কোন Software ছাড়াই Windows 7 এর Log on/off Screen পরিবর্তন করুন

যারা Windows 7 ব্যবহার করেন তারা  অনেকেই সফটওয়ার ব্যবহার করে Windows 7 এর Log on Screen পরিবর্তন করেন। এতে কম্পিউটার অন ও অফ হতে বেশি সময় নেয়। কিন্তু আপনি ইচ্ছে করলে কোন সফটওয়ার ছাড়াই Windows 7 এর Log on Screen পরিবর্তন করতে পারবেন। তার জন্য নিচের সহজ ধাপ গুলো অনুসরন করুন,
১। start  মেনুতে গিয়ে Run এ যান তার পর Regedit টাইপ করে enter চাপুন।
২।তারপর HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Authentication\ LogonUI\Background এ যান। আশা করি পারবেন। দেখিয়ে দিতে হবে না কিভাবে যেতে হবে।
৩. OEMBackground DWORD key তে ডাবল ক্লিক করুন।
৪. এ key টির value 1 সেট করুন। এ গেলো Registry এর কাজ।

৫। এবার  একটি image ঠিক করুন আপনার Logon Screen এর জন্য jpg ফরমেটের। এর সাইজ যেন  256KB  বেশি না হয়।
৬। ইমেজ টির নাম দিন Default.jpg
৭। ইমেজ টি এবার আপনার রুট ড্রাইভে মানে আপনার যে ড্রাইভে Windows সেট আপ দেওয়া আছে সে ড্রাইবের >Windows\system32\oobe\info\backgrounds এর ভেতর পেস্ট করুন। ডিফল্ট হিসেবে যাদের c ড্রাবে আছে তারা নিছের মত আনুসরন করে পেস্ট করুন।
C:\Windows\system32\oobe\info\backgrounds
৮। কম্পিউটারটি রিস্টার্ট করুন। এবং দেখুন আপনার নিজের পছন্দের Log on Screen। ধন্যবাদ সবাইকে।
কোন Software ছাড়াই Windows 7 এর Log on/off Screen পরিবর্তন করুন কোন Software ছাড়াই Windows 7 এর Log on/off Screen পরিবর্তন করুন Reviewed by Unknown on 8:31 PM Rating: 5

No comments