হার্ড ডিস্কের ব্যাড সেক্টর সমস্যা ও সমাধান।

হার্ড ডিস্কের ব্যাড সেক্টর সমস্যা ও সমাধান।

undefined
undefined
নিয়মিত কম্পিউটার ব্যবহার না করলে, মেমরি খালি পড়ে থাকলে, ভোল্টেজ উঠা নামা করলে হার্ড ডিস্কে ব্যাড সেক্টর পড়ে।
সমাধানের জন্য যে ডিস্কে সমস্যা তার মধ্যে রাইট ক্লিক করে Propertise সিলেক্ট করুন।
undefined
এখান থেকে Tool মেনু নির্বাচন করুন। এবার Error Chaking অংশ থেকে Check Now তে ক্লিক করুন। নতুন আরেকটা উইন্ডো খুলবে।

এবার Scan for and Attempt Recovery of Bad Sectors রেডিও বাটনে ক্লিক করে Start এ ক্লিক করুন। তাহলে আপনার হার্ড ডিস্কের ব্যাড সেক্টর থাকলে তা Fix করবে।
ধন্যবাদ সবাইকে। আপনার কোন সমস্যা হলে টেকটুইটস এর সাহায্য বিভাগে জানান। পারলে আমারা উত্তর দেওয়ার চেষ্টা করব।
হার্ড ডিস্কের ব্যাড সেক্টর সমস্যা ও সমাধান। হার্ড ডিস্কের ব্যাড সেক্টর সমস্যা ও সমাধান। Reviewed by Unknown on 6:19 AM Rating: 5

No comments