বিভিন্ন ধরনের ভাইরাস,ট্রোজান, স্পাইওয়্যার ও ওয়ার্মের ইতিহাস


আমরা অনেকেই বিভিন্ন ধরনের ভাইরাস সম্মন্ধে জানতে আগ্রহী। কোন ভাইরাস কি কাজ বা ক্ষতি করত তা জানি না অনেকেই। আবার এই সকল ভাইরাস থেকে কীভাবে বাচতে হবে তা তো দূরেই থাক। এমন অনেক টাইপের ভাইরাস আছে যার নাম অনেকেই শুনিই নি।
আর এই সকল বিষয় সম্মন্ধে জানতে Sophos আমাদের একটি সুযোগ করে দিয়েছে।

তারা একটি গাইড বিতরন করছে যা কিনা computer and data security threats এর একটি Encyclopedia র মত।
যদিও ইংরজীতে আছে তবুও আশা করি আপনারা অনেক উপকৃত হবেন, এই গাইড টির দ্বারা।
Download করার জন্য এই সাইটে প্রবেশ করুন।
সরাসরি Download করার জন্য এই লিংকে ক্লিক করুন।
ধন্যবাদ।
বিভিন্ন ধরনের ভাইরাস,ট্রোজান, স্পাইওয়্যার ও ওয়ার্মের ইতিহাস বিভিন্ন ধরনের ভাইরাস,ট্রোজান, স্পাইওয়্যার ও ওয়ার্মের ইতিহাস Reviewed by Unknown on 12:29 PM Rating: 5

No comments