ছোট্ট একটি উইন্ডোস কমান্ড [কাজে আসবেই]
১। Run [উইন্ডোজ কী + r]- এ গিয়ে cmd টাইপ করে এন্টার দিন। কমান্ড প্রম্পট আসবে।
২। এবার attrib -S -R -H /S /D k:\*.* টাইপ করে এন্টার দিন । আনহাইড হতে একটু সময় নিতে পারে । ফাইল বা ফোল্ডার গুলো আনহাইড হয়ে নরমাল দেখাবে ।
এখানে k আপনার পেন ড্রাইভ।
৩। আপনআর নিদিস্ট কোনো ফাইল বা ফোল্ডার আনহাইড করতে হলে , কমান্ড প্রম্পট-এর সাহায্যে পেন ড্রাইভে-এ ঢুকে dir /ah লিখে এন্টার দিন। তাহলে শুধু হাইড ফাইল বা ফোল্ডার গুলো দেখাবে ।
৪। এবার আগের কমান্ডটির *.* এর স্থলে আপনার নিদিস্ট কোনো ফাইল বা ফোল্ডারটি টাইপ করে এন্টার দিন।
সবাইকে অনেক ধন্যবাদ ।
ছোট্ট একটি উইন্ডোস কমান্ড [কাজে আসবেই]
Reviewed by Unknown
on
11:39 PM
Rating:
No comments