কম্পিউটার এর জানা-অজানা দুটি টিপস (অবশ্যই কাজের)


অনেকের হয়ত এই সাধারণ টিপস দুটি জানা আছে, বিশেষ করে যাদের জানা নেই তাদের অনেক কাজে আসবে।

১। শুদ্ধ বানান ঠিক করা :
কম্পিউটার ও আমরা বিভিন্ন ইংরেজী কম্পোজ করে থাকি। আর সেই কম্পোজ যদি লেখা ভুল হয়। তাহলে তো অনেক লজ্জার ব্যাপার- এখন থেকে আর লজ্জা পেতে হবেনা। আমি বলে দিচ্ছি। প্রথমে যে লেখা গুলা চেক করবেন সেগুলো সিলেক্ট করে নিন।

তারপর MS Word এর  Tools মেনুতে ক্লিক করে >> Spelling & Grammar এ ক্লিক করুন তাহলে একটি Dialog box আসবে।এখানে Not in dictionary বক্স এ আপনার ভুল লেখাটা লাল দেখাবে। এখন এই ভুল লেখাটা শুদ্ধ করতে হলে Suggestions বক্স থেকে শুদ্ধ বানান সিলেক্ট করে Change এ ক্লিক করলে বানান শুদ্ধ হয়ে যাবে। সবশেষ ok ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে F7 চাপ দিলে Spelling &Grammar বক্স আসবে।
২।  ৪/৫ সেকেণ্ডে বন্ধ করুন ল্যাপটপ বা কম্পিউটার:

এর জন্য আপনার কিবোর্ড থেকে Ctrl +Alt +Delete এক সাথে  চাপুন।  তাহলে  Windows Task Manager ডায়ালগ বক্স আসবে। এবার Shut Down মেনুতে ক্লি করে- কি-বোর্ড থেকে Ctrl চেপে ধরে Turn of  ক্লিক করুন তাহলে কম্পিউটার ৪/৫ সেকেন্ডে বন্ধ হয়ে যাবে।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।
কম্পিউটার এর জানা-অজানা দুটি টিপস (অবশ্যই কাজের) কম্পিউটার এর জানা-অজানা দুটি টিপস (অবশ্যই কাজের) Reviewed by Unknown on 3:21 PM Rating: 5