ডোমেইন নাম বাছাই টুল : ওয়েবসাইট তৈরি করার আগে

নতুন একটা ওয়েবসাইট তৈরি করার আগে আপনাকে একটি ভাল ও সুন্দর ডোমেইন নাম বাছাই করতে হবে এটা আনেক গুরুত্বপূর্ণ একটি কাজ কারন কোন ভিজিটর যখন আপনার ওয়েবসাইট এ আসবে ভিজিটর প্রথমে দেখবে আপনার ডোমেইন নাম। আর আমরা এমন একটি ডোমেইন নাম বাছাই করব জাতে ভিজিটর ডোমেইনে নাম দেখেই যেন বুজতে পারে আসলে ওয়েবসাইট কি বিষয় নিয়ে তৈরি।
আজ আমি আপানদের কষ্ট কমানোর জন্য কিছু টিপস শেয়ার করব যাতে আপনারা আপনাদের পসন্দের ওয়েবসাইট এর জন্য ভাল একটি ডোমেইন নাম বাছাই করতে পারেন।
ডোমেইন নাম বাছাই টুলঃ
১। Domainsbot:
এটি খুব সহজ ডোমেইন নাম বাছাই টুল। এই টুল এর সাহায্যে আপনি খুব সহজে আপনার কী ওয়ার্ড  উপর ভিত্তি করে আপনার পছন্দের নিশ  ডোমেইন নাম বাছাই করতে পারেন। আপনি এখান থেকে আপনার ডোমেইন নাম কিনতে পারেন। আরও জানতে Domainsbot
২। Nametumbler:
এটি আরও একটি ডোমেইন নাম বাছাই টুল। এখানেও আপনাকে কী ওয়ার্ড  উপর ভিত্তি করে ডোমেইন নাম বাছাই করতে হবে। এই টুলটি ব্যবহার করতে আনেক সহজ। আরও জানতে NameTumbler
৩। Domain suggest tool:
domainIT 5 Domain Name Suggestion Tools
এই টুলটি দিয়ে আপনি আপানর প্রয়োজনীয় ডোমেইন নাম যেমনঃ .com, .cc, .TV, .net. সার্চ করতে পাড়েন। আরও জানতে Domain suggest tool
৪। BustAName :
এটি খুব সহজ ডোমেইন নাম বাছাই টুল। এই টুল এর সাহায্যে আপনি খুব সহজে আপনার কী ওয়ার্ড  উপর ভিত্তি করে আপনার পছন্দের নিশ  ডোমেইন নাম বাছাই করতে পারেন। আরও জানতে BustAName
আশা করি আপনি আপানর প্রয়োজনীয় ডোমেইন এই টুল গুলি দিয়ে খুজতে সাহায্য করবে। আরও কিছু জানার থাকলে নিছে কমেন্ট করে জানাবেন। লিখাই কোন ভুল থাকলে ক্ষমা করবেন।


ডোমেইন নাম বাছাই টুল : ওয়েবসাইট তৈরি করার আগে ডোমেইন নাম বাছাই টুল : ওয়েবসাইট তৈরি করার আগে Reviewed by Unknown on 3:32 PM Rating: 5

No comments