RAM অপটিমাইজ করুন মেমরি মনিটর দিয়ে
নিজের কম্পিউটার কে দ্রুত থেকে দ্রুততর করতে কে না চায়। আমরা সবাই কোন না কোন ভাবে কম্পিউটার স্লোডাউনের সাথে পরিচিত। এর আগে অনেক টিউনার বন্ধুরা কিভাবে দ্রুত কম্পিউটিং নিশ্চিত করা যায় সে ব্যাপারে আমাদের না না টিপস দিয়েছেন। দ্রুত কম্পিউটিং এর জন্যে একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে
RAM OPTIMIZATION. এই RAM OPTIMIZE করার জন্যে একটি গুরুত্বপূর্ণ এই টুলকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।
MKN Memory Monitor এমন একটি ফ্রিওয়্যার যা আপনার সিস্টেম মেমরি মনিটর এবং আপনার সিস্টেম মেমরি পারফমেন্স এবং ইউসেজ অপটিমাইজ করবে। মেমরি মনিটর আপনাকে আপনার ফিজিক্যাল এবং পেজড মেমরি, পেজিং এবং পেজ ফল্ট, এবং অন্যান্ন ডেটার ব্যাপারে ডিটেইল শো করবে। এটি আপনাকে আরো দেখাবে, সিস্টেম আপনার ঠিক কতটুকু মেমরি ব্যবহার করছে, সিস্টেম কারনাল এবং কেস।
যদিও আমরা টাস্ক ম্যানেজার দিয়ে আমাদের মনিটরের মেমরি ইউসেজ দেখতে পারি কিন্তু সেক্ষেত্রে আমরা অপটিমাইজ করতে পারিনা। এই টুল টি আপনাকে এর সুন্দর ইন্টারফেসের মাধ্যমে এমন এক আবহ সৃষ্টি করে দেবে যার মাধ্যমে আপনি আপনার সম্পূর্ণ মেমরির ডিটেইল খুব সহজে মনিটর এবং অপটিমাইজ করতে পারবেন।
এই টাস্ক ম্যানেজার এর গ্রাফ আপনি চাইলে ৩সেকেন্ড অথবা ০.১ সেকেন্ড এর মধ্যে অটো রিফ্রেশ সিলেক্ট করে দিতে পারবেন। যার ফলে আপনি প্রতি মুহুর্তে আপনার মেমরি সম্পর্কে পরিস্কার ধারনা পাবেন।
আপার আপনি যখন আপনার RAM অপটিমাইজ করবেন তখন টুলস মেনু অপটিমাইজ মেমরি অপশন সিলেক্ট করুন। এখানে আপনি অটোম্যাটিক মেমরি অপশন ও খুজে পাবেন। যেখানে আপনি চাইলে মেমরি লিমিট স্পেসিফাই করে দিতে পারবেন।
RAM অপটিমাইজ করুন মেমরি মনিটর দিয়ে
Reviewed by Unknown
on
11:17 AM
Rating:
No comments