আপনার নাম বা যেকোন text এর Effect সহ ডিজাইন তৈরি করুন সহজেই



 
আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে ওয়ার্ড আর্ট প্রয়োজন হয়,বিশেষ করে  কোন লোগো তৈরিতে , ওয়েবসাইট কে সুন্দর ও আকর্ষণীও করার জন্য TEXT ডিজাইন তৈরি করতে 
 ,নিজের PHOTO তে ডিজাইন করে নাম লিখতে ,  প্রেজেন্টেশন বা কোনো রিপোর্টের ফ্রন্ট পেজে  বিভিন্ন ধরনের ডিজাইন লিখা দিতে আমরা ওয়ার্ড-আর্ট বেবহার করে থাকি 
,এ কাজের জন্য আমরা  মাইক্রোসফট ওয়ার্ড এর DEFAULT ওয়ার্ড আর্ট ব্যাবহার করে থাকি কিন্তু এতে তেমন বেশি ডিজাইন নাই  আর যেগুলো আছে সেগুলো সবার পরিচিত। 
সেই জন্য আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এমন একটি ওয়েবসাইটের সাথে যেখানে আপনি বিভিন্ন ধরনের EFFECT দিয়ে এবং কালার পরিবর্তন করে TEXT এর বিভিন্ন
 ডিজাইন তৈরি করতে পারবেন। এতে আপনি সহজেই কোন কষ্ট ছাড়া টেক্সট ইফেক্ট তৈরি করতে পারবেন।

এর মাধ্যমে যা যা করা যায়ঃ
১.হরেক রকম Effect দিয়ে টেক্সট ডিজাইন করা যায়।
২.Font size পরিবর্তন করা যায়.
৩.Font color পরিবর্তন করা যায়.
৪.background color পরিবর্তন করা যায়.
৫.বিভিন্ন Format এ সেইভ করা যায়.
৬.flash animation ও তৈরি করা যায়.

এবার শুরু করা যাক
১. প্রথমে এখানে ক্লিক করুন .
২.সেখানে অনেক গুলা টেক্সট ডিজাইন দেওয়া আছে আপনি সেখান থেকে যেকোন একটি তে ক্লিক করুন।

৩.আমি FIRE এ ক্লিক করলাম

 
৪.এবার logo text এ আপনার name অথবা কাঙ্খিত Word তে লিখুন.
৫. তারপর এখানে বিভিন্ন option গুলা change করতে পারেন , যেমন font,font size,spread,ripple,background colour ইত্যাদি।

 
৬. এবার কোন Format এ logo তা save করব তা select করে create logo তে ক্লিক করতে হবে ।
৭. ব্যাস , তৈরি হয়ে গেল আপনার লোগো , এবার DOWNLOAD করে ব্যাবহার করতে পারবেন.আপনার নাম বা অন্য শব্দ দিয়ে লোগো বানাতে চান? :)  :D 

বিঃ দ্রঃ - এই ওয়েবসাইটের মাধ্যমে Animated টেক্সট তৈরি করা যায়.
আপনার নাম বা যেকোন text এর Effect সহ ডিজাইন তৈরি করুন সহজেই আপনার নাম বা যেকোন text এর Effect সহ ডিজাইন তৈরি করুন সহজেই Reviewed by Unknown on 5:58 AM Rating: 5

No comments