আউটসোর্সিং নিয়ে রংপুরে Xpert IT
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'এক্সপার্ট আইটি (Xpert IT)'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.com.bd
ইন্টারনেট
আবিস্কারের পর থেকে এখন পযর্ন্ত প্রযুক্তিগত যত উন্নয়ন হয়েছে, হচ্ছে এবং
সামনেও হবে শুধুমাত্র এর ভাল দিকটির ব্যবহারের কারণে। কারণ প্রতিটি
আবিষ্কারের ভাল এবং মন্দ দুটি দিক আছে। সেই ভাল মন্দের ধারাবাহিকতা
ইন্টারনেটও হাঁটছে! অন্যান্য দেশের সাথে আমাদের দেশেও ইন্টারনেট ব্যবহারের
ব্যতিক্রম নয়।Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.com.bd
তবে লক্ষণীয় বিষয়, বিশেষ করে আমাদের দেশে গত কয়েক বছরে প্রায় ৩ গুনেরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে। এটাকে সাধুবাদ জানাতেই হবে। কারণ, প্রযুক্তিপণ্যের অপ্রতুলতার, ধীর গতি ও উচ্চ মূল্যের ইন্টারনেট এবং ইলেক্ট্রিসিটি এর বাঁধার মধ্যে থেকেই আমাদের দেশের তরুণরা নিজ চেষ্টায় এগিয়ে নিয়ে যাচ্ছে নিজেদের। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের বিপুল জনসংখ্যার কর্মসংস্থানের মাধ্যম হিসেবে আউটসোর্সিংকে বেছে নেওয়া সময়ের সঠিক সিদ্ধান্ত।
এক্সপার্ট আইটি (Xpert IT) আউটসোর্সিং -এ এক নতুন দিগন্ত
আর তাই দেশের উত্তর অঞ্চল রংপুরে আমরা গড়ে তুলেছি এক্সপার্ট আইটি (Xpert IT) নামে একটি IT ফার্ম । তরুনদের মধ্যে আউটসোর্সিং বিষয়ে সচেতনতা তৈরি এবং তাদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে আউটসোর্সিংয়ের জন্য দক্ষ জনবল হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই Xpert IT যাত্রা ।আমাদের শুরুটা ছিল গত ২০১২ সালের ১ সেপ্টেম্বর । আর আমরা যখন যাত্রা শুরু করি, তখন অবস্থা ভালো ছিলোনা।
তখন ছিল এমন যে, দেশের অসংখ্য মানুষ, আউটসোর্সিং নামধারী ডু-ল্যান্সার, স্কাই-ল্যান্সার কোম্পানীর ক্লিকের খপ্পরে পড়ে সর্বশান্ত। সারাদেশের কথা বলবোনা রংপুরে সে সময় এই আউটসোর্সিং শব্দটাই নতুন। অনেকেই জানে না যে কি এই আউটসোর্সিং। তবে তাদের মধ্যে অনেকেই জানত ডু-ল্যান্সার, স্কাই-ল্যান্সার হল আউটসোর্সিং। এ ধরণের প্রতিষ্ঠান গুলো বন্ধ হওয়ার পর সবার মনে জন্ম নেয় আউটসোর্সিং –এর প্রতি অবিশ্বাস।
সে সময় আউটসোর্সিং বিষয়ে উদ্যোগ নেয়ার মত তেমন কোন প্রতিষ্ঠান রংপুরে ছিলনা। আউটসোর্সিং-এর মাধ্যমে ঘরে বসেই প্রচুর অর্থ উপার্জন করা যায়, বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। চাকুরির উপর নিরর্ভশীল না হয়ে আত্মনির্ভরশীল হওয়া সম্ভব তা রংপুরবাসী ভুলতে বসেছিল।
ঠিক তখনি অপার সম্ভাবনাময় এই ‘আউটসোর্সিং’ প্রশিক্ষণের হাল ধরি আমরা। সিদ্ধান্ত নেই আমরাই দিব আউটসোর্সিং প্রশিক্ষণ সেবা। শুরু হল Xpert IT এর যাত্রা। এই Xpert IT মূলত একটি IT ফার্ম। তবে আমরা শুরু করি এই আউটসোর্সিং নিয়ে। ক্রমান্বয়ে আরও কিছু সেবা চালু করা হবে। যেমনঃ সফটওয়্যার, অ্যানিমেশন তৈরি ইত্যাদি।
এক্সপার্ট আইটি (Xpert IT) যেসব বিষয়ে প্রশিক্ষণ দেয়
এখন আমরা আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি। এই আউটসোর্সিং প্রশিক্ষণকে দুই ভাগে ভাগ করা হয়েছে।- একটি হচ্ছে BID Sector,
- অন্যটি NON BID Sector.
এক্সপার্ট আইটি (Xpert IT) যেভাবে প্রশিক্ষণ দেয়
আমরা দীর্ঘ দুই মাসে এই দুই সেক্টর সম্বন্ধে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ দিয়ে থাকি। এই দুই মাস প্রশিক্ষণের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের গড়ে তুলি দক্ষ কর্মী হিসাবে। তাছারা Xpert IT শিক্ষার্থীদের Live Project এ কাজ করার সুযোগ দেয়,এর ফলে তারা কাজ গুলি খুব ভাল ভাবে রপ্ত করতে পারে এবং সেই সাথে প্রশিক্ষনের পাশাপাশি বাড়তি আয় করতে পারে। তবে আমাদের ভর্তিতে একটা শর্ত আছে তা হল আগ্রহী শিক্ষার্থীকে অবশ্যই কম্পিউটার সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে।এক্সপার্ট আইটি (Xpert IT) এর নিশ্চয়তা ও সাফল্য
Xpert IT শিক্ষার্থীকে নিশ্চয়তা দেয় যে, প্রশিক্ষণ শেষ করার আগেই তাদের আয় শুরু হবে। Xpert IT এর প্রশিক্ষণ নিয়ে আজ অনেকেই ‘আউটসোর্সিং-এ’ নিজেকে সফল করেছে।Xpert IT এর প্রধান অফিস রংপুরে হলেও ‘অনলাইন’-এর মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে আসছে দেশের বিভিন্ন জেলায়, এমনকি বিদেশেও।
জয় হোক আউটসোর্সিং এর
তবে এটা নিশ্চিত করে বলা যায় যে , এমন একদিন আসবে যখন আউটসোর্সিং-ই হবে অনেকের একমাত্র পেশা। থাকবেনা চাকুরির উপরনির্ভরশীলতা, থাকবেনা বেকারত্ত্ব। হবে সবাই স্বাবলম্বী। ধন্যবাদ সবাইকে ।
এক্সপার্ট আইটি (Xpert IT)
আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে :Xpert IT,
বাড়ী-আচল,১৫১/৩,কলেজ রোড,আলমনগর,রংপুর
অথবা ফোন করতে পারেন -01728616147
http://www.xpertit-bd.com
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'এক্সপার্ট আইটি (Xpert IT)'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.com.bd
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.com.bd
আউটসোর্সিং নিয়ে রংপুরে Xpert IT
Reviewed by Unknown
on
12:17 PM
Rating:
No comments