নোটপ্যাড ট্রিকস [পর্ব-০১] :: আপনার পিসিতে Log on করার সময় Welcome শুনুন

সবাই আশা করি ভাল আছেন। এখন এই রাতের বেলায় আমি আপনাদের নোটপ্যাডের একটি মজার ট্রিকস দেখাবো। অনেকেই হয়ত ভাবতে পারেন নোটপ্যাড কেবল সামান্য একটা Text Editor. কিন্তু নোটপ্যাড দিয়ে এমন সব কাজ করা যায়, যা অনেকেই জানেন না। আজকে যে ট্রিকসটি দেখাবো এর মাধ্যমে আপনি পিসিতে Welcome অথবা যে কোন শব্দ আপনার ইচ্ছামত শুনতে পাবেন। চলুন তাহলে দেখে নিই এই মজার ট্রিকসটি।
প্রথমে Start/All Programs/Accessories এ যেয়ে Notpad Open করুন।
তারপর টাইপ করুনঃ
Dim speaks, speech
speaks="Welcome to your PC, Username"
Set speech=CreateObject("sapi.spvoice")
speech.Speak speaks
  • এখানে Username এর জায়গায় আপনি আপনার নিজের নাম দিন। তবে আপনি ইচ্ছা হলে Welcome to your PC, Username পরিবর্তন করে নিজের মত লেখা লিখতে পারেন। মূলত এটাই আপনাকে Speak করে শুনাবে।

  • তারপর File এ ক্লিক করে Save as... এ ক্লিক করুন। তারপর File name দিন Welcome.vbs
*এখানে Welcome.vbs এ Welcome এর অন্য যেকোন Word লিখে Save করতে পারেন। তবে শেষে .vbs লিখতে হবে। .vbs ছোট বা বড় হাতের অর্থাৎ .vbs বা .VBS হলেও চলবে।

  • তারপর Save করে নিন। কাজ শেষ, কিন্তু পিসিতে Log on করার সময় এটা আনতে হলে আরেকটি কাজ করতে হবে।
এই জন্য Windows 7 ব্যাবহারকারিরা ফাইলটি নিম্নের জায়গায় Paste করুনঃ
C:\Users\Username\AppData\Roaming\Microsoft\Windows\Start Menu\Programs\Startup
আর Windows XP ব্যাবহারকারিরা ফাইলটি নিম্নের জায়গায় Paste করুনঃ
C:\Documents and Settings\All Users\Start Menu\Programs\Startup
*এখানে আবার অনেক Folder Hide করা থাকতে পারে। এজন্য Hidden Folder Show করিয়ে নিন।
ব্যাস, কাজ শেষ! এখন আপনার পিসিটি নতুন করে একবার Restart করুন, দেখুন আপনাকে Welcome জানায় কিনা !
নোটপ্যাড ট্রিকস [পর্ব-০১] :: আপনার পিসিতে Log on করার সময় Welcome শুনুন নোটপ্যাড ট্রিকস [পর্ব-০১] :: আপনার পিসিতে Log on করার সময় Welcome শুনুন Reviewed by Unknown on 11:25 PM Rating: 5

No comments