কল করুন বিনা পয়সায় পৃথিবীর যে কোন দেশে মোবাইলে (100% পরীক্ষিত)
আপনার মাসিক অনেক টাকা বেঁচে যাবে। শুধু তাই নয় এই পক্রিয়ায় আপনি বিশ্বের যে কোন দেশে ফ্রিতে কথা বলতে পারবেন। আপনি যার কাছে ফোন করবেন তার কোন প্রকার
ইন্টারনেট কানেকশন লাগবে না। যা হোক কথা আর বারাবো না। নিম্নে বিষয় গুলো ভাল ভাবে বুঝে আপনি ফ্রি কল করতে থাকুন বিশ্বের যে কোন দেশে যখন খুশি তখন।
প্রথমে নিচের লিংক থেকে সফটওয়ার গুলো ডাউনলোড করুন। এন্ড্রয়েড ও সিম্বিয়ান এর জন্য
লিংক:
এন্ড্রয়েড : ডাউনলোড এখানে
সিম্বিয়ান ডাউনলোড এখানে
আপনার কাঙ্গিত সফটওয়ারটি ডাউনলোড শেষ হলে আপনার মোবাইলে ইনস্টল করুন।
তারপর নিচের স্ত্রিন সটের মত আসবে
স্কিনসট
তারপর রেজিষ্টার বাটনে ক্লিক করে
http://www.mobilevoip.com.my/register.php
লিংকে প্রবেশ করে রেজিষ্ট্রেশন করুন ফ্রিতে।
নিচের স্ক্রিনসট এর মত
উপরের ফরমটি পূরন সম্পূর্ণ হলে সাবমিট বাটনে ক্লিক করুন। তারপর আপনি যে মেইল দিয়ে একাউন্টটি করলেন সেই মেইল এ গিয়ে মেইলটি কনফারমেশন একটিভ করে দিন।
সেখানে আপনাকে একটি ইউজার আইডি ও এসআইপি নাম্বার দেওয়া হবে। তা সংরক্ষণ করুন। (শুধু সিম্বিয়ানের জন্য সংরক্ষণ প্রযোজ্য)। এন্ড্রয়েডে ক্ষেত্রে নিচের স্ক্রিনসট টি দেখুন
স্ক্রিনসট
সেটিংসে গিয়ে লাইন 1 লেখা আছে সেখানে গিয়ে আপনি যে ইমেইল দিয়ে একাউন্ট করেছেন সেই একাউন্ট ও পাসওয়ার্ড প্রবেশ করান। তারপর নিচের ইউজ ইডিজিই তে একটি টিক মার্ক দিন।
তারপর নিচের স্ক্রিনসট দেখুন
স্ক্রিনসট
তারপর এরূপ দেখাবে। এবার ওকে করে বেরিয়ে এসে সাইটের নীল ডিপ্লেতে দেখুন 20 ক্রেডিট শো করতেছে। এবার আপনি ইচ্ছামত কল করুন। প্রতিটি একাউন্ট থেকে আপনি বিশ্বের যে কোন দেশে 6 / 7 মিনিটি কথা বলতে পারবেন। আরও কথা বলতে হলে পুনরায় ভিন্ন মেইল ব্যবহার করে যথ খুশি ততবার কথা বলতে পারবেন। আরও একটি গুরুত্বপূর্ন বিষয় হলো জিমেইল অথবা ইয়াহু মেইলে মেইল খোলা অনেক ঝামেলার বিধায় আপনি টেম্পোরারি মেইলও ব্যবহার করতে পারেন। সেজন্য আপনাকে http://www.yopmail.com গিয়ে এক ক্লিকে মুর্হুতেই একাউন্ট খোলতে পারবেন। সফটওয়ার ডাউনলোডের নিয়ম নিচের স্ক্রিনসটে দেখুন
স্কিনসট
ডাউনলোড করার পর ইনস্টল করবেন। অনেক সময় সফটওয়ারটি হ্যাংক করে যদি হ্যাংক তবে রিমোভ করে আবার পুনরায় ইনস্টল করুন। দেখবেন আপনার সমস্যা দূর হয়ে গেছে। আরও একটি বিষয় একটি একাউন্ট একটিভ করে ব্যবহার করার পর পুনরায় আরেকটি একাউন্ট ব্যবহার করতে গেলেও এই সমস্যার সম্মুখীন হতে পারেন সেজন্যও সফটওয়ারটি রিমোভ করে আবার ইনস্টল করতে হবে।
ধন্যবাদ
পোষ্টে ভূল ত্রুটি থাকতে পারে। সেজন্য অনুগ্রহ পূর্বক কেউ বাজে কমেন্ট করবেন না। আর টিউনটি ভাল লাগলে কমেন্ট করবেন।
ধন্যবাদ।
কল করুন বিনা পয়সায় পৃথিবীর যে কোন দেশে মোবাইলে (100% পরীক্ষিত)
Reviewed by Unknown
on
6:49 PM
Rating: