Windows Not Genuine ---- এক তুড়িতে সমাধান
আসসালামু
ওয়ালাইকুম। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট করছি। আজ
খুবই গুরুত্বপূর্ন একটা টপিক নিয়ে হাজির হয়েছি। আমরা যারা উইন্ডোজ
ব্যবহার করি তাদের অধিকাংশই একটা বহুলপ্রচলিত সমস্যায় পড়েছি আর তা হল
Windows Not Genuine. Desktip কালো রঙ ধারন করে আর মনের আকাশে বজ্রপাত শুরু
হয়, তবে কি আবার নতুন করে উইন্ডোজ সেটআপ দেয়া লাগবে?? অনেক দিয়েছেন।
যতক্ষণ পর্্যন্ত এই সমস্যার সমাধান না হয় মনের মধ্য খুত খুত করতেই থাকে।
একটা সফটওয়্যার পাওয়া যায় নাম তার Windows 7 Loader. কিছু কিছু ক্ষেত্রে
এটি কাজ করে না। এই সফটওয়্যার দিয়ে উইন্ডোজ জেনুইন করার মাস খানেক পর
উইন্ডোজ ধরা খাইছে এমন লোক ও নেহায়েত কম নেই। তাই সবার সমস্যার সমাধান
দিতে আমি আজ কঠিন এক মলম নিয়ে এলাম নাম যার জাউরা মলম। এই মলম লাগানোর
সাথে সাথে আপনার উইন্ডোজ Not Genuine মেসেজ দেখাতে ভয় পাবে মানে আর দেখাবে
না।
কিভাবে কাজ করেঃ
১) আপনার পিসির সকল অ্যাপ্লিকেশান বন্ধ করুন সাথে আন্টি ভাইরাস।
২) ক্লিক Remove Watt
3) অপেক্ষা করুন Successful মেসেজ না দেখানো পর্যন্ত।
৪) পিসি রিস্টার্ট দিন দেখুন আর দেখুন জাউরা মলমের কেরামতি।
Download করতে ক্লিক করুন
Password: technologytips
Password: technologytips
ফাইল সাইজঃ ;মাত্র ১৩ মেগাবাইট
সবাই ভাল থাকবেন এই শুভ কামনায় আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
Windows Not Genuine ---- এক তুড়িতে সমাধান
Reviewed by Unknown
on
9:58 PM
Rating: