Piece of Photoshop plugins. 10 Photoshop plugins for Photoshop for lovers only.(ফটোশপ প্লাগইনস সমাচার। ১০টি ফটোশপ প্লাগইনস শুধুমাত্র ফটোশপ প্রেমীদের জন্য।)


সবাইকে সালাম ও শুভেচ্ছা।এ কথা মানতেই হবে যে অনেকদিন হয়ে গেলো ফটোশপ প্রেমীদের জন্য কিছুই দেয়া হয়নি।অতীতে প্রায় টিউনেই ২/১টি করে হলেও প্লাগইনস দিতাম।কিন্তু অনেকদিন হলো সেটাও দেয়া হয় না।আর তাই ফটোশপ প্রেমীদের সে ক্ষতি পুষিয়ে দিতে আমার আজকের এই টিউন শুধু ফটোশপ প্লাগইনস নিয়ে।ইচ্ছা আচে বেশ কয়েকটি প্লাগইনস শেয়ার করবো আজ।বুঝতে পারছি না এর মধ্যে ২/১টি প্লাগইনস অতীতে শেয়ার করা হয়েছে কি না।যদি হয়ে থাকে তবে নতুন্দের অবশ্যই কাজে লাগবে আশা করি।তো শুরু করছি।

Alien Skin Bokeh 2.0

যদিও এই প্লাগইনটির কাজ এখন সিএস কিংবা সিসি ভার্সনের ফটোশপ দিয়েই করা যায় তাই এতদিন কারো সঙ্গে শেয়ার করা হয়নি।আর এটিকে ফুল ভার্সন করতে বহু চেষ্টা করেছি কিন্তু সফল হইনি।এই প্লাগইনটির সম্পর্কে বিস্তারীত জানতে এখানে ক্লিক করুন। অবশ্য ওয়েবসাইটে গেলে ওরা বলছে bokeh is now part of exposure 6. যাইহোক কেউ যদি মনে করেন প্লাগইনটি দরকার তবে নামিয়ে নিতে পারেন ৫৫ মেগাবাইটের এই প্লাগইনটি নীচের লিঙ্ক থেকে ।
ডাউনলোড

কিভাবে কি করবেন পরে জানাচ্ছি।

Alien Skin Exposure 5.0

এই শেষ সময়ে এসে জানলাম ভার্সন ৬ বের হয়েছে ।যদি আগে জানতাম তবে ভার্সন ৬ই শেয়ার করতাম আপনাদের সাথে।যাইহোক আপাতত ভার্সন ৫টাই নিন।যারা ডাউনলোডে আগ্রহী তারা ঝটপট নামিয়ে ফেলুন ১০৩ মেগাবাইটের এই প্লাগইনটি নীচের ফটো লিঙ্ক থেকে।
ডাউনলোড
কিভাবে কি করবেন পরে জানাচ্ছি।

Alien Skin Blow Up 3.0

যারা এই প্লাগইনটি ডাউনলোড করতে চান তারা আস্তে করে এখানে ক্লিক করুন।জেনেছেন সব?তাহলে আর দেরী কিসের,শুরু করুন ডাউনলোড মাত্র ৩৮ মেগাবাইটের এর প্লাগইনটি নীচের ফটো লিঙ্ক থেকে।
ডাউনলোড
কিভাবে কি করবেন পরে জানাচ্ছি।

Alien Skin Eye Candy 7.1

যারা এই প্লাগইনটি ডাউনলোড করতে চান তারা এখানে ক্লিক করে প্রথমেই জেনে নিন সবকিছু।এরপর যদি মনে করে থাকেন প্লাগইনটি আপনার দরকার তবে নামিয়ে নিতে পারেন ৫৫ মেগাবাইটের এই প্লাগইনটি নীচের লিঙ্ক থেকে।
ডাউনলোড
কিভাবে কি করবেন পরে জানাচ্ছি।

Alien Skin Snap Art 4.0

যদি মনে করে থাকেন এটিও আপনার দরকার তবে ডাউনলোডের পূর্বে এখানে ক্লিক করে জেনে নিন বিস্তারীত।ওকে এবার যদি মনে করে থাকেন করবেনই তাহলে আমার ক্ষমতাও নেই আপনাকে ঠেকানোর।তো তৈরী হোন ৪৯ মেগাবাইটের এই প্লাগইনটি নামানোর জন্য নীচের লিঙ্ক থেকে।
ডাউনলোড
কিভাবে কি করবেন তা এখন জানিয়ে দিচ্ছি।
আশা করছি ভিডিওটি দেখে আপনারা সব বুঝতে পেরেছেন।(কি)জেনে একটা সমস্যা হলো মনে করেন আপনি Alien Skin Exposure 5.0 ইন্সটল করলেন।সমস্যা হলো (কি)জেনে আপনি 5.0 ভার্সন পাবেন না, 4.0 পাবেন।সমস্যা নেই আপনি 4.0 সিলেক্ট করুন এবং কোন সমস্যা হবে না।আপনাকে সঠিক (সি)রিয়াল নাম্বারই দেবে।আর হ্যাঁ ইন্সটল করার সময় ইন্টারনেট কানেকশন অবশ্যই বন্ধ রাখবেন।কাজ শেষ হলে নেট চালু করুন।

