ওয়েব/গ্রাফিক ডিজাইনার ডেভলপারের জন্য অফিসিয়াল টিপস.. সেই সাথে বিখ্যাত ডিজাইনার হওয়ার কৌশল
- ১। বুক মার্ক: ওয়েবডিজানারকে অনেক ওয়েবটুল ব্যবহার করতে হয় বিভি্ন্ন সহকারি সাইট গুলো সুন্দরভাবে বুকমার্ক করেরাখুন। প্রয়োজনে কাজে লাগবে।
- ২।ছবি: প্রয়োজনীয় ছবিসংরক্ষন করে রাখুন। বিভিন্ন সময় কাজে আসবে ।
- ৩। ফন্ট আপনার প্রয়োজনীয় ফন্ট বাছাই করে আলাদাভাবে কালেকশনে রেখে দিন।
- ৪। ক্লাইন্টের তথ্য ও ডকুমেন্ট্ন:ক্লাইন্টের তথ্য ও ডকুমেন্ট্ন সু্ন্দর ভাবে গুছিয়ে রাখুন । নতুন কোন কাজ আসলে বা কোন কাজ ডেলিভরী দেয়ার সময় আপনার ডকুমেন্টের হার্ড ও সফট কপি সংরক্ষন করুন।
- ৫। ডকুমেন্ট টেমপ্লেট: invoice, agneement ইত্যাদির জন্য কয়েকটি ডকুমেন্ট টেমপ্লেট (msword/msexcel ) এরবানিয়ে রাখুন । প্রয়োজন হলে হার্ড ও সফট কপি ব্যবহার করুন।
- ৬। ভ্রমন: ক্লাইন্টের অফিস বা কোথাও যেতে ল্যাপটপ সাথে নিতে পারেন। ডকুমেন্ট সব যায়গায় পাওয়ার জন্য gmail drive, dropbox ব্যবহার করতে পারেন ।
- ৭। মেইল: client দের জন্য মেইল বক্সে আলাদা ফোল্ডার খুলুন এবং নিয়মিত মেইল চেক করুন।
- ৮। সাবক্রাইব: ওয়েব ডেভলপার ও ডিজাইনার কমিউনিটির সাথে যোগাযোগ রাখুন। বিভিন্ন ব্লগ ও ফোরামে অংশগ্রহন করুন। বর্তমান সময়ের একটি কাজের ধারা বর্ণনা করে ব্লগ বা টিউটরিয়াল লিখে সবার মাঝে পরিচিত লাভ করতে পারেন।
বিখ্যাত গ্রাফিক ডিজাইনার হওয়ার কৌশল:
১। অনলাইন ইন্টারভিউ:
হাজার হাজার ডিজাইন ব্লগ /প্রতিষ্ঠান যেথানে আপনার সমস্যার সমাধান খুজে পাবেন । বা কার সমস্যার সমাধান দিতে পারেন।২।ম্যাগাজিনে লেখালেখি:
বিভিন্ন অলাইন ম্যাগাজিনে লেখা লেখি করুন। লেখা প্রকাশ পাওয়া একটু কস্ট সাধ্য হলেও আপনাকে খুব সহজে সবার মাঝে পরিচিতি করতে পারে আপনার কিছু ডিজাইন সহ ম্যাগাজিনের লেখা।৩। ইবুক লিখুন:
মেগাজিনে নিজেকে ঊপস্তাপন কিছু কাজ সহ ই-বুক তৈরী করুন । শুধু মাত্র ভলো মানের ডিজাইন গুলোই সেখানে প্রকাশ করবেন। সুন্দর ব্যাক গ্রাউনড সহ ই-বুক ডিজান করুন।৪।ডিজাইন বুক প্রকাশ :
আপনার কাজের বর্ণনা অভিজ্ঞতা সেরা কাজ ও কালেকশন নিয়ে একটি ডিজাইন বই প্রকাশ করুন।৫।ওয়েবসাইট খুলুন:
ডিজাইন সম্পর্কিত ওয়েবসাইট খুলতে ও দৈনন্দিন কাজে বর্ণনা দিতে পারেন । সাইটটি অবশ্যই নান্দনিক ও ব্যতিক্রম ডিজাইনের ভরা থাকতে হবে।চিঠি দিব?
আমার লেখাগুলো ই-মেইলেই মাধ্যমে পেতে সাবক্রাইব করতে পারবেন। নতুন লেখা প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনার কাছে তার একটি কপি যাবে। আপনি চাইলে সহজেই ই-মেইলের মাধ্যমে নিউজলেটার পাওয়া বন্ধ করতে পারবেন।পরবর্তিতে প্রকাশিত হবে:
ইলাস্ট্রেটর ও ফটোশপ ব্যবহারকারীদের সাধারন ভুলগুলো নিয়ে আলোচনা।তথ্য সূত্র: ছবিগুলো ফ্লিকার থেকে নেয়া, লেখাটি অনুমোতি সাপেক্ষে এখান থেকে নেয়া।
ওয়েব/গ্রাফিক ডিজাইনার ডেভলপারের জন্য অফিসিয়াল টিপস.. সেই সাথে বিখ্যাত ডিজাইনার হওয়ার কৌশল
Reviewed by Unknown
on
4:01 PM
Rating:
No comments