আপনার গুরুত্বপূর্ণ ফোল্ডার সমূহ LOCK/PASSWORD PROTECT করার জন্য চমৎকার কার্যকর একটি সফটওয়্যার “Folder Guard Professional 8.4″


টিউন এর বিষয় হিসেবে চেষ্টা করেছি এমন বিষয় নিয়ে লিখতে যেটা কম-বেশি সকলেরই প্রয়োজনীয় হবে।আমাদের প্রত্যেকেরই কিছু  না কিছু গুরুত্বপূর্ণ ফাইল থাকে যা কিনা আমরা কারো সাথে Share করতে চাই না। কেও যাতে আমাদের অগোচরে এই সকল ফাইল দেখতে বা Access করতে না পারে তার জন্য আমাদের প্রয়োজন একটি ভাল মানের ফোল্ডার লকিং সফটওয়্যার। ফোল্ডার লক করার জন্য তেমনই অসাধারণ একটি সফটওয়্যার হচ্ছে “Folder Guard Professional 8.4

আসুন দেখে নেয়া যাক  Folder Guard Professional 8.4 এর ফিচার সমূহ :
# ফোল্ডার/ড্রাইভ Password দিয়ে Lock/Hide/Unable To access/Restricted করতে পারবেন।
# আপনার অবর্তমানে  যাতে কেও কোন সফটওয়্যার Install না করতে পারে সেই জন্য নতুন যেকোন Software Installation কে Password দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন।
# Internet ব্যবহার Disable করতে পারবেন।
# আরো অনেক চমকপ্রদ Options যা আপনি ব্যবহার করলেই দেখতে পাবেন।

Install করার পর কিভাবে  Patch ব্যবহার করবেন :
১) ডাউনলোড করে Extract করার পর "FolderGuard-v84" সেটআপ ফাইলটি Install করুন ।Install এর পর সফটওয়্যারটি Open করবেন না (Install এর আগে Internet সংযোগ বিচ্ছিন্ন করে নিবেন)
২) যদি আপনার PC 32bit এর হয় তাহলে "Patch"  ফোল্ডার থেকে "x32.patch" এবং "FGuard.LIC " নামক ফাইল দুটি Copy করে যেই ফোল্ডারে FolderGuard-v84 Install করেছেন, সেই ফোল্ডারে Paste করুন
৩) আর যদি আপনার PC 64bit এর হয় তাহলে "Patch"  ফোল্ডার থেকে "x64.patch" এবং "FGuard.LIC " নামক ফাইল দুটি Copy করে যেই ফোল্ডারে FolderGuard-v84 Install করেছেন, সেই ফোল্ডারে Paste করুন
৪) এবার Installation ফোল্ডার এ সদ্য Copy করা x32.patch/x64.patch ফাইলটি Open করে  Patch এ ক্লিক করুন।
৫) Patching হওয়ার পর ডেস্কটপ আইকন হতে Folder Guard রান করুন।
- Done !

ডাউনলোড লিংক ১ -> এখানে ক্লিক করুন
Update ডাউনলোড লিংক ২ (64bit) -> এখানে ক্লিক করুন
Mediafire Password : 2012
(১ম লিংক এর Patch ,Windows7 64bit  এ  কাজ করেনা বলে কেও কেও অভিযোগ করেছেন, তাই Windows7 64bit ব্যবহারকারীরা ২য় লিংক থেকে ডাউনলোড করুন। )
আশা করি সফটওয়্যারটি আপনাদের কাজে আসবে। ( ২য় লিংক 32bit এবং 64bit এ ১০০% কার্যকর । পরীক্ষিত)
(একটি অনুরোধ : প্রয়োজনের তাগিদে আনেক সময় নীতিগত ইচ্ছার বিরুদ্ধেও আমরা "পাইরেটেড সফটওয়্যার" ব্যবহার করি। কিন্তু এটা সব সময় মনে রাখবেন "সফটওয়্যার পাইরেসি দণ্ডনীয় অপরাধ " । টাকা দিয়ে আসল সফটওয়্যার  কেনা সম্ভব হলে পাইরেটেড সফটওয়্যার এর ব্যবহার এড়িয়ে চলুন।)
টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।
(চেষ্টা করেছি মানসম্মত কিছু দেয়ার জন্য , তারপরেও কোন ত্রুটি হয়ে থাকলে আমি দুঃখিত।)
আপনার গুরুত্বপূর্ণ ফোল্ডার সমূহ LOCK/PASSWORD PROTECT করার জন্য চমৎকার কার্যকর একটি সফটওয়্যার “Folder Guard Professional 8.4″ আপনার গুরুত্বপূর্ণ ফোল্ডার সমূহ LOCK/PASSWORD PROTECT করার জন্য চমৎকার কার্যকর একটি সফটওয়্যার “Folder Guard Professional 8.4″ Reviewed by Unknown on 5:38 PM Rating: 5

No comments