SYMPHONY ও WALTON এর অসাধারন ৬ টি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের যুদ্ধ, দাম ৬৫০০ টাকা থেকে ৮৫০০ টাকার মধ্যে। পড়ুন এবং সিদ্ধান্ত নিন, কোনটি নেবেন।
প্রথম টিউনঃ অসাধারন কয়েকটি স্মার্টফোন, মাত্র ৫০০০ টাকার মধ্যে। পড়ুন এবং সিদ্ধান্ত নিন, কোনটি নেবেন।
দ্বিতীয় টিউনঃ অসাধারন কয়েকটি Quad core এর স্মার্টফোন, মাত্র ১২০০০ থেকে ১৭০০০ টাকার মধ্যে। পড়ুন এবং সিদ্ধান্ত নিন, এই ঈদে কোনটি নেবেন।
আজকের টিউনটি ৬৫০০ টাকা থেকে ৮৫০০ হাজার টাকার মধ্যে। এই টাকার মধ্যে, আপনি যে কয়েকটি ভালো মানের স্মার্টফোন হাতে পাবেন, যা আপনার মধ্যমানের স্মার্টফোনের সাধ মেটাবে ভালোভাবেই।Symphony এর W35, W65, W68, W71
Walton এর F1, F2
এই স্মার্টফোন গুলোর দাম ৬৫০০ টাকা থেকে ৮৫০০ টাকার মধ্যে। এখন কোন স্মার্টফোনটি আপনি কিনবেন? সিদ্ধান্ত নেয়াটা কঠিন।
আসুন সহজ করে দেই, নিচের তুলনা মূলক বিশ্লেষনটি দেখুন।
উপরের টেবিলটা যদি খেয়াল করি, তাহলে দেখব কিছু যায়গায় লাল রং এর চিহ্ন দেয়া আছে। লাল রং দ্বারা চিহ্নিত ফিচার, ঐ স্মার্টফোনের দুর্বল দিক, যেটা আপনাকে স্বাভাবিক ব্যবহারের ক্ষেত্রে প্রায়ই সমস্যায় ফেলবে, স্মার্টফোনের বিভিন্ন অ্যাপস ও গেমস খেলতে পারবেন না, ভালো ছবি তুলতে পারবেন না, ব্যাটারি ব্যাকআপ কম পাবেন। সুতরাং চেষ্টা করুন লাল দাগ এরিয়ে চলার।আমার পরামর্শঃ আপনার বাজেট অনুযায়ী লাল চিহ্ন যত কমিয়ে স্মার্টফোন কিনতে পারবেন তত ভালো।
উপরের তথ্য গুলো দেখলে আমরা যা পাই | |
Price | মুল্য কমের দিকে এগিয়ে আছে W65 |
3G | এখানে সবাই সমান |
Processor | 1.3 Ghz ডুয়েলকোর প্রসেসর নিয়ে এগিয়ে আছে F2, F3 |
Ram | এখানে সবাই সমান |
ROM | W65 শুধু একা পিছিয়ে |
GPU | এখানে সবাই মোটামুটি সমান |
OS | এখানে সবাই সমান |
Camera | 5 MP Auto Focus Camera নিয়ে একই এগিয়ে আছে F3 |
Front Camera | ফ্রন্ট ক্যামেরা নিয়ে এগিয়ে আছে W71 |
WiFi | এখানে সবাই সমান |
GPS | এখানে সবাই সমান |
Displey | এখানে 4.5” IPS Display নিয়ে এগিয়ে আছে F3 |
Proximity , compass & Light sensor | এখানে সবচাইতে বেশী সংখ্যক সেন্সর নিয়ে এগিয়ে আছে F2,F3 |
Battery | 1800 mAh দিয়ে এগিয়ে আছে F3 |
আজ অনেক হয়েছে। স্মার্টফোনের SD Card সম্পর্কে অতি গুরুত্ব পুর্ন টিপস পেতে আমার এই টিউনটি পড়ুন।
“স্মার্টফোনের দুরন্ত স্মুথ গতির জন্য একটি মাইক্রো টিউন, কিন্তু গুরুত্বটা মেগা।
“স্মার্টফোনের সেন্সরগুলো সম্পর্কে জানতে আমার এই টিউনটি পড়ুন।
আসুন, আপনার স্মার্টফোনের সেন্সর গুলোর কারসাজী সম্পর্কে একটু জেনে নেই।
আজ এটুকুই, ভালো থাকুন। কিছু জানার থাকলে কমেন্টে লিখুন।
SYMPHONY ও WALTON এর অসাধারন ৬ টি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের যুদ্ধ, দাম ৬৫০০ টাকা থেকে ৮৫০০ টাকার মধ্যে। পড়ুন এবং সিদ্ধান্ত নিন, কোনটি নেবেন।
Reviewed by Unknown
on
2:52 PM
Rating: