আগামীকাল চালু হতে যাচ্ছে বাংলা ভাষায় নতুন ব্লগ
রঙপেন্সিল ।
মুক্ত পথে আঁকি স্বদেশের মানচিত্র এ শ্লোগান নিয়ে শুরু হচ্ছে তাদের আনুষ্ঠানিক যাত্রা। ব্লগের মূল উদ্যোগতারা হল ফেসবুক এর জনপ্রিয় পেজ
ভালবাসার গল্প ও ওয়েব ডেভেলপার ফার্ম
ইলেক্ট্রনিক এন্টারটেইনমেন্ট। অসংখ্য
ব্লগের ভিতর জায়গা করে নিতে এ ব্লগে থাকছে বেশ কিছু নতুনত্ব। যেমন-
কোনপ্রকার সফটওয়্যার ছাড়াই এতে বাংলা লেখা যাবে। এটিতে সাধারণ ব্লগের
পাশাপাশি থাকছে অনুব্লগ। অচিরেই এতে যোগ হচ্ছে বিশ্ববিদ্যালয় ও কলেজ
ক্যাম্পাস ভিত্তিক গ্রুপ। এছাড়াও থাকছে আরও নতুনত্ব। সাময়িক ভাবে এ ব্লগে
ফেসবুক আইডি ব্যাবহার করে রেজিস্ট্রেশান করা যাবে।
সাইটের বিস্তারিত রিভিউ দিতে হবে। প্রয়োজনে ছবিসহকারে। -মডারেটর।
No comments