ডোমেইন এর সাথে হোস্টিং যুক্ত না করে বা আপনার কাছে Cpanel না থাকা অবস্থায় ওয়েবসাইট ডিজাইন করুন ~ যেকোনো সাইট Hacked দেখিয়ে বন্ধুদের চমকে দিন!



অনেক দিন পর টিউন করতে বসলাম । আশা করি একটা ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা আপনাদের ভালো লাগবে ।
যে পদ্ধতিটি দেখাব তা দিয়ে আপনি কি কি করতে পারবেন.......
  • ধরুন আপনার ওয়েবসাইট একটি হোস্টিং এ আছে কিন্তু আপনি তা অন্য হোস্টিং এ নিবেন । এখন ডোমেইন Name server পরিবর্তন না করেই আপনি আপনার নতুন সাইট এ Backup upload করার পর তা ঠিক মত কাজ করছে কিনা তা দেখতে পারবেন ।
  • বা নতুন হোস্টিং এ ওয়েবসাইট টা নতুন ভাবে সাঁজাতে চান । সেটাও ডোমেইন Name server পরিবর্তন না করেই করতে পারবেন শান্তি মত । এতে আপনার সাইট অন্য হোস্টিং এ চলতে থাকবে আর আপনিও নতুন সাইট বানাতে থাকবেন ।
  • ধরুন ডোমেইন Cpanel আপনার কাছে নেই । কিছু দিন পরে পাবেন । কিন্তু অপেক্ষা করে থাকবেন কেন ? এখনি সাইট ডিজাইন শুরু করে দিতে পারবেন । পরে ডোমেইন Cpanel পেলে Name server পরিবর্তন করে দিবেন :)
এখন আশি একটু মজা করার উপায় নিয়ে......
  • এই পদ্ধতিতে আপনি যেকোনো ওয়েবসাইট হ্যাক করা অবস্থায় আপনার বন্ধুদের দেখিয়ে চমকে দিতে পারবেন ( যদিও প্রকৃত পক্ষে হ্যাক নয় )
অনেক তো বক বক ( বক পাখি নয় ) করলাম । এখন কিভাবে করবেন তা দেখিয়ে দিচ্ছি । খুবি সহজ
  • প্রথমে যেই ডোমেইন টা ডিজাইন বা হ্যাক দেখাতে চান তা আপনার হোস্টিং এ রেজিস্ট্রেশান করুন ।
  • আপনার হোস্টিং এর IP Address জেনে নিন । না জানলে who.is  এ হোস্টিং এর Name server দিয়ে IP Address জেনে নিন ।
  • এবার আপনার পিসি এর C:\Windows\System32\drivers\etc এ যান ।
  • দেখুন সেখানে Hosts নাম এ একটা ফাইল আছে । এটা কপি করে অন্য যেকোনো জায়গায় paste করুন । আমি Documents এ করেছি । এখন এই কপি করা ফাইল টি Notepad দিয়ে ওপেন করুন ।
  • তারপর ছবির মত একদম নিচে IP আর ডোমেইন নাম বসিয়ে দিন ।
  • সেভ করুন । এখন এই ফাইলটি কপি করে C:\Windows\System32\drivers\etc এ Paste করে আগের টাকে Over right করুন ।
  • এখন Browser cache ডিলিট করে সাইট এ ঢুকে দেখুন নতুন হোস্টিং এ সাইট টা দেখাচ্ছে ।
নতুন হোস্টিং এ সাইট টা শুধু আপানার পিসি দিয়ে দেখা যাচ্ছে কিন্তু অন্য সব পিসি তে সবাই আগের হোস্টিং এ সাইট টা দেখবে ।
এভাবে নতুন হোস্টিং কাজ সম্পূর্ণ হলে ডোমেইন Name server পরিবর্তন করে দিবেন
আর হ্যাক দেখাতে চাইলে আপনার হোস্টিং এ একটা ফাইল আপলোড করে দিবেন যাতে লেখা থাকবে Hacked by আপনার নাম । আর বন্ধুকে আপনার পিসি থেকে দেখাবেন সাইট হ্যাকড । বা বন্ধুর পিসি তে এই কাজ করে তার পিসি দিয়ে ও দেখাতে পারেন । Google.com , Facebook.com এগুলো হ্যাক দেখান বেপার ই নয় :P
আশা করি কারো কারো উপকারে লাগবে । বিশেষ করে ওয়েব ডিজাইনারদের । আল্লাহ হাফেজ ।
This tune copy right by WebCareZone.com - Complete web solution for your site.
ডোমেইন এর সাথে হোস্টিং যুক্ত না করে বা আপনার কাছে Cpanel না থাকা অবস্থায় ওয়েবসাইট ডিজাইন করুন ~ যেকোনো সাইট Hacked দেখিয়ে বন্ধুদের চমকে দিন! ডোমেইন এর সাথে হোস্টিং যুক্ত না করে বা আপনার কাছে Cpanel না থাকা অবস্থায় ওয়েবসাইট ডিজাইন করুন ~ যেকোনো সাইট Hacked দেখিয়ে বন্ধুদের চমকে দিন! Reviewed by Unknown on 1:42 AM Rating: 5

No comments