নিজের একটা ওয়েব সাইট ( ধারাবাহিক ) পর্ব-১


এটি একটি ধারাবাহিক টিউন। এটি এই ধারাবাহিকের ১ম পর্ব
এই ধারাবাহিক টিউনটির অন্য পর্ব গুলো - ১ম পর্ব| ২য় পর্ব | ৩য় পর্ব | ৪র্থ পর্ব |৫ম পর্ব  | ৬ষ্ট পর্ব |৭ম পর্ব
ইন্টারনেট আছে, ই-মেইল আছে, কিন্তু নিজের একটা ওয়েভ সাইট নাই, কেমন জানি লাগে! ইদানিং বেশ কিছু সাইট আপনাকে ফ্রীতে ডোমেইন এবং হোস্টিং ব্যবহার করতে দিচ্ছে। গোগলিং করে এই ধরনের বেশ কিছু সাইটের নাম আপনি জেনে নিতে পারেন।
আমরা এই টিউটোরিয়ালে ডোমেইন, হোস্টিং, এইচ টি এম এল , সি এম . এস ইত্যাদির বিষয়ের বেসিক কিছু জানবো এবং এই জানাটা কাজে লাগিয়ে, ওয়েভ সাইট তৈরি করবো।

ডোমেইন Domain

কোন সাইটের নামকেই ডোমেইন বলা হয়। যেমন http://www.yahoo.com।
[strings of letters and numbers (separated by periods) that are used to name organizations and computers and addresses on the internet; "domain ...]
আগেই বলেছি এই সার্ভিস ফ্রী নেওয়ার জন্য বেশ কিছু সাইট আছে, জানার জন্য এই খানে ক্লিক করুন।
http://hostbangla.0lx.net/ লিংক এ ক্লিক করুন । ২৫০ এম. বি ফ্রী স্পেসসহ বিভিন্ন সবিধা সহ ডোমেইন এবং হোস্টিং সার্ভিস ফ্রীতে পাবেন।

সুবিধা গুলি হলোঃ

  • ২৫০ এম বি স্পেস (এটি হলো আপনার সাইটে মোট ফাইল বরাদ্দের পরিমান)
  • ৬ গিগাবাইট ব্যান্ডওয়াইড।( ১ মাসে আপনার সাইটে যে পরিমান ব্যান্ডওয়াইড ব্যবহার করতে পারবেন, মনে রাখবেন, আপনার সাইটে ভিজিটর বুদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যান্ডওয়াইডের পরিমানও ব্যবহার হবে।সুতরাং বেশী ভিজিটর হলে আপনি এই ফ্রী হোস্ট ব্যবহার করে ভালো ফলাফল পাবেন না। এই কারনে আমার একটা ডোমেইন বন্ধ হয়ে গেছে )
  • ৩টি mySql ডাটাবেস।( সি. এম . এস বেইজ সাইটের ডাটা সংরক্ষনের জন্য ডাটাবেস ব্যবহার করার প্রয়োজন পড়ে, ফ্রী তে ৩ টি পাচ্ছেন।
  • ৫টি এড-অন ডোমেইন। ( দেখুন এই খানে )
  • ৫টি সাব ডোমেইন। ( সাব ডোমেইন যাহা . ( ডট) দিয়ে প্রকাশ করা হয়। )
  • ভিস্তা প্যানেল। ( এই প্যানেল হতে আপনার হোস্টিং এ বিভিন্ন অপশন নিয়ন্ত্রন করতে পারবেন। )
  • পাসওয়ার্ড প্রটেকটেড ফোল্ডার।
  • অটোমেটিক ইনস্টলার।(রেডি মেইড স্ক্রীপ্ট )
  • FTP একাউন্ট। ( সরাসরি ফাইল আপলোড করার জন্য)
মজার বিষয় হলো এই সাইটে আপনি হোস্টিং করার সাথে সাথে সি. এম এস সাইট হোস্ট করার জন্য রেডি মেইড স্ক্রীপ্টও পাবেন। তাই কস্ট করে আর স্ক্রীপ্ট আপলোড করতে হবে না।
“Our powerful free hosting plan has PHP 5 and MySQL support. You get a free sub-domain. FTP access. Add on your own TLD domains using the domain manager. Free hosting is a complete solution giving you everything you need to run

With the Automatic Script Installer (Like Fantastico) included with every free hosting plan. You can install many popular scripts such as PHPbb2 & PHPbb3, WordPress, Zen-Cart, osCommerce, MyBB, UseBB, MyLittle Forum, 4images, Coppermine, SMF, Joomla, e107, XOOPS, PHP Wind, CuteNews, Mambo, WikiWig and many more! No need to wait a long time uploading files, Our Automatic Script Installer deploys your files in seconds! “

আসুন শুরু করি

ডোমেইন নেওয়ার জন্য Sign Up এ ক্লিক করুন।

এবার নিচের মতো করে সব গুলো তথ্য ফিলাপ করে নিন। কাজ শেষে Regiter বাটনে ক্লিক করুন এবং Click me to continue বাটনে ক্লিক করুন।

Image Verification এ প্রর্দশিত টেক্স গুলো টাইপ করে register বাটনে ক্লিক করুন।

এবার আপনার একাউন্ট সর্ম্পকিত বিভিন্ন তথ্য সম্বলিত একটা তালিকা আপনি পাবেন, এটির সংরক্ষন করার জন্য download My account setting এ ক্লিক করুন।

