সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-১৪] :: আপনার ব্লগস্পট ব্লগের পেইজ বা পোস্টকে পিডিএফ আকারে ডাউনলোড করুন
- সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-০১] :: আপনার ব্লগস্পট ব্লগের লেবেলকে ড্রপডাউন বা পপআপ মেনুতে রূপান্তর করুন
- সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-০২] :: আপনার ব্লগস্পট ব্লগে “রিলেটেড পোস্ট” (Related Posts) গেজেট যুক্ত করুন
- সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-০৩] :: কিভাবে আপনার ব্লগস্পট ব্লগের টাইটেল স্টাইল পরিবর্তন করবেন
- সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-০৪] :: যেভাবে আপনার ব্লগের মোট পোস্ট ও মন্তব্য সংখ্যা প্রকাশ করবেন
- সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-০৫] :: আপনার ব্লগের লেবেলগুলকে সংখ্যা বিহীন দেখানোর উপায়
- সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-০৬] :: আপনার ব্লগ পোস্টের তারিখ, সময় এবং লেখকের নাম লুকিয়ে রাখুন
- সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-০৭] :: আপনার ব্লগস্পট ব্লগের জন্য তৈরি করুন মেন্যুবার
- সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-০৮] :: আপনার ব্লগস্পট ব্লগের জন্য তৈরি করুন আলতো করে সরে যাওয়া মেন্যু
- সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-০৯] :: আপনার ব্লগস্পট ব্লগের জন্য তৈরি করুন বাম পাশে ভাঁজকরা মেন্যু
- সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-১০] :: আপনার ব্লগস্পট ব্লগের জন্য তৈরি করুন খুব সহজেই একটি ঘড়ি
- সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-১১] :: আপনার ব্লগস্পট ব্লগে ব্যবহার করুন সিনট্যাক্স কোড হাইলাটার
- সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-১২] :: আপনার ব্লগস্পট ব্লগে লাইভ GTalk Badge যোগ করুন
- সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-১৩] :: আপনার ব্লগস্পট ব্লগে গুগল ট্রান্সলেটর যোগ করুন
- সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-১৪] :: আপনার ব্লগস্পট ব্লগের পেইজ বা পোস্টকে পিডিএফ আকারে ডাউনলোড করুন
- সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-১৫] :: আপনার ব্লগস্পট ব্লগে মাউসের ডান বাটন অকার্যকর করুন
- সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ :: [পর্ব-১৬] আপনার ব্লগস্পট ব্লগে মাউসের পিছনে ঘুড়ন্ত লেজ তৈরী করুন
- সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ :: [পর্ব-১৭] আপনার ব্লগস্পট ব্লগের হোম পেইজে যুক্ত করুন খুব সুন্দর পোস্ট সেপারেটর
- সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ :: [পর্ব-১৮] আপনার ব্লগস্পট ব্লগের জন্য খুব সহজেই তৈরি করে নিন একটি মেনুবার
- সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ :: [পর্ব-১৯] আপনার ব্লগস্পট ব্লগে খুব সহজেই উপরে ফিরে আসুন গেজেট যোগ করুন
- সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-২০] :: আপনার ব্লগস্পট ব্লগের ফেভিকন পরিবর্তন করুন দুনিয়ার সব চেয়ে সহজ পদ্ধতীতে
- সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-২১] :: আপনার ব্লগস্পট ব্লগের নিচে অতিরিক্ত কলাম তৈরি করুন
- সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-২২] :: আপনার ব্লগস্পট ব্লগেই দেখুন ক্রিকেটের লাইভ স্কোর
- সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-২৩] :: আপনার ব্লগস্পট ব্লগে মাউসের পিছনে ঘুরন্ত লেজ তৈরি করুন
কেমন আছেন সবাই ?
আশা করি সবাই আল্লাহ্র রহমতে ভালো আছেন । আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র রহমতে ভালো আছি।
আজ আবারো আপনাদের মাঝে আমার ধারাবাহিকতায় ফিরে এলাম। আমার টিউন গুলো আপনাদের ভালো লাগছে বলে আসলে আমার খুব ভালো লাগছে।
আজ আমি আপনাদের দেখবো কিভাবে আপনি আপনার ব্লগস্পট ব্লগের সম্পূর্ণ পেইজকে পিডিএফ আকারে ডাউনলোড করবেন।
আসলে ব্যাপারটা মজার না ?
আমার কাছে আসলেই এটা খুব মজার লেগেছে।
আশা করি এটা অনেকেরই ভালো লাগবে।
যাক এটি করতে হলে আপনাকে যা করতে হবে।
- প্রথমে এই লিংকে ক্লিক করুন
- তারপর নিচের দিকে একটু স্ক্রল করুন Sign Up Now এ ক্লিক করুন
- তারপর Registation ফরমটি ঠিক মত পূরণ করুন
- ফরম পূরণ করে Registration কমপ্লিট করলে Log In করতে বলবে।
- log In করুন
- Log In করার পর নিচের ছবির মত দুটি স্টেপ দেখবেন । এখানে প্রথম স্টেপে আপনার প্রয়োজনীয় সেটিং পরিবর্তন করে নিন। তারপর Generate the JavaScript এ ক্লিক করুন
- তারপর স্টেপ ২ টে আপনি কিছু জাভা কোড দেখতে পাবেন। অই কোড গুলি কপি করুন
- এখন আপনি আপনার ব্লগে লগ ইন করুন
- তারপর Deshboard>Design>Add A Gadget>Html/JavaScript এ ক্লিক করে ওই কোডটি পেস্ট করে সেইভ করুন।
- প্রিভিউ দিয়ে দেখুন Save Page As PDF নিচের ছবির মত একটি লোগো দেখতে পাবেন আপনার ব্লগে।
৯৯% কাজ শেষ এখন শুধু কাজ হল কিভাবে আপনি আপনার পেইজ বাঃ পোস্ট পিডিএফ আকারে সেইভ করবেন তা।
একেবারেই সহজ........................................
- আপনার ব্লগের যেই পোস্টটি আপনি পিডিএফ আকারে সেইভ করবেন সেই পোস্টটি কপি করুন
- তারপর Save Page As PDF এ ক্লিক করুন।
- তারপর নতুন একটি window ওপেন হবে । কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন আপনার পোস্টটি ডাউনলোড হওা শুরু করবে
টিউনটি আমার কাছে কেমন জানি এলোমেলো লাগছে, তাই কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
কারো কোথায়ও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে কোন কমেন্ট না করলে খবর আছে ???
সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-১৪] :: আপনার ব্লগস্পট ব্লগের পেইজ বা পোস্টকে পিডিএফ আকারে ডাউনলোড করুন
Reviewed by Unknown
on
12:45 AM
Rating:
No comments