AutoEye 2.11

এই প্লাগইনটি সম্পর্কে বিস্তারীত জানতে এখানে ক্লিক করুন।এবার যদি মনে করে থাকেন প্লাগইনটি নামাবেন তবে নামিয়ে ফেলুন মাত্র ১০ মেগাবাইটের এই প্লাগইনটি।
ডাউনলোড
কিভাবে কি করবেন পরে জানাচ্ছি।

Mystical Suite 2.0

Mystical suite প্লাগইনটি নিয়ে আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তবে এখানে ক্লিক করে জেনে নিন বিস্তারীত।বিভ্রান্ত হবার কিছু নেই কারন আপনি যখন (কি)জেন ওপেন করবেন তখন Mystical suite নামে কোন প্লাগইন পাবেন না,পাবেন Mystical tin ton & color নামে।অর্থাত (কি)জেনে Mystical tin ton & color সিলেক্ট করে (সি)রিয়াল নাম্বার নিবেন।
এবার বলছি কিভাবে ফুলভার্সন করবেন।প্রথমেই প্লাগইনটি ইন্সটল করুন।এবার (কি)জেন খুলে প্রথমটির জন্য auto eye এবং দ্বিতীয়টির জন্য Mystical tin ton & color সিলেক্ট করে (সি)রিয়াল নিয়ে  কপি/পেষ্ট করুন।প্রথমে আপনার নাম এবং কোম্পানী  এর জায়গায় praivate লিখুন। ছবি দেখুন।
দেখুন এখানে name/company/serial number লেখা দেখা যাচ্ছে।আপনি যখন (সি)রিয়াল দিতে চাইবেন তখন name/company/serial number লেখাগুলো হাইড থাকতে পারে।আপনি অনুমানে আপনার নাম,প্রাইভেট এবং (কি)জেন থেকে কপিকৃত (সি)রিয়াল নাম্বার নিয়ে পেষ্ট করুন।কাজ হবে ১০০%  ।

ePaperPress PTLens 9.0

প্লাগইনটি সম্পর্কে বিস্তারীত জানতে এখানে ক্লিক করুন।েবার সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কি করবেন না।করলে নীচের লিঙ্ক থেকে নামিয়ে ফেলুন ৪ মেগাবাইটের কম এই প্লাগইনটি।
ডাউনলোড
সঙ্গে যা দেয়া আচে তা সি ড্রাইভের ফোল্ডারে কপি/পেষ্ট করবেন।কাজ শেষ।

BenVista PhotoZoom Pro 5.0

এই প্লাগইনটি সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।যদি ভালো লেগে থাকে তবে অপেক্ষা না করে ডাউনলোড করে ফেলুন ২০ মেগাবাইটের এই প্লাগইনটি।
ডাউনলোড
সঙ্গে একটা .exe ফাইল আছে।সি ড্রাইভে ফোল্ডারে ঢুকিয়ে দিয়ে এরপর ডেস্কটপে আইওকোনে ক্লিক করুন।(সি)রিয়াল চাইলে (কি)জেন খুলুন এবং কপি/পেষ্ট করুন।
কাজ শেষ।এজনয়।

Album.DS.9.1.2.0

সর্বোশেষ আকর্ষন এটা ছিলো।তবে জিনিসও কিন্তু বিশাল। ৩০৫ মেগাবাইট।এই প্লাগইনটি সম্পর্কে বিস্তারীত জানতে এখানে ক্লিক করুন।পছন্দ না হবার কোন কারন নেই আর আমি জানি ফটোশপ প্রেমীরা এটা নামাবেনই।যাইহোক নামাবেন যখন তখন আর দেরী করাবো না।নামিয়ে ফেলুন নীচের ফটো লিঙ্ক থেকে।
ডাউনলোড
ইন্সটল করুন।এরপর  .exe ফাইলটি সি ড্রাইভের ফোল্ডারে ঢুকিয়ে দিয়ে ক্লিক করুন।কাজ শেষ।এরপর ডেস্কটপে আইকোন পাবেন সেখান থেকে কাজ শুরু করুন।

শেষ হয়েও হলো না শেষ।

চেয়েছিলাম আরো বেশ কিছু প্লাগইনস শেয়ার করবো কিন্তু সময়ের অভাবে শেষ করতে পারলাম না।দেখা যাক আগামীতে।এর পরের টিউনে দেবো বাকিগুলো।তার পরের টিউনে দেবো কিছু আফটার ইফেক্ট প্লাগইনস।এরপর দেবো পোর্টেবল সফটওয়্যারের দ্বিতীয় পর্ব।আসছে আগামীতে..................আসছি আগামীতে ।ভালো থাকুন সে পর্যন্ত  ||| আল্লাহ হাফেজ |||
Piece of Photoshop plugins. 10 Photoshop plugins for Photoshop for lovers only.(ফটোশপ প্লাগইনস সমাচার। ১০টি ফটোশপ প্লাগইনস শুধুমাত্র ফটোশপ প্রেমীদের জন্য।) Piece of Photoshop plugins. 10 Photoshop plugins for Photoshop for lovers only.(ফটোশপ প্লাগইনস সমাচার। ১০টি ফটোশপ প্লাগইনস শুধুমাত্র ফটোশপ প্রেমীদের জন্য।) Reviewed by Unknown on 10:48 PM Rating: 5

No comments