“তৈরী করুন আপনার ওয়েবসাইটের জন্য আপনার পছন্দের সব গানের ফ্লাশ মিউজিক প্লেয়ার”

অনেক দিন থেকে এরকম একটা প্লেয়ার খোজ করছিলাম।শেষ পর্যন্ত ফ্রিতে এবং ভালো ও খুব সহজে তৈরি করা যায় এমন একটা music player পেয়ে গেলাম।শুধু কি তাই? আপনি এতে ব্যবহার করবেন আপনার পছন্দের সব বাংলা গান।কোন আপলোড ঝামেলা নেই।আমি পুরো জিনিসটি আপনাদের বিস্তারিত দখাবো।এবং বাংলা গান যুক্ত করার পদ্ধতিটাও শেখাবো।
তাহলে শুরু করছি।
প্রথমে এখানে ক্লিক করুন।তাহলে যে ওয়েব পেজটি আসবে তার নিচের দিকে থেকে আপনার পছন্দের ফ্লাশ প্লেয়ারটি সিলেক্ট করুন(নিচের চিত্রের মত)।
এর পর Edit Playlist ক্লিক করুন।এখানে আপনি পাশা পাশি দু’ই সারিতে কতগুলো বক্স দেখতে পারবেন।এর ডান পাশের গুলো হচ্ছে অনলাইনে যে স্থানে আপনার গান আছে তার URL এবং বাম পাশের গুলো সেই গানের নাম।আপনি ইউটিউব এর গানের লিঙ্ক চাইলে ব্যবহার করতে পারেন।তবে মনে রাখবেন গানের লিঙ্কটির শেষে .mp3 থাকতে হবে।যেমন,আমি যদি kalo megh by sojib এই গানের লিঙ্ক দেই তবে তার URL হবে kalomeghabysojib.mp3।আমি আপনাদের বাংলা গান সিলেক্ট করার ট্রিক একটু পরেই শেখাচ্ছি।
বক্সগুলো কম্পলিট হলে আপনি চাইলে কনফিগারেশন সেটিং এ ক্লিক করে আপনার প্লেয়ারের কনফিগারেশন ঠিক করতে পারেন।যেমন,এটি আপনার সাইটে ঢোকার সাথে সাথে অটো প্লে করবে কি না,অথবা এর ডিফল্ট ভলিউম কত হবে ইত্যাদি।
সব কাজ কম্পলিট হলে Done ক্লিক করুন।কাজ শেষ হবার পূর্বে Done ক্লিক করবেন না।Done ক্লিক করার পর নিচে দখানো ছবির মত কোড পাবেন।আর এটি আপনার ওয়েব পেজ এ পেস্ট করে দিন।আর একটি কথা,প্লেয়ারটি ওয়েবপেজের শুধু উপরে বা নিচে থাকতে পারবে।অন্য কোন স্থানে নয়।আপনি যদি উপরে রাখতে চান তবে কনফিগারেশন সেটিং থেকে তা নির্বাচন করে তারপর Done ক্লিক করুন।সাধারনত এটি নিচে ডিফল্ট সিলেক্ট করা থাকে।ব্যস,কাজ শেষ।কোড গুলো আপনার সাইটে কপি করে দিলেই প্লেয়ার তৈরির কাজ শেষ।
এবার আসি বাংলা গান সিলেক্ট করা নিয়ে।বাংলাদেশে সবচাইতে জনপ্রিয় ফ্রিতে বাংলা গান ডাউনলোড সাইট কোনটি? হ্যা,ঠিক বলেছেন, http://www.music.com.bd ।আর এটিই আপনাকে সাহায্য করবে গান সিলেক্ট করতে।কিভাবে? আসুন দেখি।প্রথমে আপনার
“তৈরী করুন আপনার ওয়েবসাইটের জন্য আপনার পছন্দের সব গানের ফ্লাশ মিউজিক প্লেয়ার” “তৈরী করুন আপনার ওয়েবসাইটের জন্য আপনার পছন্দের সব গানের ফ্লাশ মিউজিক প্লেয়ার” Reviewed by Unknown on 5:37 PM Rating: 5

No comments