ডাউনলোড করে নিন আপনার পিসির জন্য সুন্দর একটা “Hot Virtual Keyboard v8.0.2.0″ + Crack
“ বিসমিল্লাহ্হির রাহমানির রাহিম”
(পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র নামে শুরু করছি )
আশা
করি সবাই আল্লাহ্র রহমতে ভাল আছেন । বাংলাদেশের অনলাইন প্রযুক্তির
ভাণ্ডার “টেকটিউন্স”-এ আমি একদম নতুন, আর এটা আমার প্রথম পোস্ট । জানি না
এই প্রথম পোস্টটা আপনাদের কাছে কেমন লাগবে ।
যাইহোক, যেই টপিকস নিয়ে এই পোস্ট এখন সেই দিকেই যাচ্ছি । পোস্ট এর টাইটেল দেখেই বুঝে গেছেন, “Hot VirtualKeyboard” নিয়েই আমার পোস্ট । এটার ভার্সন হল 8.0.2.0 । (পোস্ট
করার আগে টেকটিউন্স এ অনেকবার সার্চ করে কোথাও পেলাম না, তাই এটা আপনাদের
কাছে শেয়ার করছি । তবুও যদি কোনওভাবে এটা আগে পোস্ট হয়ে থাকে তাহলে
আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি) । সবার পিসির সাথেই কীবোর্ড আছে ।
কিন্তু অনেক সময় External কীবোর্ডে যদি কোনও সমস্যা হয় বা নিজের সখবসত
যদি External কীবোর্ড এর কাজ সফটওয়্যার এর মাধ্যমে মাউস দিয়েই করার ইচ্ছে
হয়, তাহলে “Hot Virtual Keyboard” সফটওয়্যারটি আপনার কাছে অবশ্যই ভাল
লাগবে । আর একটা জিনিস, পিসিতে কিন্তু সহায়ক সফটওয়্যার হিসেবে আগে থেকেই
একটা কীবোর্ড সফটওয়্যার দেয়া আছে, Start > Search বক্স এর ভিতরে ‘On’ লিখলেই দেখতে পাবেন ‘On-Screen-Keyboard’ । তবে এটা Hot Virtual Keyboard এর মত এতো স্টাইলিশ ফিচার সমৃদ্ধ না ।
Hot Virtual Keyboard এর ফিচারগুলো একটু দেখা যাকঃ- Fully customizable look and behavior
- Gestures to quickly change case or insert spaces
- Programmable buttons for performing routine operations such as copying and pasting text
- Keys to launch applications, open Web pages or run macros with a single tap
- Word auto-complete to make typing faster and more accurate than ever
- Support of multiple languages and keyboard layouts
- An ability to integrate the virtual keyboard into other systems
- Multi-Touch support in Windows 7 and Windows 8
Install সম্পর্কে বলার তেমন কোন দরকার নেই । এগুলো আপনারাই ভালো জানেন । তবে ইন্সটল কমপ্লিট হলে “Initial Setup Wizerd” এটা আসবে ।প্রথমে নিচের মত ‘Greetings’ আসবে
তারপর Next করলে আসবে ‘Selection of Keyboard Type’, এখানে কীবোর্ড টাইপ ও এর থিম সিলেক্ট করুন,
এরপর আসবে ‘Advanced’, এখানে আপনি কিছু অপশন পাবেন দরকার হলে মার্ক পারতে পারেন আর না হলে Next করুন ।
এবার Finish এ ক্লিক করে এই পর্ব শেষ করুন ।
আপনি এটা আবার চাইলে টাস্কবারের আইকনে রাইট ক্লিক করে অপশন এ গেলে সেখানে ‘Advanced’ এর ভিতরে এই সেটআপ আবার করতে পারবেন । এখন Crack করার পালা । কীবোর্ড যদি স্ক্রীনে ওপেন হয়ে থাকে তাহলে ক্লোজ করুন, এরপর Crack ফোল্ডার থেকে “hvk.exe” এটা কপি করে যেখানে ইন্সটল দিয়েছেন বা সেটআপ এর পর ডেক্সটপে ‘Hot Virtual Keyboard’ আইকনে রাইট ক্লিক করে Properties>Open File Location এ ক্লিক করে তার ভিতরে Crack ফাইলটা পেস্ট করে দিন । সব কাজ শেষ । এখন ফুল ভার্সন Enjoy করুন ।
প্রথম পোস্ট তাই কোন ভুল হয়ে থাকলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । আজ এই পর্যন্তই, সবাই ভালো এবং সুস্থ থাকুন ।
ডাউনলোড করে নিন আপনার পিসির জন্য সুন্দর একটা “Hot Virtual Keyboard v8.0.2.0″ + Crack
Reviewed by Unknown
on
4:35 PM
Rating:
No comments