বয়স সহ যে কোন তারিখের বিস্তারিত তথ্য বের করুন ছোট একটি software দিয়ে


অনেক দিন পর আবার একটু লেখার সাহস করলাম। আজ techtunes এ বয়স বের করার করার জন্য জিতু তার self made একটা software নিয়ে টিউন করেছেন। তার এই টিউন আর software দেখে নিজের এক সময়কার visual basic নিয়ে মাতামাতি করার কথা মনে পরে গেল। জিতু ভাই, আপনার নিজের তৈরি software টি নি:সন্দেহে প্রশংসার দাবি রাখে। তবে আমার কাছে বয়স নির্ণয় বা date analysis এর জন্য আরো ভালো একটা software আছে। তাই এটা সবার সাথে শেয়ার করার জন্যই শুধু মাত্র এই টিউনটা করা। আপনার software কে হেয় করার কোনো রকম উদ্দেশ্যই আমার নেই। আমি জানি নিজের তৈরি জিনিসটা কতোটা ভালো লাগার।
যাই হোক মূল কথায় আসা যাক, software টি মাত্র 1 MB. কোন রকম install করার ঝামেলা নেই। এর সাহায্যে আপনি যা যা করতে পারবেন,
  • যে কোন তারিখের বিস্তারিত তথ্য, যেমন:
----এই তারিখের রাশি কি,
----এটি বছরের কত তম দিন,
----মাসের কত মত সপ্তাহ,
----বছরের কত তম সপ্তাহ,
----বছর শেষ হতে কত দিন লাগবে,
----leap year কিনা.... ইত্যাদি
software for date analysis
  • দুটি তারিখের মধ্যে দিন, সপ্তাহ, বছরের পার্থক্য, অর্থাৎ
-----বের করুন আপনার বয়স (কত দিন, কত সপ্তাহ, কত বছর)
-----যে কারো সাথে আপনার বয়সের পার্থক্য (কত দিন, কত সপ্তাহ ইত্যাদি)
  • তারিখের সাথে ইচ্ছা মত দিন, সপ্তাহ, বছর যোগ বা বিয়োগ করে দেখুন কোন তারিখ এটি অর্থাৎ
-----আপনার বয়স ১০০০ সপ্তাহ  বা ১০,০০০ দিন কবে পূর্ণ হবে বা তখন আপনার বয়সইবা কত হবে ..... ইত্যাদি
-----যেমন: আপনার জন্ম যদি ১৫.০১.১৯৮৮ হয় তাহলে নিচের ছবিতে দেখুন আপনার বয়স ৯০০০ দিন পূর্ণ হবে ০৫.০৯.২০১২ সালে। জিনিসটা খুব কাজের না হলেও অনেক মজার।
software for date analysis
---- আপনাদের জন্য আমি software টি mediafire এ upload করে দিয়েছি
---- তো download করে নিজেই দেখে নিন software টি
Download link: http://www.mediafire.com/?nywtwdrywfuokwy
বয়স সহ যে কোন তারিখের বিস্তারিত তথ্য বের করুন ছোট একটি software দিয়ে বয়স সহ যে কোন তারিখের বিস্তারিত তথ্য বের করুন ছোট একটি software দিয়ে Reviewed by Unknown on 5:45 PM Rating: 5

No comments