ডোমেইন কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন।


ডোমেইন কিনতে গিয়ে অনেক সময় আমাদের ছোটখাট কিছু ভুলের জন্য দেখা যায় আমরা সাইটে নিশ্চিত কিছু ভিজিটর থেকে বঞ্চিত হই। আজ সেরকম কিছু ভুল শুধরানোর উপায় নিয়েই আলোচনা করবো। যার মূল বিষয় হবে ডোমেইন নেয়ার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখবেন।
  • প্রথমেই যে বিষয়টি খেয়াল রাখবেন সেটা হল আপনার ডোমেইনটি যেন .com হয়।  এর কারন হল বেশীরভাগ ক্ষেত্রেই মানুষ ডোমেইন বলতে মূলত .com ডোমেইনকে বুঝে।
  • .com নিলেও তারপর .bd জুড়ে দেবেন না কারন আমরা যদি কাওকে টেকটিউনস এর এ্যাড্রেস বলি সাধারনত টেকটিউনস বলি techtunes.com.bd বলি না। তাই শুধু .com ডোমেইনই সবচেয়ে ভালো।
  • নামের মাঝে  (-) এরকম ধরনের চিন্হ দেবেন না। কারন এরকম চিন্হ প্রথমআলো বা খোলাজানালার ডোমেইনে আছে কিন্তু আমরা কখনোই ডোমেইন এর নাম বলার সময় কাওকে ওই চিন্হের কথা বলি না বলি প্রথমআলো বা খোলাজানালা।
  • এরপর হচ্ছে 24 ছাড়া অন্যকোন নিউমেরিক কী দেবেন না কারন কাওকে যখন বলবেন বিডিওয়েবসেভেন তখন সে বুঝবে না সেভেন কি নিউমেরিক না এ্যালফাবেট।
  • ডোমেইন এর নামটা কখনোই জটিল করবেন না যেমন সমকালদর্পন এটির বানানটা আসলেই দাতভাঙা দুঃখিত কীবোর্ডভাঙা।
  • আর আপনার ডোমেইনের নাম শুনলেই যেন বোঝা এটা কিসের সাইট। যেমন মিউজিকডটকম শুনলেই যে কেউ বোঝে এটা মিউজিক বিষয়ক সাইট।
  • ডোমেইন এর নামটি যথাসম্ভব ছোট রাখতে চেষ্টা করবেন।  কিন্তু ছোট করতে গিয়ে আবার উদ্ভট নাম নেবেন না চেষ্টা করবেন অর্থবোধক এবং কীওয়ার্ড বান্ধব নাম নিতে।
  • তাছাড়া ডোমেইন এর নাম শুনলেই যেন এর ইংরেজী বানানটা করা যায় সেভাবে করবেন ভুল বানানে ডোমেইন নেবেন না। যেমন ভার্সিটিএডমিশন সাইটের বানান আর ভার্সিটিএডমিশন এর সঠিক বানান এক নয়।
  • শেষ যে কথাটি বলবো তা হল ডোমেইন কেনার সময় অবশ্যই তাদের প্যাকেজ এর বিস্তারিত জেনে নেবেন কারন ইয়াহূ যেমন প্রথম বছর ডোমেইন এর দাম কম রাখলেও পরবর্তীতে তা অনেক বেশী রাখে।
আর কয়েকদিন আগে আমাকে একজন টিউনার জিজ্ঞাসা করছিল ডোমেইন কোথা থেকে নেবেন। আপনার যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে ইয়াহূ স্মল বিজনেস বা গোড্যডি থেকে নিতে পারেন। যদি তা না থাকে দেশে অনেকেই ডোমেইন সেল করে এদের মধ্যে প্রতিষ্ঠিত গুলো হচ্ছে ইকরাসফট, ডোমেইনদোকান। গুগলে সার্চ করলে এর উপর বিস্তারিত জানতে পারবেন। তবে যেখান থেকে যে পদ্ধতিতেই নেন কেন বুঝে, শুনে অভিজ্ঞদের সাথে আলোচনা করে নেবেন।
ডোমেইন কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন। ডোমেইন কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন। Reviewed by Unknown on 12:19 PM Rating: 5

No comments