যে কোন ইমেজকে ভেক্টরে রুপান্তর করুন খুব সহজে
আসসালামু
ওয়ালাইকুম। আশা করি সবাই ভাল আছেন। ব্যস্ততার কারনে নিয়মিত পোস্ট করা
হয়ে ওঠে না। তারপর ও কিছুটা সময় করে আজ আবার হাজির হলাম নতুন পোস্ট
নিয়ে। আমার আজকের পোস্টটি শুধুমাত্র তাদের জন্য যারা গ্রাফিক্স নিয়ে কাজ
করেন।
যারা
গ্রাফিক্স নিয়ে কাজ করেন তারা সকলে জানেন ভেক্টর গ্রাফিক্স কি এবং কতটা
প্রয়োজনীয়। ইলাস্ট্রেটর দিয়ে যে কোন সাধারণ ইমেজকে ভেক্টরে রুপান্তর করা
একটু সময় সাপেক্ষ। তাই আজ আপনাদের সাথে এমন একটি সফটওয়্যারের পরিচয়
করিয়ে দিব যা দিয়ে আপনি যে কোন ইমেজকে ভেক্টরে রুপান্তর করতে পারবেন
নিমেষেই তাও আবার কোন ঝামেলা ছাড়া। আজ যে সফটওয়্যারটির সাথে আপনাদের
পরিচয় করিয়ে দিব তার নাম vector Magic Desktop Edition 1.15 .
ইন্সটলেশন পদ্ধতিঃ
প্রথমে
মিডিয়াফায়ার থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। তারপর RAR ফাইলটি
Extarct করুন। তারপর সফটওয়্যার টি ইন্সটল করুন। তারপর আপনার
অ্যান্টিভাইরাস টি ডি-অ্যাক্টিভ করুন।ফোল্ডার থেকে এবার কীজেন টি ডাবল
ক্লিক করুন। এবার Generate এ ক্লিক করুন। ব্যাস, হয়ে গেলো ফুল ভার্সন।
এবার নিজেই পরখ করে দেখুন কি জাদু আছে এই সফটওয়্যারে।
ফাইল সাইজঃ ১১ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
সবাই ভাল থাকুন এই শুভ কামনায় আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
যে কোন ইমেজকে ভেক্টরে রুপান্তর করুন খুব সহজে
Reviewed by Unknown
on
9:53 PM
Rating: