হোস্টিং সম্পর্কে জানতে আগ্রহী? বাংলায় ওয়েব হোস্টিং নিয়ে উন্মুক্ত আলোচনা
কিন্তু মাঝে কিছু সমস্যার কারণে হোস্ট আলাপন বন্ধ হয়ে যায়। সব সমস্যা কাটিয়ে আমরা নতুন নামে ফোরামটি সবার জন্য উন্মুক্ত করেছি। সবাইকে হোস্ট আলাপ ফোরামে আমন্ত্রণ জানাচ্ছি।
"হোস্ট আলাপ" এ আপনি আপনার হোস্টিং বিষয়ক যত প্রশ্ন রয়েছে সবকিছুর উত্তর খুঁজে পেতে সহায়ক পরিবেশ পাবেন। আপনার প্রয়োজন অনুযায়ী হোস্টিং বেছে নিতে শেয়ার্ড, ডেডিকেটেড, ভিপিএস, ফ্রী সব ধরনের হোস্টিং নিয়েই আলোচনা করতে পারবেন। পারবেন হোস্টিং নিয়ে আপনার ব্যাক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে।
ডোমেইন বিভাগে আপনি আপনি ডোমেইন ক্রয়ের পাশাপাশি ডোমেইন বিক্রয়ের জন্য সহায়তা পাবেন। এছাড়া হোস্টিং অফারগুলো যদি আপনার পছন্দের না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কাস্টম হোস্টিং প্যাকেজ কেমন দেখতে চান, সেটাও আলোচনা করতে পারবেন।
পাশাপাশি রয়েছে আপনার নিজের সাইট কিংবা ডিজাইন নিয়ে রিভিউ লেখার সুবিধা। কাজেই আপনি চাইলে রিভিউ দিয়ে অনেকের মতামত পেতে পারেন, সেখান থেকেই আপনার সাইট কে আরো উন্নত করার নানা দিক খুঁজে পেয়ে যেতে পারেন।
হোস্ট আলাপে রইল আপনাদের আমন্ত্রন। যে কোন সহায়ক পরামর্শ কিংবা এই সাইটে আরো কি কি সুবিধা পেতে চান, তা জানালে আমরা সাইটকে যথাসম্ভব উন্নত করে আপনার কাংখিত সহায়ক একটি সাইটে পরিনত করতে পারবো।
সাইটঃ http://hostalap.com/
ধন্যবাদ
হোস্ট আলাপ টিম এর পক্ষে
হোস্টিং সম্পর্কে জানতে আগ্রহী? বাংলায় ওয়েব হোস্টিং নিয়ে উন্মুক্ত আলোচনা
Reviewed by Unknown
on
1:41 AM
Rating:
No comments