অসাধারন কয়েকটি স্মার্টফোন, মাত্র ৫০০০ টাকার মধ্যে। পড়ুন এবং সিদ্ধান্ত নিন, কোনটি নেবেন।


যাদের বাজেট কম, তবুও স্মার্টফোনের শখ, তাদের জন্য এই টিউনটি খুবই কাজে দেবে। মোটামুটি পাঁচ হাজার টাকার মধ্যে আপনি বেশ কয়েকটি ভালো মানের স্মার্টফোন হাতে পাবেন, যা আপনার স্মার্টফোনের সাধ মেটাবে ভালোভাবেই।
Symphony এর W12, W15, W20, W32
Walton এর C1, C2, D2
এই স্মার্টফোন গুলোর দাম ৪৯০০ টাকা থেকে ৫০০০ টাকার মধ্যে। এখন কোন স্মার্টফোনটি আপনি কিনবেন? সিদ্ধান্ত নেয়াটা কঠিন।
আসুন সহজ করে দেই, নিচের তুলনা মূলক বিশ্লেষন দেখুন।

SYMPHONY
WALTON
 W12W15W20W32C1C2D2
PriceTk. 4350Tk. 3990Tk. 5150Tk. 5350Tk. 4290Tk. 3990Tk. 4990
3GNONONOYesNONOYes
Processor1 Ghz1 Ghz1 Ghz1 Ghz dual core1 Ghz1 Ghz dual core1 Ghz dual core
Ram256 MB256 MB256 MB256 MB256 MB256 MB256 MB
ROM512 MB512 MB512 MB512 MB512 MB512 MB512 MB
GPUMali 300Mali 300SGX 531Mali 400Mali 300Mali 400Mali 400
OSGingerbreadGingerbreadGingerbreadjelly beanGingerbreadjelly beanjelly bean
CameraVGAVGA2 MP2 MP2 MP1.3MP2 MP
Front CameraNoNoNoYesNoYesYes
WiFiYesYesYesYesYesYesYes
GPSNoNoYesYesNoNoNo
Displey320x480320x480320x480320x480320x480320x480320x480
Battery1100 mAh1400 mAh1400 mAh1500 mAh1200 mAh1500 mAh1500 mAh










 উপরের তথ্য গুলো দেখলে আমরা যা পাই
Priceমুল্য কমের দিকে এগিয়ে আছে W15, C2
3G3G সুবিধা আছে শুধু D2, W32 তে
Processorডুয়েলকোর প্রসেসর নিয়ে এগিয়ে আছে C2, D2, W32
Ramএখানে সবাই সমান
ROMএখানে সবাই সমান
GPUMali 400 নিয়ে এগিয়ে আছে C2, D2, W32
OSJellybean নিয়ে এগিয়ে আছে C2, D2, W32
Camera2MP Camera নিয়ে একই জায়গায় অবস্থান করছে W20, C1, , W32, D2. আবার 720P HD ভিডিও রেকর্ডিং এর সুবিধা C2, D2 তে।
Front Cameraফ্রন্ট ক্যামেরা নিয়ে এগিয়ে আছে C2, D2, W32
WiFiএখানে সবাই সমান
GPSGPS এর সুবিধা নিয়ে একমাত্র এগিয়ে আছে W20, W32
Displeyএখানে সবাই সমান HVGA (320x480)
Battery1500 mAh দিয়ে এগিয়ে আছে C2, D2, W32
কোন ফোন কয়টি ক্ষেত্রে এগিয়ে আছেW12W15W20W32C1C2D2
০ ক্ষেত্রে এগিয়ে১ ক্ষেত্রে এগিয়ে২ ক্ষেত্রে এগিয়ে৮ ক্ষেত্রে এগিয়ে১ ক্ষেত্রে এগিয়ে৭ ক্ষেত্রে এগিয়ে৭ ক্ষেত্রে এগিয়ে
এবার আপনি সিদ্ধান্ত নিয়ে নিন কম বাজেটের কোন স্মার্টফোন কিনবেন? এখানে সবগুলো স্মার্টফোন এর সার্ভিস ভালো, নির্ভাবনায় যে কোনটি নিতে পারেন আপনার পছন্দ মত।
যাদের বাজেট বেশি তারা আমার এই টিউনটি পড়তে পারেন, "অসাধারন কয়েকটি Quad core এর স্মার্টফোন, মাত্র ১২০০০ থেকে ১৭০০০ টাকার মধ্যে। পড়ুন এবং সিদ্ধান্ত নিন, এই ঈদে কোনটি নেবেন।"
আজ এটুকুই, ভালো থাকুন। কিছু জানার থাকলে কমেন্টে লিখুন।
অসাধারন কয়েকটি স্মার্টফোন, মাত্র ৫০০০ টাকার মধ্যে। পড়ুন এবং সিদ্ধান্ত নিন, কোনটি নেবেন। অসাধারন কয়েকটি স্মার্টফোন, মাত্র ৫০০০ টাকার মধ্যে। পড়ুন এবং সিদ্ধান্ত নিন, কোনটি নেবেন। Reviewed by Unknown on 3:13 PM Rating: 5