আপনার ব্লগস্পট ব্লগে যুক্ত করুন “ছবিযুক্ত thumbnail সহ রিলেটেড পোস্ট” widget
* LinkWithin সাইটে যান।
*সেখানে যে ফর্মটি পাবেন তা email, blog URL, Blogger, width দিয়ে পূরন করুন।এখানে width বলতে যতটি রিলেটেড পোস্ট দেখাতে চান তার সংখ্যাকে বোঝায়।ামি পাঁচটি দেখাতে চায় তাই ৫ টি সিলেক্ট করেছি ।
*blogger এ লগ ইন করে Get widget বাটনে ক্লিক করুন।
*এরপর যে পেজ আসবে তা থেকে install widget এ ক্লিক করুন।
*Add widge বাটনে ক্লিক করুন।
*এরপর নিচের চিত্রের মত করে তা drag করে ‘ব্লগ পোস্টস” এর নিচে নিয়ে আসুন।
*save/সংরক্ষন করুন বাটনে ক্লিক করুন।
ব্যস! খেল খতম। />
আপনার ব্লগ চেক করে দেখুন প্রতিটা পোস্টের শেষে Related posts দেখাচ্ছে।
আপনার ব্লগস্পট ব্লগে যুক্ত করুন “ছবিযুক্ত thumbnail সহ রিলেটেড পোস্ট” widget
Reviewed by Unknown
on
5:32 PM
Rating:
No comments