ইলাস্ট্রেটরে উইন্ডোজ সেভেনের লোগো তৈরি
এবার বর্গক্ষেত্রটিকে ডিসিলেক্ট করে আবারো Rectangular Tool এ ক্লিক করে আগের আঁকা বর্গক্ষেত্রটির পাশে একটি রেখার ন্যায় আয়াতক্ষেত্র অঙ্কন করুন । সিলেক্ট করা অবস্থায় নিচের চিত্রের ন্যায় দেখাবে এবং খেয়াল রাখতে হবে এটি যেন আগের অঙ্কিত বর্গক্ষেত্রটির চেয়ে সামান লম্বা হয়, নিচের চিত্রের ন্যায়।
সিলেক্ট থাকা অবস্থায় মাউসের ডান বাটনে ক্লিক করে নিচের কমান্ড দিনঃ
Transform > Rotate (90 ডিগ্রী) > Copy
এর ফলে আগের দন্ডটি থেকে যাবে এবং পাশাপাশি আর একটি অনুভূমি দন্ড তৈরি হবে। এরপর দুইটি দন্ড একসাথে সিলেক্ট করে Pathfinder Tool থেকে Add to Shape are তে ক্লিক করে Expand করতে হবে।
Expand করার পর অনেকটা রেড ক্রস এর মত দেখতে মনে হবে। এখন উভয় শেপ একত্রে সিলেক্ট করে Align থেকে Horizontal Align Center এবং Vertical Align Center এ ক্লিক করে পরষ্পরকে পরষ্পরের মাঝখানে আনতে হবে। নিচের চিত্রের ন্যায়।
এবার Effect > Warp > Flag কমান্ড দিলে একটি ডায়ালগ বক্স আসবে। এখানে Bend: -12, Horizontal: 0, Vertical: 0 দিয়ে ওকে করুন।
এবার Pathfinder এর দ্বিতীয় টুল দিয়ে কাটুন এবং মাউসের ডান বাটনে ক্লিক করে Release from compound path এ ক্লিক করে সামান্য ডানে বাঁকান।
এবার Gradient এবং eyedropper tool দিয়ে নিচের চিত্রের ন্যায় gradient ইফেক্ট দিন।
এবার শুধু pen টুলের কাজ। পেন টুল ব্যবহার করে নিচের চিত্রের ন্যায় অংকন করতে হবে।
একইভাবে অন্যান্য শেপগুলোতেও আঁকুন।
এবং দেখুন কি সুন্দর উইন্ডোজের 3d লোগো তৈরি হয়ে গেছে।
ইলাস্ট্রেটরে উইন্ডোজ সেভেনের লোগো তৈরি
Reviewed by Unknown
on
5:52 AM
Rating:
No comments