আর কখনো আপনার Advance System Care Pro ভার্সন ফ্রি হয়ে যাবে না (নেট সংযোগ থাকুক চাই না থাকুক), করে নিন লাইফটাইম এক্টিভেশন।
আপনারা অনেকেই হয়ত ASC ব্যবহার করে অভ্যস্ত । টেকটিউনসে এ নিয়ে যথেষ্ট টিউন রয়েছে বিধায় এর ব্যাপারে বিস্তারিত বলার প্রয়োজন মনে করছি না ।
আমরা ASC ব্যবহারকারীরা প্রায়ই একটি সমস্যার মুখোমুখি হই । কষ্ট করে Advanced System Care এর লাইসেন্স ফাইল খুঁজলেন, এক্টিভেটও করলেন, কিন্তু ইন্টারনেট কানেকশন পেলেই আবার Pro থেকে Free ভার্সন হয়ে গেল ।
হ্যাঁ, আজ এই সমস্যারই সমাধান নিয়ে এসেছি।
মুলত যখন মুল এপ্লিকেশনটি নেট কানেকশন পায় সাথে সাথে সার্ভারের সাথে যোগাযোগ করে ফেক সিরিয়াল কি ধরে ফেলে । ফলে পুনরায় তা ফ্রী ভার্সন হয়ে যায় । যদি সার্ভারের সাথে কানেকশন ব্লক করা যায় তবেই এই ঝামেলা থেকে বাঁচা যাবে ।
এর
জন্য আপনি ডাউনলোড করতে পারেন মাত্র এক এমবি এর একটি সফটওয়্যার । এটি
কার্যত: একটি এ্যক্টিভেটর যার মুল ফিচার হল সিরিয়াল ভেরিফিকেশন ব্লক করা ।
বোনাস হিসেবে আপনি একই সাথে সিরিয়াল কি ও পাবেন এই সফটওয়্যার থেকে । অর্থাৎ এটি কি-জেন এরও কাজ করবে ।মুলত যখন মুল এপ্লিকেশনটি নেট কানেকশন পায় সাথে সাথে সার্ভারের সাথে যোগাযোগ করে ফেক সিরিয়াল কি ধরে ফেলে । ফলে পুনরায় তা ফ্রী ভার্সন হয়ে যায় । যদি সার্ভারের সাথে কানেকশন ব্লক করা যায় তবেই এই ঝামেলা থেকে বাঁচা যাবে ।
সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে
ডাউনলোড শেষ হলে আপনাকে যা করতে হবেঃ
ধাপ ১: প্রথমে Advance System Care এর যেকোনো ভার্সন ইনস্টল করুন । ( যদি আগে থেকে ইনস্টল না করা থাকে)ধাপ ২: আপনার ইন্টারনেট সংযোগ বন্ধ করুন, অতঃপর Activator টি চালু করুন ।
ধাপ ৩: activate software হেডিং এর নিচে সিরিয়াল কি পাবেন । আর যদি না থাকে তবে “generate” বাটনে ক্লিক করলেই হবে।
ধাপ ৪: Advance System Care এর upgrade অপশনে গিয়ে সিরিয়াল কি দিয়ে একটিভেট করুন (একটি ইরর মেসেজ আসতে পারে, ওকে দিয়ে বেরিয়ে আসুন)
ধাপ ৫: আবার এ্যক্টিভেটর উইন্ডোতে যান, Manage Access হেডিং এর নিচে Block Access বাঁটনে ক্লিক করুন ।
ব্যাস, আপনার কাজ শেষ । উপভোগ করুন লাইফটাইম প্রো ভার্সন । তবে নতুন ভার্সনে আপগ্রেড করলে আবার উপরোক্ত ধাপ অনুসরণ করা লাগবে ।
বিঃদ্রঃ এই ট্রিকটি Advance System Care এর এখন পর্যন্ত সকল ভার্সন এর ক্ষেত্রে কাজ করবে ।
আর কখনো আপনার Advance System Care Pro ভার্সন ফ্রি হয়ে যাবে না (নেট সংযোগ থাকুক চাই না থাকুক), করে নিন লাইফটাইম এক্টিভেশন।
Reviewed by Unknown
on
8:32 PM
Rating: