Craigslist এর Hidden ব্যপার-সেপার আমার মতো নতুনদের জন্য


Hidden Cost বলতে একটা কথা আছে যা বিভিন্ন প্রাইভেট varsity তে থাকে। যা অনেক সময় বলা হয় না, ঠিক এই Craigslist এর ও বেশ কিছু ঠিক Hidden Cost না, Hidden ব্যাপার আছে, যা বলা হয় নি বা অন্য টিউনে থাকে না।
আলোচনা করা হবে, সাথে থাকুন, বাংলা লিখতে অভ্যস্ত নয় তো... আপনাদের সুবিধার্থে বলে রাখি এখানে কোন ইনভেস্ট করতে হবে না (মানে MLM এর মতো না)। তবে হ্যাঁ   Socks(IP hide Software) দাম বা ভাড়া দিতে হবে, দেশের কোন বায়ার হলে কাজ শেষে ভাড়া কিংবা কোন কোন ভাইজানেরা ভাড়াই নেন না। যাহোক  আপনার নিজের কাজের বা  ধৈর্যের উপর কামাই হবে।
  • ১. ধৈর্য (পোষ্ট না হলে)
  • ২. মানসিকতা (পোষ্ট না হলে)
  • ৩. সততা (কাজ ছেড়ে পোকার খেললে)!  :roll:
আমি কিন্তু বিশেষজ্ঞ নই, just sharing my own experience.  8-) CL এর কাজে শুরুতে বেশ কয়েকটা প্রস্তুতি থাকা আবশ্যক, কেননাCL এর কাজের শুরুতে আমি নিজে সমস্যা face করেছিলাম,
  • ০. Socks(IP hide Software) টার ব্যাবহার
  • ১. Gmail id open করা ও master mail বানানো।
  • ২. জিমেইল id forwarding in each CL account and also master mail.
  • ৩. পোস্ট করতে লেইট হওয়া, ফলে session dead of socks.
এটা ঠিক যে নতুন কারও বিরক্ত লাগবে, আমারও লেগেছে/ dhorjo হারাবেন না, তাহলে CL ই আপনাকে গুডবাই জানাবে। আসলে প্রথম দুই মাস একটু dhorjo সহকারে কাজ করলে CL এর মজা বুঝতে পারবেন।
আমি মুলত নতুন যারা তাদের জন্য এই টিউন করছি। আমি এখনও শিখছি। আজ এই পর্যন্ত Alvida
Craigslist এর Hidden ব্যপার-সেপার আমার মতো নতুনদের জন্য Craigslist এর Hidden ব্যপার-সেপার আমার মতো নতুনদের জন্য Reviewed by Unknown on 7:49 AM Rating: 5

No comments