ফ্রি হোস্টিং এ IP ব্লক করুন সহজেই।


আমি প্রথমে বলতে চায় যে, এটা কেবল যারা ফ্রি ওয়েব সাইট বানিয়েছেন বা ফ্রি হোস্টিং নিয়েছেন তাদের জন্য। আর যারা পেইড হোস্টিং ব্যবহার করেন তাদের প্রয়োজন নেই। পেইড হোস্টিং এ ফিচার গুলো সারভার থেকে পাওয়া যায় কিন্তু ফ্রিতে নেই। সুতরাং যারা ফ্রি হোস্টিং নিয়েছেন তারা কি IP ব্লক করতে পারবেন না? হ্যা তারাও পারবেন। নিচের প্রক্রিয়ায়-
প্রথমে http://toolator.com এ গিয়ে ফ্রিতে রেজিট্রশন করে নিন।
015.jpg
আপনার ইমেইল এ ক্লিক করে রেজিট্রশন একটিভ করুন। এবার আরেকটি ইমেইল এ আপনি পাসওয়ার্ড পাবেন। এবার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
IP ব্লক করার জন্য বামপাশের ন্যাভিগেশন মেনু থেকে Block IP তে ক্লিক করুন।
025.jpg
এবার টেক্স বক্সে IP টি লিখুন। যেমন- আপনি যদি মনে করেন গ্রামিনফোন এর কোন গ্রাহক আপনার সাইট দেখতে পারবে না। তাহলে গ্রামিনফোন এর IP টি লিখুন। (১১৯.৩০.৪৫.৪১)। আপনি অন্য সাইটে রিডাইরেক্ট করতে চাইলে তার ঠিকানাটি দিন। কারনও লিখতে পারেন। এগুলো অপশনাল। এবার Block an IP তে ক্লিক করুন।
031.jpg
আবার নেভিগেশন মেনু থেকে website Code এ ক্লিক করুন।
041.jpg
আপনি একটা কোড পাবেন।
051.jpg
এই কোড আপনার সাইটের সোর্স বা নোড প্যাডে পেষ্ট করুন।( নোটপ্যাডের উপরে পেষ্ট করলে ভাল হয়) এবার দেখুনতো আপনার প্রয়োজন অনুসারে কাজ হয় কিনা? আপনি সর্ব্বচ্য তিনটি আই.পি ব্লক করতে পারবেন। এর বেশি প্রয়োজন হলে আপনাকে টাকা দিয়ে প্রিমিয়াম একাউন্ট নিতে হবে।
ফ্রি হোস্টিং এ IP ব্লক করুন সহজেই। ফ্রি হোস্টিং এ IP ব্লক করুন সহজেই। Reviewed by Unknown on 11:46 AM Rating: 5

No comments