যে কোন ওয়েব সাইটে প্রবেশ নিয়ন্ত্রণ করুন, একটি ছোট্ট সফটওয়্যার দিয়ে


বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভাল। আজ আমি আপনাদের এমন একটি সফটওয়্যার উপহার দেব, যার মাধ্যমে আপনি ইচ্ছে করলে আপনার কম্পিউটার থেকে যে কোন ওয়েব সাইটে অনাকাঙ্খিত কারো প্রবেশ নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন, আপনি যদি চান আপনার কম্পিউটার থেকে বিশেষ কিছু সাইটে কেউ প্রবেশ করতে না পারুক, তাহলে আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করে তা করতে পারবেন। এটি একটি ছোট্ট সফটওয়্যার (মাত্র ৬০১ কে.বি.)।

ডাউনলোড লিংক:

এখানে ক্লিক করুন

ব্যবহার বিধি:

সফটওয়্যারটি ডাউনলোড করে সেটআপ করে নিন। ডেস্কটপে এর একটি শর্টকাট আইকন যুক্ত হবে। আইকনটিতে ডাবল ক্লিক করুন। নিম্নরূপ পাসওয়ার্ড বক্স প্রদর্শিত হবে।
Pic0
যেহেতু আপনি প্রথম বারের মত সফটওয়্যারটি ব্যবহার করছেন, তাই এর জন্যে কোন পাসওয়ার্ড প্রয়োজন হবে না। Ok বাটনে ক্লিক করুন। প্রোগ্রামটি চালু হবে। এবার আপনি ইচ্ছে করলে Set Password এ ক্লিক করে আপনার ইচ্ছামত পাসওয়ার্ড সেট করতে পারেন।
প্রোগ্রামটি চালু হলে নিম্নের মত একটি উইন্ডো দেখতে পাবেন।
Pic2
লক্ষ্য করুন, এখানে দু’টি সাইট যুক্ত করা আছে। এখন আপনি যদি এ সাইটগুলোর কোনটিতে প্রবেশ বন্ধ করতে চান, তাহলে এর বামপাশের চেক বক্সে ক্লিক করে টিক চিহ্ন দিন। তারপর Save and Exit বাটনে ক্লিক করুন। এরপর ব্রাউজারে গিয়ে ব্লক করা সাইটটি ব্রাউজ করার চেষ্টা করুন। দেখবেন, এটি ওপেন হচ্ছে না।

তালিকায় সাইট যুক্ত করা:

Pic1
আপনি ইচ্ছা করলে যে কোন সাইটকে ব্লক করার জন্য লিস্টভূক্ত করুন। তবে লিস্টভূক্ত করলেই সাইটটি ব্লক হবে না। লিস্টভূক্ত করার পর এটিতে টিক মার্ক যুক্ত করতে হবে। অর্থাৎ যে টাইটেলগুলোতে টিক মার্ক থাকবে, শুধু সেগুলোই ব্রাউজ করা যাবে না। তালিকায় নতুন সাইট যুক্ত করার জন্যে Title বক্সে সাইটটির জন্য একটি শিরোনাম দিন। এই শিরোনামটি তালিকায় প্রদর্শিত হবে, যাতে আপনি পরবর্তীতে সাইটটি সনাক্ত করতে পারেন। এরপর Address এর বক্সে http:// অংশটুকু বাদ দিয়ে ঠিকানার বাকী অংশ লিখুন বা পেস্ট করুন। এবার Add বাটনে ক্লিক করলে, সাইটটি আপনার তালিকাতে যুক্ত হবে। এখন যদি আপনি এই সাইটটি ব্লক করতে চান, তাহলে এর বামপাশে ক্লিক করে টিক চিহ্ন দিন। আপনি তালিকা থেকে যখন যে টাইটেলটি নির্বাচন করবেন, সে টাইটেল এর ঠিকানাটি তালিকার নীচে প্রদর্শিত হবে।

তালিকা থেকে সাইট বাদ দেয়া:

Pic3
আপনি যদি তালিকা থেকে কোন সাইট বাদ দিতে চান তাহলে, সে সাইটটি নির্বাচন করে Remove বাটনে ক্লিক করুন। তবে কোন সাইটের ব্লক বাতিল করতে হলে, সাইটটি Remove না করে, শুধু তার টিক চিহ্নটি তুলে দিলেই হবে।
সবশেষে Save and Exit বাটনে ক্লিক করুন।

কৈফিয়ত:

আমি সময় স্বল্পতা তথা ব্যস্ততার কারণে সাদামাটাভাবে সফটওয়্যারটি তৈরী করেছি। আমি জানি, এর ইন্টারফেস আপনাদের ভাল লাগবে না। কেউ যদি সফটওয়্যারটির উপযুক্ত করে একটি সুন্দর ইন্টারফেস তৈরী করে দেন, তাহলে আমি কৃতজ্ঞ থাকব এবং ইন্টারফেসটি আমি সফটওয়্যার এ যুক্ত করবো। আর যিনি এটি করে দেবেন তার নামও সফটওয়্যারে যুক্ত করা হবে।

শেষকথা:

আমি জানি না, এটি আদৌ একটি প্রয়োজনীয় সফটওয়্যার হিসাবে আপনাদের কাছে গণ্য হবে কিনা? আপনারা যদি মনে করেন, এটি একটি কাজে লাগার মত সফটওয়্যার তাহলে আমি এর উৎকর্ষ সাধনে আরও কাজ করবো এবং আপনাদের মূল্যবান পরামর্শের ভিত্তিতেই তা করার চেষ্টা করবো।
সবাই ভাল থাকুন, এই কামনা।
যে কোন ওয়েব সাইটে প্রবেশ নিয়ন্ত্রণ করুন, একটি ছোট্ট সফটওয়্যার দিয়ে যে কোন ওয়েব সাইটে প্রবেশ নিয়ন্ত্রণ করুন, একটি ছোট্ট সফটওয়্যার দিয়ে Reviewed by Unknown on 3:53 PM Rating: 5