Social networks before the World Cup, the World kapacchena!!(বিশ্বকাপের আগেই সোশ্যাল নেটওয়ার্কে বিশ্ব কাপাচ্ছেন যারা !!)


টেকনোলজি ছরিয়ে ছিটিয়ে আছে আমাদের আশে পাসে, মিসে যাচ্ছে রক্তে । প্রযুক্তির ব্যবহার দিনে দিনে পৃথিবীর ব্যাসার্ধ কে করছে ছোট থেকে ছোট তর । আমার আজকের টিউনটি সবার মাঝে প্রযুক্তির ব্যবহার নিয়েই লেখা । লেখার চেষ্টা করেছি ফিফা ফুটবল বিশ্বকাপ ২০১৪ এ সোশ্যাল নেটওয়ার্ক এর ব্যবহারের উপর । আসা করছি সবার ভালো লাগবে ।
ব্রাজিল ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ আর মাত্র এক সপ্তাহ বাকি । এর মধ্যেই ফ্যানদের মধ্যে শুরু হয়ে গেছে উম্মাদনা । কার হাতে উঠবে বিশ্বকাপ ২০১৪ । কে হবে ফুটবল  সাম্বার ব্রাজিল, লা আল্বিসেলেস্টি আর্জেন্টিনা, শেষ রক্তবিন্দু দিয়ে লড়ায় করা জার্মানি নাকি আবার স্প্যানিশরাই পাবে ?  চলছে হাজারো জল্পনা কল্পনা ।
গত কয়েক বছরে খেলায় হয়ত খুব বেশি পরিবর্তন আশে নাই কিন্তু টেকনোলজির বৈপ্লবিক পরিবর্তনে এখন খেলোয়াড় আর ফ্যান দের মধ্যকার দূরত্ব কমে গেছে হাজার গুন । এখন আপনি চাইলেই আপনার প্রিয় খেলোয়াড় আপনার মনের কথা, আপনার চাওয়া, টার প্রতি আপানর আগ্রহ জানাতে পারবেন । ভাবছেন কিভাবে ? সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলো কেন আছে !! আমার আজকের পোস্টের মূল বিষয় ও এই সোশ্যাল  নেটওয়ার্ক সাইটে খেলোয়াড় দের অবস্থান ।
সোশ্যাল নেটওয়ার্কে বিশ্ব কাপাচ্ছেন যারা
ফ্যানরা চাইলেই পছন্দের খেলোয়াড়, দল ও আনুশাঙ্গিক সব কিছু খুজে নিতে পারে নেটওয়ার্কিং সাইট যেমন ফেসবুক, টুইটার কিম্বা গুগল প্লাসে । ফুটবল বা সেলিব্রেটিদের টুইটার ব্যাবহারের ঝোঁক টাই বেশি । মাঠের লরাইতে জয় হবে হয়ত ফুটবল স্কিল আর শক্তিমত্তার কিন্তু  অনলাইনে ফলোয়ারের দিক থেকে কে জিতেছে, কে এগিয়ে আছে চলুন দেখে নেই ।
অনেক খেলোয়াড়েরই বর্তমানে টুইটারে প্রায় কয়েক মিলিয়ন ফলোয়ার রয়েছে, যেমন ক্রিস্টিয়ানো রোনালদো, ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ তে খেলা সব চেয়ে বেশি ফলোইং খেলোয়াড় যার বর্তমান ফলারের সংখ্যা ২৬.৫ মিলিয়ন !! এই লিস্টে রোনালদো অনেকটা আকাই রাজত্ব করছে দ্বিতীয় সেরার চেয়ে দিগুণ ফলোয়ার নিয়ে । মজার ব্যাপার, সারা বিশ্বে রোনালদো দ্বিতীয় সর্বোচ্চ ফলোইং খেলোয়াড় ।  রোনালদোর এই পর্যন্ত টুইটের সংখ্যা ২০০০ এর কাছাকাছি ।
এই লিস্টে ২ নাম্বারে আছে এইবারের বিশ্বকাপে ব্রাজিলের স্বপ্নসারথি নেইমার জুনিয়র । নেইমারের এই পর্যন্ত টুইটের সংখ্যা ৪০,০০০ হাজারের উপরে । টার বরতমার ফলোর ১০.৭ মিলিয়ন !! লিস্টের ৩য় অবস্থানে আছে ইংল্যান্ডের ওয়েন রুনি । রুনির বর্তমান ফলোয়ারের সংখ্যা ৮.৮ মিলিয়ন । এই লিস্টের প্রথম ১০ জনের পরবর্তী যায়গাতে লিড করছে স্পেনের ফুটবলাররা ।  চতুর্থ অবস্থানে আছেন আন্দ্রেস ইনিএস্তা, পঞ্চম অবস্থান টি স্পানিশ ডিফেন্ডার জেরার্ড পিকের , টার পরে যথাক্রমে আছেন, জাবি আলংসো, সেস ফাব্রিগাস, ডেভিড ভিয়া । জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল আছেন লিস্টের ৯ নাম্বারে । লিস্টের ১০ তাম্বার অবস্থানটি আর্জেন্টাইন ফুটবলার সারজিও আগুয়েরোর ।

নিচের লিস্টে সবার ফলোয়ারের সংখ্যা গুলো দেখে নিন ।

সোশ্যাল নেটওয়ার্কে বিশ্ব কাপাচ্ছেন যারা
Social networks before the World Cup, the World kapacchena!!(বিশ্বকাপের আগেই সোশ্যাল নেটওয়ার্কে বিশ্ব কাপাচ্ছেন যারা !!) Social networks before the World Cup, the World kapacchena!!(বিশ্বকাপের আগেই সোশ্যাল নেটওয়ার্কে বিশ্ব কাপাচ্ছেন যারা !!) Reviewed by Unknown on 11:24 PM Rating: 5

No comments