বিভিন্ন
সফটওয়্যার
দ্বারা
কম্পিউটারের
ডেক্সটপকে
ভিডিও
হিসাবে
ক্যাপচার
করা
যায়।
এসব
সফটওয়্যারগুলোর
বেশীরভাগই
ট্রাইল
কিংবা
ডেমো।
ফলে
ভিডিওর
উপরে
উক্ত
কোম্পানীর
বিজ্ঞাপন
বা
নাম
থাকে।
যার
ফলে
ভিডিওটি
দেখতে
বেশ
দৃষ্টিকটু
লাগে।
কিন্তু
আপনি
যদি
ক্যাম
স্টুডিও
সফটওয়্যার
দ্বারা
ডেক্সটপকে
ভিডিও
হিসাবে
ক্যাপচার
করেন
তাহলে
পূর্বের
ন্যায়
কোন
বিজ্ঞাপন
থাকবে
না।
ওপেন
সোর্স
এবং
ফ্রি
এই
সফটওয়্যার
দ্বারা
আপনি
ভিডিও
এর
সাথে
অডিও
রেকর্ড
করতে
পারবেন।
ফলে
আপনি
সহজেই
ভিডিও
টিউটোরিয়াল
বানাতে
পারেন।
শর্টকাট
কী
ব্যবহার
করার
ফলে
আপনি
সফটওয়্যাটি
মিনিমাইজ
রেখে
ভিডিও
রেকর্ড
শুরু
করতে
এবং
বন্ধ
করতে
পারবেন।
এছাড়াও
SWF মুডেও
আপনি
ভিডিও
সেভ
করতে
পারবেন।
মাত্র
১.৩
মেগাবাইটের
এই
সফটওয়্যারটি
http://camstudio.org থেকে
ডাউনলোড
করতে
পারেন।
ডেক্সটপকে ভিডিও হিসাবে ক্যাপচার করুন
Reviewed by
Unknown
on
2:05 PM
Rating:
5
No comments