কিভাবে Youtube থেকে আয় করবেন ?? আসুন জেনে নিই খুঁটিনাটি A to Z আর আয় করা শুরু করি।
বিশ্বের সবচাইতে View হয় এমন প্রথম তিনটি সাইটের একটি হল Youtube .
Youtube-এর নাম শোনেননি এমন কাউকে হয়ত খুজে পাওয়া দুষ্কর । 2005 সালে 23
April ইউটিউব যাত্রা শুরু করে । কয়েক বিলিয়ন ভিডিও'র মালিক এখন Youtube .
কিন্তু আপনি কি জানেন Youtube থেকে আয় করা যায় ??
আজকের টিউনে আমি সেটাই আপনাদের দেখাব ।
2. Youtube account
3. Google Adsense Account (১৮ কিংবা তার বেশি বয়স হতে হবে)
4. Computer বা Mobile বা অন্য কিছু, যার দ্বারা আপনি Youtube-এ ঢুকবেন ।
5. Regular Video Upload
এখন আমরা ধাপে ধাপে কাজগুলো শিখে নিবঃ
Account-এ প্রথমে Sign in করুন । এরপর উপরে দেখুন UPLOAD লেখা আছে । সেখানে ক্লিক করে Video Upload করুন ।
যেই বিষয়গুলো মনে রাখবেনঃ
এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ।
হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় । আপনি Youtube-এর Partner হলে কিছু এক্সট্রা Facility পাবেন, যা আপনার আয় বাড়িয়ে দিতে বড় ভুমিকা রাখতে পারে।
প্রথমেই Google adsense-এর কথা বলেছিলাম । ওরা আপনার বয়স বেঁধে দিয়েছে, যার জন্য ১৮ কিংবা তার চেয়ে কমবয়সীরা Allowed না ।
যাইহোক, Google Adsense সেটআপ এর কথা আজ বলব না, টেকটিউনসে এই বিষয় নিয়ে অনেক ভাল ভাল টিউন আছে ।
প্রয়জনে সেগুলোর হেল্প নিতে পারেন ।
যেমনঃ http://www.techtunes.com.bd/tips-and-tricks/tune-id/33432
Video শুধু Youtube-এ রাখলেই হবে ?? না, হবে না ।
পুরো ইন্টারনেট-এ ছড়িয়ে দিন । আপনার ব্লগে, ফেসবুকে, টুইটারে সব জায়গায় Video শেয়ার করুন ।
ভাল লাগলে একটা কমেন্ট ও একটা ভোট দিয়েন ।
ধন্যবাদ ।
কিন্তু আপনি কি জানেন Youtube থেকে আয় করা যায় ??
আজকের টিউনে আমি সেটাই আপনাদের দেখাব ।
যা যা লাগবেঃ
1. Camera2. Youtube account
3. Google Adsense Account (১৮ কিংবা তার বেশি বয়স হতে হবে)
4. Computer বা Mobile বা অন্য কিছু, যার দ্বারা আপনি Youtube-এ ঢুকবেন ।
5. Regular Video Upload
এখন আমরা ধাপে ধাপে কাজগুলো শিখে নিবঃ
Youtube Account তৈরি
- Youtube -এ প্রথমে Account খুলুন । যদি আগে থেকেই Account থাকে তবে ওটাই ব্যবহার করতে পারেন ।
- আপনার Channel খুঁজে পেতে Keyword ব্যবহার করুন ।
- আপনার Account-এর সঠিক ধরণ নির্বাচন করুন । (যেমনঃ যদি Movie নিয়ে কাজ করেন Director Account দিন )
- Username অবশ্যই ছোট রাখুন, এতে দর্শক মনে রাখতে পারবে।
Video Upload করা
Account-এ প্রথমে Sign in করুন । এরপর উপরে দেখুন UPLOAD লেখা আছে । সেখানে ক্লিক করে Video Upload করুন ।
যেই বিষয়গুলো মনে রাখবেনঃ
- Video'র Quality যেন ভাল হয় (আমি বলতে চাইছি, আলতু-ফালতু Video দিবেন না)
- Video যেন খুব বেশি বড় না হয়
- Account Type-এর দিকে লক্ষ রেখে Video upload করবেন ।
- ভাল Software-এর সাহায্যে Video Edit করলে ভাল হয় ।
দর্শক বাড়ান
এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ।
- Youtube-এ কিছু Friend তৈরি করে ফেলুন ।
- দর্শকদের কমেন্ট করতে বলুন ।
- নিজে কমেন্টের Reply দিন ।
Youtube-এর Partner হয়ে যান
হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় । আপনি Youtube-এর Partner হলে কিছু এক্সট্রা Facility পাবেন, যা আপনার আয় বাড়িয়ে দিতে বড় ভুমিকা রাখতে পারে।
Google Adsense
প্রথমেই Google adsense-এর কথা বলেছিলাম । ওরা আপনার বয়স বেঁধে দিয়েছে, যার জন্য ১৮ কিংবা তার চেয়ে কমবয়সীরা Allowed না ।
যাইহোক, Google Adsense সেটআপ এর কথা আজ বলব না, টেকটিউনসে এই বিষয় নিয়ে অনেক ভাল ভাল টিউন আছে ।
প্রয়জনে সেগুলোর হেল্প নিতে পারেন ।
যেমনঃ http://www.techtunes.com.bd/tips-and-tricks/tune-id/33432
Video'র Market বাড়িয়ে দিন
Video শুধু Youtube-এ রাখলেই হবে ?? না, হবে না ।
পুরো ইন্টারনেট-এ ছড়িয়ে দিন । আপনার ব্লগে, ফেসবুকে, টুইটারে সব জায়গায় Video শেয়ার করুন ।
কিছু কার্যকরী টিপস
- Regular ভিডিও আপলোড করবেন ।
- Tag নির্বাচন করবেন সঠিকভাবে ।
- ভিডিও description যেন প্রাঞ্জল ভাষায় হয়, সেদিকে লক্ষ রাখবেন ।
- দর্শকের পছন্দ-অপছন্দ কে প্রাধান্য দিন ।
- দর্শকের রুচি অনুযায়ী ভিডিও আপলোড করুন ।
- Camera ব্যবহারের দক্ষতা বাড়াতে হবে ।
- আপনাকে প্রচুর সময় দিতে হবে ।
কিছু কথা
- কিছু দর্শক খারাপ মন্তব্য করবেই, এতে ভেঙে পড়বেন না ।
- প্রথম প্রথম ভাল আয় হবে না । এতে ভিডিও আপলোডের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবেন ?? না, কখনই না।
ভাল লাগলে একটা কমেন্ট ও একটা ভোট দিয়েন ।
ধন্যবাদ ।
কিভাবে Youtube থেকে আয় করবেন ?? আসুন জেনে নিই খুঁটিনাটি A to Z আর আয় করা শুরু করি।
Reviewed by Unknown
on
11:36 PM
Rating:
No comments