সম্পূর্ন ফ্রিতে ওয়েব হোস্টিং

প্রথম শুরুতে সবাইকে সালাম।আমি আজকে এমন একটি সাইটের কথা বলতে যাচ্ছি যা দিয়ে বিনামূল্যে ও সম্পূর্ন ফ্রিতে ওয়েব সাইট,ব্লগ বা ফোরাম তৈরি করতে পারবেন।এই সাইটি সম্পর্কে অনেকে হয়ত জানেন আবার অনেকে জানেন না।যারা জানেন না এই টিউনটি তাদের জন্য লিখলাম।আসা করি নতুন টিউনদের কাজে আসবে।ফ্রিতে ওয়েব হোস্টিংএর সুবিধা গুলো হলোঃ
  • ২৫০ মেগাবাইট জায়গা।
  • ৬ গিগাবাইট মান্থলি ট্রানস্ফার।
  • ৩টি mySql ডাটাবেস।
  • ৫টি এড-অন ডোমেইন।
  • ৫টি সাব ডোমেইন।
  • ভিস্তা পেনেল।
  • পাসওয়ার্ড প্রটেকটেড ফোল্ডার।
  • অটোমেটিক ইনস্টলার।
  • FTP একাউন্ট।
  • ব্রাউজার ফাইল মেনেজার।
  • ওয়েভ মেইল।
  • POP মেইল একাউন্ট।
  • পার্ক ডোমেইন।
  • Php মাইএডমিন।
  • ক্লাস্‌টার্ড সার্ভার।
যা ফ্রিতে রেজিষ্ট্রেশন করলে পাবেন।যার সাহায্যে আপনি ওয়ার্ডপ্রেস বা জুমলা অটোমেটিক ইনস্টল করে তৈরী করতে পারবেন সম্পূর্ন এ্যাড বিহীন আপনার সাইট।তাহলে আর দেরি কিসের। তারাতারি Sign Up করুন। Sign Up করতে Username এর জায়গায় সাইটের নাম হবে, Password এর জায়গায় আট টি পাসওয়ার্ড এবং Email Address এ জিমেইল একাউন্ট ব্যবহার করবেন তারপর Site Category আপনার সাইটি কেমন হবে তা দিয়েদিন, Site Language দিন Security Code দিয়ে register এ ক্লিক করুন।তারপর আসবে13.jpgক্লিক করুন।
এর পর Image Verification নামে
23.jpg
এই রকম বক্স আসবে তারপর Type the two words: নিচে শুদ্ধ ভাবে টাইপ করতে হবে উপরে যা দেয়া থাকে in throughout এই ভাবে টাইপ করুন তার পর register ক্লিক করুন। বেস হয়ে গেল আপনার সাইট, what’s next? নিচে 1) এ ক্লিক করে verify কাজটুকু করে ফেলুন। রেজিষ্ট্রেশনের পর সাইটের নাম http://www.yourname.co.cc হবে। এবার saved এ ক্লিক করে আপনার তথ্য ডাউনলোড করুন বা কপি করুন।করার পর
  • Control Panel
  • Control panel user name
  • Control panel password
  • Control panel URL
  • FTP user name
  • FTP password
  • FTP host name
  • File system path
  • MySQL user
  • MySQL password
  • MySQL host
  • MySQL port
  • Domain name ইত্যাদি পাবেন।
এই তথ্য দিয়ে আপনার পিসিতে সার্ভার অটোমেটিক ইনস্টল এ্যাপলিকেশনের মাধ্যামে ডেভেলপ করুন আপনার সাইট। বিস্তারিত ভিস্তা পেনেলে গিয়ে দেখুন। আর একটি কথা বলা দরকার রেজিষ্ট্রেশ করতে Internet Explorer ব্যবহার করুন তারাতারি হবে।কারন অনেক সময় Mozilla Firefox এ Image Verification হয় না।আজ আপাতত শেষকরছি।
ধন্যবাদ।
সম্পূর্ন ফ্রিতে ওয়েব হোস্টিং সম্পূর্ন ফ্রিতে ওয়েব হোস্টিং Reviewed by Unknown on 1:56 PM Rating: 5

No comments