মান সম্পন্ন আর্টিকেল লিখার কিলার উপায়!


আপনি যদি গুগল বা অন্য কোন সার্চ ইঞ্জিনে একটা কিওয়ার্ড বা বিষয়ের উপরে সার্চ দেন তবে সার্চ ইঞ্জিন ওই বিষয়ে প্রকাশিত হাজার হাজার তথ্য আপনার সামনে তুলে ধরবে। আপনি যদি “সার্চ ইন্জিন অপটিমাইজেশন” লিখে সার্চ দেন তবে দেখবেন আপনার সামনে কয়েক লক্ষ্য সাইটের লিংক তুলে ধরেছে ধরেছে সার্চ ইন্জিন। অথচ গুগল প্রথম পাতায় দেখাচ্ছে ১০টি রেজাল্ট। কেন গুগল এই এক লক্ষাধিক সাইটের মধ্যে মাত্র দশটি পোস্ট আপনার সামনে তুলে ধরলো?
এই ১০টি সাইট কি গুগল কে পে করছে? না গুগলকে কোন পে করা ছাড়াই গুগল এই ১০টি সাইটকে প্রথম পেজে দেখিয়েছে। এখন প্রশ্ন হলো কেন গুগল এই দশটি সাইটকে প্রথম পেজে দেখালো?


এর মুলে রয়েছে মানসম্মত আর্টিকেল এর অবদান। তাই মানসম্মত আর্টিকেল এর গুরুত্ব অপরিসীম। মান সম্মত আর্টিকেল লিখতে যা যা করনীয়-
1. শুরুতেই আমাদের দেখতে হবে আপনি যেই Topic নিয়ে Article লিখবেন বর্তমান বাজারে এর চাহিদা বা গুরুত্ব কেমন আর ভবিষ্যতে এর গুরুত্ব কেমন হবে। যেই সব Topic এর চাহিদা কম মানে সার্চ কম সেইসব Topic নিয়ে আমরা কষ্ট করে Article লেখার চেষ্টা করব না।
2. আমাদের Article এর Topic যদি কোন একটা নির্দিষ্ট সময়ের প্রেক্ষিতে হয় তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে সবার আগে যেন আমি অই Article Post (পোস্ট) করতে পারি কারন নির্দিষ্ট সময়ের পর সেই Topic এর Search Value থাকবে না বা আস্তে আস্তে কমে যাবে। যেমন- আপনার Topic হল “ICC World Cup Opening Ceremony- 2011” এই বিষয়ে যদি আপনি লিখতে চান তাহলে আপনাকে অবশ্যই Opening Ceremony এর একটু আগে বা পরে যত দ্রুত সম্ভব Ceremony এর বিস্তারিত লিখতে হবে। এখন আপনি যদি Opening Ceremony ২ বা ৫ দিন পর এই বিষয়ে লেখেন তাহলে কি কেউ সেই লেখা পড়বে বলে আপনার মনে হয়। আপনি নিজেইত পড়বেন না তাই না।
3. অনেক বিষয় আছে যে গুলো সারা জীবন থাকবে মানে পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত। এই ধরনের কোন Long Term Topic নিয়ে Article লেখার চেষ্টা করতে হবে। কারন এই Topic এর সার্চ ভ্যালু কোন দিন ফুরোবে না। যেমন আপনি লিখলেন “Weight Loss Tips” নিয়ে তাহলে কি কোন একদিন এর সার্চ ভ্যালু শেষ হওয়ার কথা?
4. Copy a idea but not a Content. এই বিষয়টা অনেক স্পর্শকাতর কারন এখন কারো content copy করলেন তো মরলেন। আপনি চাইলে অই Topic এর উপর ৫-৭ টা Article পরতে পারেন সেখান থেকে idea নিতে পারেন কিন্তু ভুলেও কখন কারো Content কপি করবেন না।
5. এটা বলতে পারেন আপনার জন্য একটা Advance Tips. আপনি এমন একটা Topic আপনার জন্য বেছে নিলেন যে সেটার কিছুই আপনি জানেন না। সেক্ষেত্রে আপনাকে অই বিষয়ের উপর সার্চ ৮-১০ টা ভাল মানের Article বেছে নিয়ে সে গুলো পরলে আপনার মধ্যে Idea গিজ গিজ করবে আর হ্যাঁ অই গুলোর মধ্যে।
6. অনেকেই ব্লগে ১০০ থেকে ২০০ ওয়ার্ডের বেমানান আর্টিকেল লিখে থাকেন মনে রাখবেন আর্টিকেল সাধারণত কমপক্ষে ৫০০ ওয়ার্ডের হওয়া উচিৎ । বেশি তথ্যবহুল আর্টিকেল ভাল জনপ্রিয়তা পেয়ে থাকে।
মান সম্পন্ন আর্টিকেল লিখার কিলার উপায়! মান সম্পন্ন আর্টিকেল লিখার কিলার উপায়! Reviewed by Unknown on 4:19 PM Rating: 5