Freelancer-দের ব্যসিক English শিখার এক অসাধারণ আসর


বিসমিল্লাহির রাহমানির রাহিম
আমি আজ  English ক্লাস নিবো । এই পোস্টটা তাদের জন্য যারা freelancing করেন কিন্তু English তেমন বুঝেন না। এটা আপনাকে কিছুটা হেল্প করবে বলে মনে করি । এর আগে নিচের লিঙ্কটা দেখে নিতে পারেন ।
Formula-1
This is, that is
সূত্র -১
এই, ঐ
এই, ঐ; এটি, সেটি; ইহা, উহা;
ইনি, তিনি
ইঙ্গিত দ্বারা একটি বস্তু বা ব্যক্তি বুঝাতে আমরা this is ও that is ব্যবহার করি। নিচের খণ্ডবাক্যগুলো লক্ষ্য করো, কৌশলটি অনায়াসে রপ্ত করে নিতে পারবে ।
This is-এই (হয়)।            That is-ঐ (হয়)।
A book-একটি বই।          A pen -একটি কলম।

আর কিছু উদাহরন

This is a book.----এই একটি বই।
That is a book.----ঐ একটি বই।
This is a pen.----এই একটি কলম।
That is a pen.----ঐ একটি কলম।
This is a cat.----এই একটি বিড়াল।
That is a cow.----ঐ একটি গাভী।
This is a boy.----এ একজন বালক।
That is a girl.---- ও একজন বালিকা।
This is a man.---- এই একজন পুরুষ।
That is a woman.---- ঐ একজন মহিলা।
This is Mr Hasan. ---- ইনি হাসান সাহেব।
মনে রাখতে হবে যে নিকটের কিছু বুঝাইতে this আর দুরের কিছু বুঝাইতে that ব্যবহার করা হয়।
এইটা মনে না থাকলে এই ছড়াটা মুখস্ত করে রাখতে পারঃ

This এই, That ঐ যেনো দুই ভাই,
তারে তুমি কখনো ভুল করে ডেকোনা দুলাভাই

নিজে practice করবে। নিচে কিছু উদাহরন দেয়া হলঃ{এ গুলার বাংলা কি হবে টা বলো । }
A.
(a) This is a book. (b).This is a copybook. (c).This is a slate. (d).This is a duster. (e).This is a rubber. (f).This is not a rubber. It is a ruler. (g).This is not a ruler. It is a school-bag. (h).This is a cap and that is a scarf. (i) This is a nib and that is a knife.
B.
a).That is a blackboard. b).That is a scale.c).That is a broom. d).That is a cane. e).That is a piece of chalk.r f).This one is a tiffin box. g). That is not a tiffin box. That one is a geometry box. h).This one is beautiful but that one is ugly. i) This one is a desk but that one is not a desk. j).That one is a bench. k).That one is a long beautiful bench.
Advance ছাত্রদের জন্য
(a)This is an apple. (b)That is not an apple. It is an egg. (c).This is an inkpot. (d).That is not an inkpot. That is an orange. (e).That is an umbrella. (f) This is a cow. (g)This is an animal. (h)That is a hen. (i)That one is a bird. (j) That is an egg. (k) Yes, that is an egg. (l) An engineer is a man. (m) This man is an engineer. (n) That man is not an engineer. (o) That man is an officer.
(a)This is a boy. (b).This is Kamal.(c).This is a student.(d).This  is a good student.(e).This is good. (f).This student is good.(g).This student is very good.(h) This is a good boy and that is a good girl.
(a)This is a bamboo pole. (b) That is an electric pole. (c) This is a pen. (d) This is my pen. (e) This pen is mine. (f) This beautiful pen is mine. (g) That is not my pen. (h) That pen is not mine. (i)  That is your pen. (j)That is yours.(k)That pen is yours.(l)That beautiful red pen is yours.
এই গুলার ইংলিশ করোঃ
১.
ক. এই একটি বই। {book}                       খ. এই একটি খাতা।{copybook/notebook}
গ. এই একটি ছাতা।  {umbrella }          ঘ. ঐ একটি পৃষ্ঠা।{page}
ঙ. ঐ একটি মাছ।{fish}                            চ.  ঐ একটি বাঁশ।{bamboo}
ছ. ঐ একটি বেড়া।{fence}                       জ. ঐ একটি নতুন চাঁদ।{moon}
ঝ. এই একটি কুঁড়ি।{bud}                      ঞ. ঐ একটি ঝুড়ি।{basket}
*বি.দ্র: নিকটবর্তী একটি বস্তু নির্দেশ করতে  it (এ, এটি, ইহা)কেও আমরা ব্যবহার করতে পারি।
জেমনঃ It is a cat. It is a dog. It is my book. It is my pen
তাছাড়া, অস্পষ্ট লিঙ্গ কিংবা অবুঝ শিশুর ক্ষেত্রেও it আমরা ব্যবহার করে থাকি।
যেমনঃ It is a baby. It is very cute. Its name is Maya.
একাধিক ব্যক্তি বা বস্তু নির্দেশ করতে নিকটবর্তী বুঝাতে these (these- এগুলো, এরা) এবং দূরবর্তী বুঝাতে those (those- ওগুলো, সেগুলো, ওরা) ব্যবহৃত হয়।
মনে রাখতে হবে these/ those এর পর are ব্যবহার হয় , is ব্যবহার হয় না ।
ফুল বইটি পেতে এখানে ক্লিক করেন।
যে কুন হেল্পের জন্য আমি ফেবুতে আছি ।
{নিচে লিঙ্ক দেখেন}
Freelancer-দের ব্যসিক English শিখার এক অসাধারণ আসর Freelancer-দের ব্যসিক English শিখার এক অসাধারণ আসর Reviewed by Unknown on 5:21 PM Rating: 5

No comments