Avast Antivirus 2013 ফুল ভার্সন ৩৭ বছরের মেয়াদ সহ


সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনেকদিন পর আবারো ফিরে এলাম পোস্ট করতে। আজ আপনাদের জন্য নিয়ে আসেছি জনপ্রিয় ইন্টারনেট সিকিউরিটি অ্যাভাস্ট। আজ দেখাব কিভাবে ৩০ দিনের ট্রায়াল ভার্সনকে ৩৭ বছরের মেয়াদ দিবেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক।



প্রথমে এই লিংক থেকে টরেন্ট ফাইলটা ডাউনলোড করুন। তারপর ইন্সটল করুন। এবার সফটওয়্যার টি ওপেন করুন। Setting  থেকে Troubleshooting এ যান। এবার Enable Avast self defense module থেকে টিক চিহ্ন উঠিয়ে দিন। এবার ok করে বেরিয়ে আসুন। এখন এই লিংক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করুন।  ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করুন। ইন্সটল করার আগে version.dll ফাইলটি কপি করে C://programe file/avast software/avast/setup  এ গিয়ে পেস্ট করুন। সফটওয়্যার টি ইন্সটল করার সময় পাস অয়ার্ড চাইতে পারে তখন ZeNiX দিবেন। ব্যাস কাজ হয়ে গেছে। এইবার পিসি রিস্টার্ট দিন। দেখুন ১৩,৩৫৮ দিন মেয়াদ চলে এসেছে।

সবাই ভাল থাকবেন। ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভাল থাকবেন এই শুভ কামনায় আজকের মত বিদায় নিচ্ছি। আল্লাহ হাজেফ।
Avast Antivirus 2013 ফুল ভার্সন ৩৭ বছরের মেয়াদ সহ Avast Antivirus 2013 ফুল ভার্সন ৩৭ বছরের মেয়াদ সহ Reviewed by Unknown on 9:49 PM Rating: 5