক্রোমের কথা যেটি এখন ১৬% কম রিসোর্স ব্যবহার করে কাজ করতে পারবে। এছাড়া অ্যান্ড্রয়েড কিটক্যাট সমগ্র অপারেটিং সিস্টেমকে করেছে আরো হালকা তাই পুরোনো যেসব ডিভাইসে কম র্যাম, বিশেষ করে র্যাম ৫১২ মেগাবাইট, তাদের জন্য সর্বশেষ অপারেটিং সিস্টেমটির দ্বার খুলে গেল।
অ্যান্ড্রয়েড ৪.৪ এ ব্যবহৃত হয়েছে ক্রোমিয়াম ইঞ্জিন, তাই থার্ড পার্টি অ্যাপ গুলো এখন আরো দ্রূততার সাথে তাদের কাজ করতে পারবে। এজন্য নভেম্বরের মাঝামাঝি গুগল নতুন API রিলিজ করছে, প্রথম দিকে নির্দিষ্ট সংখ্যক অ্যাপে এই সুবিধা পাওয়া গেলেও গুগল দ্রূতই এটি ছড়িয়ে দেয়ার আশা করছে।
অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাটের সবচেয়ে চোখে পড়ার মত পরিবর্তন স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারটি এখন পুরোপুরি স্বচ্ছ যা অ্যান্ড্রয়েড ৪.৪ কে করেছে আরো আকর্ষণীয়। লঞ্চারকে আরো সিমপ্লিফাইড করার জন্য উইজেট ট্যাবটি বাদ দেয়া হয়েছে, তবে এখনো হোমস্ক্রিনে লংপ্রেসের মাধ্যমে উইজেট অ্যাড করা সম্ভব। এছাড়া IOS 7 এর মত থার্ডপার্টি অ্যাপগুলো এখন নেভিগেশনবার ও স্ট্যাটাসবারের ব্যাকগ্রাউন্ডটিকেও ব্যবহার করতে পারবে।
হ্যাংআউটস অ্যাপটি এযাবৎকালের সবচেয়ে বড় আপডেট গ্রহণ করেছে। অ্যান্ড্রয়েড ৪.৪ এ এস.এম.এস সেন্ড ও রিসিভ করার জন্য মেসেজ অ্যাপটিকে রিপ্লেস করেছে নতুন হ্যাংআউট অ্যাপ। ফলে এখন থেকে হ্যাংআউটস থেকেই এস.এম.এস আদান প্রদান করা যাবে।
অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাটের সবচেয়ে চোখে পড়ার মত পরিবর্তন স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারটি এখন পুরোপুরি স্বচ্ছ যা অ্যান্ড্রয়েড ৪.৪ কে করেছে আরো আকর্ষণীয়। লঞ্চারকে আরো সিমপ্লিফাইড করার জন্য উইজেট ট্যাবটি বাদ দেয়া হয়েছে, তবে এখনো হোমস্ক্রিনে লংপ্রেসের মাধ্যমে উইজেট অ্যাড করা সম্ভব। এছাড়া IOS 7 এর মত থার্ডপার্টি অ্যাপগুলো এখন নেভিগেশনবার ও স্ট্যাটাসবারের ব্যাকগ্রাউন্ডটিকেও ব্যবহার করতে পারবে।
হ্যাংআউটস অ্যাপটি এযাবৎকালের সবচেয়ে বড় আপডেট গ্রহণ করেছে। অ্যান্ড্রয়েড ৪.৪ এ এস.এম.এস সেন্ড ও রিসিভ করার জন্য মেসেজ অ্যাপটিকে রিপ্লেস করেছে নতুন হ্যাংআউট অ্যাপ। ফলে এখন থেকে হ্যাংআউটস থেকেই এস.এম.এস আদান প্রদান করা যাবে।
অ্যান্ড্রয়েড এর রিলিজের পর থেকে ডায়ালারটি তেমন কোন উন্নয়নের ছোয়া পায়নি। তবে এবার গুগল এটির দিকে নজর দিয়েছে। আপনার কোন স্থানীয় দোকানের ফোন নাম্বার দরকার? ডায়ালের এ যেয়ে দোকানের নামটি লিখুন, নাম্বারটি খুজে বের করার কাজটি করবে গুগল।
কোন অপরিচিত কল এসেছে? গুগল স্বংক্রীয় ভাবে সার্চ করে ওই নাম্বারটির মালিকের তথ্য আপনার সামনে তুলে ধরবে।
কন্ট্যাক্ট ও এখন অনেক স্মার্ট। আপনি যাদের সাথে বেশি যোগাযোগ করেন তাদের কে উপরের দিকে রেখে ক্রমান্বয়ে নিজে থেকেই কন্ট্যাক্ট লিস্ট আপডেট করে নেবে গুগল।
আমি সবসময় মৌলিক টিউন করার চেষ্টা করি, কিন্তু দুঃখের বিষয় অনেকে আমার টিউন অনেক ব্লগে আমার নাম বা টেকটিউনসের লিঙ্ক ছাড়া কপি করছে; আপনারা সচেতন থাকবেন। আমার টিউন বাংলাতে সম্পূর্ণ মৌলিক।
কিছু জানার থাকলে আমাকে জানাতে ভুলবেন না।
আমি চেষ্টা করবো।
ধন্যবাদ।
Complete history of Android. All versions of the story with Android.(অ্যান্ড্রয়েডের সম্পূর্ণ ইতিহাস। সাথে অ্যান্ড্রয়েডের সকল ভার্সনের গল্প।)
Reviewed by Unknown
on
10:51 AM
Rating:
No comments