সোনামণিদের জন্য ওয়েব সাইট


বাংলাদেশের প্রাইমারি লেভেলের কিডদের কি ইন্টারনেট ইউজ করতে দেয়া হয়? এর সহজ উত্তর - না। কোনো এক অদৃশ্য কারণে বাবা-মায়েরা ব্যাপারটা ঝুকিপূর্ণ মনে করেন। তাদের ধারণা, নেট দুনিয়ার কোনো অসুস্থতা যদি নিজের সন্তানকে আচ্ছন্ন করে ফেলে। ফলে বাসায় পিসি ও ইন্টারনেটের সর্বোচ্চ সুবিধা থাকা সত্ত্বেও শিশুর মানসিক বিকাশে গার্ডিয়ানরা বাধা হয়ে দাড়াচ্ছেন। তারা এ অবস্থাকে সমস্যা ভেবে নিলে এর সমাধানও কিন্তু তাদের হাতেই রয়েছে। ব্রাউজার কন্ট্রোলের কিছু টিপস জানার মাধ্যমে গার্ডিয়ানরা ইন্টারনেটকে কন্ট্রোল করতে পারেন। বাচ্চাদের উপযোগী নয় এমন সব সাইটকে ব্লকও করতে পারেন। এরপর দেখুন না ইন্টারনেট ঘেটে আপনার কিডস কতোটা স্মার্ট ও বুদ্ধিদীপ্ত হচ্ছে। কিডদের জন্য শিক্ষণীয় পাঁচটি সাইট নিয়ে আজকের আলোচনা। যা থেকে ছাত্র-শিক্ষক- গার্ডিয়ান সবাই উপকৃত হতে পারেন।
ড্রয়িং শিখতে
drawing.jpg
http://www.drawingnow.com/
এটি কিডদের ড্রয়িং শেখার একটি চমৎকার সাইট। এখানে ড্রয়িং শেখার ভিডিও টিউটরিয়াল রয়েছে। ফ্ল্যাশে তৈরি এনিমেশনগুলোতে ড্রয়িং করার প্রতিটি ধাপ দেয়া আছে। ধাপগুলোকে মাউসের মাধ্যমে বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যায়। সেখানে প্রয়োজন মাফিক থামিয়ে বা রিওয়াইন্ড করেও আকা যায়। এখানে কার্টুন চরিত্র, বিভিন্ন প্রাণী, ফুল এবং বেশ কিছু মজার চরিত্র রয়েছে। যা দেখে আপনার কিডস সানন্দে ড্রয়িং প্র্যাকটিস করতে পারবে। তখন আপনিও তার বেড়ে ওঠা নিয়ে শঙ্কামুক্ত থাকবেন।
বিচিত্র জীবজন্তুর সঙ্গে পরিচিতি
kids01.jpg
http://kids.nationalgeographic.com/
বিচিত্র রঙ আর এনিমেশনে ভরপুর সাইটটিতে কিডদের জন্য মজার সব সাবজেক্ট রয়েছে। পশ্চিমে এ সাইটটি খুবই পপুলার। প্রাণিজগতের সঙ্গে পরিচিত হওয়ার জন্য সাইটটিকে যে কাউকে অসাধারণ বলতে হবে। এখানে বিচিত্র জীবজন্তুর ওপর ভিত্তি করে তৈরি ভিডিওচিত্র ও ধারা বর্ণনা দেয়া রয়েছে। শুধু তাই নয়, আছে পশু-পাখি নিয়ে বিভিন্ন গেমও। রয়েছে ম্যাজিক শেখার জন্য কিছু ভিডিও। তবে সাইটটি দেখার জন্য পিসিতে ইন্টারনেটের গতি অবশ্যই বেশি হওয়া চাই।
খেলনা তৈরির জন্য
origami.gif
http://www.origami-club.com/en/
অরিগামির জাদুর ছোয়া সবার মধ্যে ছড়িয়ে দেয়ার জন্য এ সাইটটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। অরিগামি আজ সারা বিশ্বে সমাদৃত এর সৌন্দর্য ও বুদ্ধিদীপ্ত কাজের জন্য। অরিগামি হচ্ছে এক ধরনের জাপানিজ খেলা। এটি ইকেবানার মতো ঐতিহ্যবাহী একটি সংস্কৃতি। সাইটটিতে একটি মাত্র কাগজের টুকরো দিয়ে অনেক ধরনের মজার জিনিস তৈরি করা যায়। আর এটাই হচ্ছে অরিগামির চমৎকারিত্ব। পশু-পাখি, উড়োজাহাজ, ঘরের আসবাবপত্র বা জামা-কাপড় সব কিছুই তৈরি করা যায় কাগজ দিয়ে। এখানে প্রতিটি খেলনা তৈরির ডায়াগ্রাম দেয়া আছে। প্রয়োজনে ফ্ল্যাশ এনিমেশন দেখেও খেলনাগুলো তৈরি করা যাবে। সে জন্য ফ্ল্যাশ প্লেয়ারের দরকার হবে।
বিচিত্র সব প্রজেক্টের জন্য
marcels.jpg
http://www.marcels-kid-crafts.com
এ সাইটটি পরিচালনা করে মার্শেল নামে ছোট একটি ছেলে। ২০০৭ সালে সাইটটি সে বানাতে শুরু করে। এখন এটি বেশ পরিচিত। স্কুল গোয়িং ছেলে-মেয়েদের জন্য উপযোগী সাইটিতে রয়েছে প্রচুর প্রজেক্ট। যেগুলো তারা ক্লাস প্রজেক্ট হিসেবে হাতে নিতে পারে আবার প্রজেক্ট তৈরি করে বিজ্ঞান মেলাতেও প্রদর্শন করতে পারে। ফুলের ঝুড়ি, কাগজ কেটে ফুল বা সাবান তৈরির মতো ছোট প্রজেক্টগুলো প্র্যাকটিসের মাধ্যমে তারা নিজেদের সৃজনশীলতাকে সবার সামনে ফুটিয়ে তুলতে পারে।
পাজল ও অন্যান্য গেমের জন্য
http://www.manythings.org/
ইংরেজি শেখার জন্য এটি একটি অনন্য সাইট। ইংরেজি যাদের দ্বিতীয় ভাষা তাদের কথা বিবেচনায় নিয়েই বিশেষভাবে এ সাইটটি তৈরি করা হয়। এখানে বিভিন্ন কুইজ, শব্দের খেলা, শব্দ জট ইত্যাদি নানা প্রকারের কমপিউটার গেম ও পাজল রয়েছে। অনেকে নিশ্চয় হ্যাংম্যান খেলাটি খেলেছেন। এখানে হ্যাংম্যানের দেখা মিলবে। এ খেলার মতো সহজ আরো অনেক খেলার মাধ্যমে শিশুরা জ্ঞানের অসংখ্য অজানা রাজ্যে প্রবেশ করবে। সাইটটি সম্পূর্ণই অবাণিজ্যিক। সাইটটি গ্রামার শেখা, বাক্য গঠন, উচ্চারণ শেখাসহ অনেক উপাদানে সমৃদ্ধ।
সোনামণিদের জন্য ওয়েব সাইট সোনামণিদের জন্য ওয়েব সাইট Reviewed by Unknown on 2:09 PM Rating: 5

No comments