আমরা
অনেকে ডোমেইন কেনার জন্য ডোমেনের নাম খুজে থাকি।এর জন্য আমরা ডোমেইন কেনার
সাইটে গিয়ে কাজটি করে থাকি।কিন্তু এতে বেশ সময় লাগে।আমি আজ যে সাইটের
কথাটি বলব সেই সাইটে গিয়ে আপনি অতি দ্রুত চোখের পলকে কোন রকম নাম সাবমিট
না করেই ডোমেইন নেম search করতে পারবেন।এর জন্য আপনি চলে যেতে পারেন
এই সইট।
এখানে গিয়ে কেবল মাত্র আপনার পছন্দের নামটি লিখুন।তারপর দেখুন আপনি যে
নামটি দিয়েছেন তা .com .org .net এ Available আছে কিনা।এর সাথে সাথে আপনি
আপনার করা ডোমেইন নেম গুলো সেভ করে রাখতে পারেন।এ ছাড়াও এতে আছে আপনার
ডোমেইন নেইমের WHOIS দেখর সুবিধা।তাছাড়া আপনি আপনার ডোমেইন
পার্কিং করা,GoDaddy,Network Soluation থেকে ডোমেইন কেনার
সুবিধা সহ অনেক কিছু।টিউনটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ
No comments