ডোমেন কী?কিভাবে Domain ক্রয় করা য়ায(আনভেরিফায়েড পেপাল দিয়ে)চিত্র্র সহ ১০০%
ডোমেন কী?
সাধারণ ভাবে বলছি দরুন আপনি কোন একটি
ঠিকানায়(website)এ প্রবেশ করলেন যেমন: http://www.shobkeso.com
এই যে আপনি এই ঠিকানায় ডুকলেন এটি হল একটি ডোমেন ঠিকানা।
আপনার মনে হতে পারে আপনার নামে একটি এই রকম ঠিকানা
থাকুক। তাই আনাদের জানাবে কীভাবে একটি ডোমেন রেজিস্ট্রেশন
করতে হয়।
আর একটু বিস্তারিত বলি, একটি Domain Name এর জন্য
আপনার কী কী লাগবে? বা এর জন্য আপনার কত টাকা খরচ হবে? বা আপনি কী ভাবে ক্রয় করবেন এই যে আপনার এত প্রশ্ন
সকল প্রশ্নের উত্তর দিতে আপনাদের জন্য সবকিছু ডট কম হাজির: ত আর কথা না বলে শুরু করি।
**প্রথমে যা লাগবে তা হল যারা Domain Name রেজিস্ট্রেশন
করে তাদের website এ প্রবেশ করা। আপনাদের সুবিধার জন্য বলি
বিশ্বের এক নম্বর ডোমেন রেজিস্ট্রার কোম্পানি হল Goodady dot
com. তার পর হল Name Cheap.com আরও কনেক।
**আপনি এদের web site এ প্রবেশ করুন তার পর একটি
Account করুন। (আমি নেমচিপ ডট কম ভালবাসি কারণ
আনভেরিফায়েড পেপাল দিয়ে ডোমেইন ক্রয় করার সুবিধা)আমি
NameCheap এর নিয়ম দেখাব কিভাবে আনভেরিফায়েড Paypal
(paypal হল বিশ্বের সবচেয়ে বড় online পেমেন্ট Getway) দিয়ে
Domain ক্রয় করা যায়।
**এর জন্য আপনার কত খরচ হবে তাই ত ? বলছি মাত্র দশ
থেকে এগার ডলার (তবে কিছু কিছু সময় ছাড় পাওয়া যায়া)
১. প্রথমে Name Cheap.com এর web site এ প্রবেশথেকে এগার ডলার (তবে কিছু কিছু সময় ছাড় পাওয়া যায়া)
করুন NameCheap.com কিল্ক করুন। (একটি Account করে
নিন। এখানে)সমস্যা হয়ে কমেন্ট করুন।
নিচের মত একটি পেউজ দেখতে পাবেন। সাচ বক্সে আপনার কাংখিত
ডোমেইনটি লিখে সাচ দিন। যেমন টি আমি দিয়েছি।
Search বাটনে ক্লিক করুন। নিচের মত চিত্র দেখতে পাবেন। আপনার
কাঙ্খিত ডোমেইনটি নিবাচন করে Add To Cart এ ক্লিক করুন।
পর নিচের মত চিত্র আসবে।
Check out with PayPal বাটনে ক্লিক করুন। আপনি পেপালের নিজস্ব
পেজে রিডাইরেক্ট হবেন। লগইন করুন। নিদিষ্ট ডলার প্রদান করুন।
অতঃপর পুনরায় আপনার ডোমেইন রেজিষ্টারারের একাউন্টে প্রত্যাবতন
করুন। ব্যাস হয়ে গেল আপনার ডোমেইন কেনা। এখন আপনি যা ইচ্ছে
তাই করতে পারেন আপনার ডোমেইনকে নিয়ে কারন আপনিতো সাথে
পাচ্ছেন ফ্রি কন্ট্রোল প্যানেল এবং 24X7 Customer Support. কোন প্রশ্ন
থাকলে কমেন্ট করতে পারেন।
কঠিন হল না সহজ হল জানাবে কমেন্ট এর মাধ্যমে।
ডোমেন কী?কিভাবে Domain ক্রয় করা য়ায(আনভেরিফায়েড পেপাল দিয়ে)চিত্র্র সহ ১০০%
Reviewed by Unknown
on
10:14 AM
Rating:
No comments