চলুন খুব সহজেই নিজেরাই বানিয়ে ফেলি উইন্ডোজের ব্যাকআপ এবং রিষ্টোর CD । সাথে দেখাব নিয়মাবলী (শেষ অংশ)
ব্যাকআপ & Restore করার নিয়ম:
প্রথমেই আমাদের কে দেখে নিতে হবে Boot Device এ CD-Rom Drive টি Select করা আছে কিনা ।পুরাতনরাতো এই কাজটি অবশ্যই জানেন । just নতুন যারা তারা Bios এ প্রবেশ করার জন্য Computer Restart হওয়ার সময় F2 or Delete Button এ কয়েকবার চাপুন তাহলেই Bios System Open হবে ।
Open হবার পর Boot Device এ যদি CD-Rom Drive Select করা না থাকে তাহলে Boot Device Option থেকে Arrow key এর সাহায্যে CD Rom Drive টি Select করে Enter Press করুন ।এরপর Exit করার জন্য F10 Press করলে Y/N ২টি Letter আসবে ।keyboard থেকে Y Button চেপে Yes করুন ।ব্যস শেষ ।
এবার backup করার নিয়ম দেখুন :
আমাদের বানানো CD টি CD-Romএ দিয়ে কম্পিউটার Restart করুন ।যখন Norton Ghost চালু হবে তখন নীচের ছবিটির মত আসবে। এইখানে Ok বাটনে ক্লিক করুন।
২য় ছবি থেকে local →partition →To image select করুন
৩) এখানে শুধু ওকে ক্লিক করুন
৪
নাম্বার এই ছবিটিতে আপনার Harddisk এর বিস্তারীত দেখতে পাবেন। যেমন:আপনার
কম্পিউটারে যে কয়টা পাটিশন আছে সবগুলো দেখতে পাবেন ।এবং এখান থেকে আপনি
আপনার system ব্যাকআপ এর জন্য C: সিলেক্ট করে ওকে দিন যাদের windows xp
তারা same ছবিরমত ১মটিতে ক্লিক করুন ।আর যাদের windows 7 তারা এখানে তিনটি
option দেখতে পাবেন ।আপনি প্রথম opion এ click না করে এর পরের option টি
অথাৎ c drive টি select করুন।বিশেষত উইন্ডোজ seven এর ক্ষেত্রে 100mb hide
করা পাটিশন 1 number এ দেওয়া থাকে।আপনি 100mb এই option টি বাদ দিয়ে আপনার
উইন্ডোজটি যেই পাটিশনে দেওয়া আছে সেইটা সিলেক্ট করে দিবেন।
তারপর এই ছবিটির মধ্যে আপনাকে একটি message দিবে ।সেখান থেকে fast অথবা high select করুন
next ছবিটিতে Message দিবে আপনার সিলেক্ট করা C পাটিশনটি ইমেজ বানানোর জন্য প্রস্তুত?হাঁ আপনার যদি সব কিছু উপরের নিয়মে করা থাকে. তাহলে Yes বাটনে ক্লিক করুন।
অপেক্ষা... করুন
অপেক্ষা করুন । কিছুক্ষনের মধ্যে ব্যাকআপ কমপ্লিট শেষ হয়ে যাবে।
শেষ হওয়ার পর continue option এ ক্লিক করে কম্পিউটার restart করুন ।ব্যস শেষ ।
আমরা এতক্ষন Ghost Software Cd দিয়ে Windows কে কিভাবে Image ফাইল বানানো যায় সেই নিয়মাবলী দেখলাম।
আমরা আমাদের উইন্ডোজকে ব্যকআপ দেওয়ার আগে উইন্ডোজের এর প্রয়োজনীয় সবগুলো Device Driver & Software দিয়ে সম্পূন করে নিব।তারপর অপ্রয়োজনীয় ফাইল গুলো Delete করে ফেলব,যাতে করে উইন্ডোজ ব্যাকআপ নেওয়ার ফাইলটি সাইজে বড় না হয়।যেমন:Run কমান্ডে temp লিখে Enter চাপুন এইখান থেকে সবগুলো ফাইল Select করে Delete করে দিন। আপনি এই কয়টা কমান্ড ব্যবহার করতে পারেন
%temp% ↔ recent ↔ Disk Cleanup অথবা যেকোন clenar দিয়ে clean করে নিন।
এখন দেখব Ghost Software Cd দিয়ে বানানো Windows Image ফাইলটি রিস্টোর করার নিয়মাবলী।
Restore করার নিয়মটি ব্যাকআপের মতোই অনেকটা শুধু ২-১টা জায়গায় different করতে হবে।
যথারীতি CD-Rom এ CDদিয়ে Restart করলে আগেরমত প্রথমেই এমন একটি Picture আসবে
এইখানে Ok দিন
restore করার জন্য এইখানে খেয়াল করে অবশ্যই Local→ partition→From Image Select করুন।
নীচের ছবিটিতে দেওয়া আছে কোন পাটিশনে রিস্টোর করবেন.আপনার C:windows পাটিশন টি সিলেক্ট করে দিন।xpতে যথারীতি 1নাম্বার টা C থাকে।আর windows 7 100mb প্রথম option টি রেখে ২য়টি মানে c driveটি select করুন ।
যখন C তে রিস্টোর করতে যাবেন Next picture টিতে আপনাকে প্রশ্ন করবে আপনি Yes বাটনে ওকে দিন।
নীচের ছবিটির মত আসলে বুঝতে পারবেন রিস্টোর প্রক্রিয়া চলছে ।
Next ছবিটিতে Reset computer এ ক্লিক করুন
restore complete হয়ে কম্পিউটার Restart হওয়ার পর আপনার CD-Rom থেকে CD টি বাহির করে ফেলুন।এবং যত্নের সাথে CD টি আপনার হেফাজতে রাখুন।কারণ যেই কোন সময় আপনার উইন্ডোজ খারাপ হলে আপনি এই cd দিয়ে অতি কম সময়ে আপনার ব্যাকআপ রাখা উইন্ডোজ ফাইলটি রিস্টোর করতে পারবেন।
প্রথম পাটটি দেখতে চাইলে √এখানে ক্লিক করুন ।
"ধন্যবাদ সবাইকে"
চলুন খুব সহজেই নিজেরাই বানিয়ে ফেলি উইন্ডোজের ব্যাকআপ এবং রিষ্টোর CD । সাথে দেখাব নিয়মাবলী (শেষ অংশ)
Reviewed by Unknown
on
6:14 AM
Rating:
No comments