এখানে http://microtest.hostbangla.0lx.net বা http://www.microtest.hostbangla.0lx.net ই হলো আপনার ডোমেইন নেইম।
(চলবে)
ইন্টারনেট আছে, ই-মেইল আছে, কিন্তু নিজের একটা ওয়েভ সাইট নাই, কেমন জানি লাগে! ইদানিং বেশ কিছু সাইট আপনাকে ফ্রীতে ডোমেইন এবং হোস্টিং ব্যবহার করতে দিচ্ছে। গোগলিং করে এই ধরনের বেশ কিছু সাইটের নাম আপনি জেনে নিতে পারেন।
আমরা এই টিউটোরিয়ালে ডোমেইন, হোস্টিং, এইচ টি এম এল , সি এম . এস ইত্যাদির বিষয়ের বেসিক কিছু জানবো এবং এই জানাটা কাজে লাগিয়ে, ওয়েভ সাইট তৈরি করবো।

ডোমেইন Domain

কোন সাইটের নামকেই ডোমেইন বলা হয়। যেমন http://www.yahoo.com।
[strings of letters and numbers (separated by periods) that are used to name organizations and computers and addresses on the internet; "domain ...]
আগেই বলেছি এই সার্ভিস ফ্রী নেওয়ার জন্য বেশ কিছু সাইট আছে, জানার জন্য এই খানে ক্লিক করুন।
http://hostbangla.0lx.net/ লিংক এ ক্লিক করুন । ২৫০ এম. বি ফ্রী স্পেসসহ বিভিন্ন সবিধা সহ ডোমেইন এবং হোস্টিং সার্ভিস ফ্রীতে পাবেন।

সুবিধা গুলি হলোঃ

  • ২৫০ এম বি স্পেস (এটি হলো আপনার সাইটে মোট ফাইল বরাদ্দের পরিমান)
  • ৬ গিগাবাইট ব্যান্ডওয়াইড।( ১ মাসে আপনার সাইটে যে পরিমান ব্যান্ডওয়াইড ব্যবহার করতে পারবেন, মনে রাখবেন, আপনার সাইটে ভিজিটর বুদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যান্ডওয়াইডের পরিমানও ব্যবহার হবে।সুতরাং বেশী ভিজিটর হলে আপনি এই ফ্রী হোস্ট ব্যবহার করে ভালো ফলাফল পাবেন না। এই কারনে আমার একটা ডোমেইন বন্ধ হয়ে গেছে )
  • ৩টি mySql ডাটাবেস।( সি. এম . এস বেইজ সাইটের ডাটা সংরক্ষনের জন্য ডাটাবেস ব্যবহার করার প্রয়োজন পড়ে, ফ্রী তে ৩ টি পাচ্ছেন।
  • ৫টি এড-অন ডোমেইন। ( দেখুন এই খানে )
  • ৫টি সাব ডোমেইন। ( সাব ডোমেইন যাহা . ( ডট) দিয়ে প্রকাশ করা হয়। )
  • ভিস্তা প্যানেল। ( এই প্যানেল হতে আপনার হোস্টিং এ বিভিন্ন অপশন নিয়ন্ত্রন করতে পারবেন। )
  • পাসওয়ার্ড প্রটেকটেড ফোল্ডার।
  • অটোমেটিক ইনস্টলার।(রেডি মেইড স্ক্রীপ্ট )
  • FTP একাউন্ট। ( সরাসরি ফাইল আপলোড করার জন্য)
মজার বিষয় হলো এই সাইটে আপনি হোস্টিং করার সাথে সাথে সি. এম এস সাইট হোস্ট করার জন্য রেডি মেইড স্ক্রীপ্টও পাবেন। তাই কস্ট করে আর স্ক্রীপ্ট আপলোড করতে হবে না।
“Our powerful free hosting plan has PHP 5 and MySQL support. You get a free sub-domain. FTP access. Add on your own TLD domains using the domain manager. Free hosting is a complete solution giving you everything you need to run

With the Automatic Script Installer (Like Fantastico) included with every free hosting plan. You can install many popular scripts such as PHPbb2 & PHPbb3, WordPress, Zen-Cart, osCommerce, MyBB, UseBB, MyLittle Forum, 4images, Coppermine, SMF, Joomla, e107, XOOPS, PHP Wind, CuteNews, Mambo, WikiWig and many more! No need to wait a long time uploading files, Our Automatic Script Installer deploys your files in seconds! “

আসুন শুরু করি

ডোমেইন নেওয়ার জন্য Sign Up এ ক্লিক করুন।

এবার নিচের মতো করে সব গুলো তথ্য ফিলাপ করে নিন। কাজ শেষে Regiter বাটনে ক্লিক করুন এবং Click me to continue বাটনে ক্লিক করুন।

Image Verification এ প্রর্দশিত টেক্স গুলো টাইপ করে register বাটনে ক্লিক করুন।

এবার আপনার একাউন্ট সর্ম্পকিত বিভিন্ন তথ্য সম্বলিত একটা তালিকা আপনি পাবেন, এটির সংরক্ষন করার জন্য download My account setting এ ক্লিক করুন।

এখানে http://microtest.hostbangla.0lx.net বা http://www.microtest.hostbangla.0lx.net ই হলো আপনার ডোমেইন নেইম।
(চলবে)
নিজের একটা ওয়েব সাইট ( ধারাবাহিক ) পর্ব-১ নিজের একটা ওয়েব সাইট ( ধারাবাহিক ) পর্ব-১ Reviewed by Unknown on 1:49 PM Rating: 5

No comments